২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল
২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ২৩ জুন ২০১৩ তারিখে এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ড, বার্মিংহামে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা | ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||
বৃষ্টি কারণে ম্যাচ বিলম্বে শুরু হয় | |||||||||
ভারত ৫ রানে জয়ী | |||||||||
তারিখ | ২৩ জুন ২০১৩ | ||||||||
মাঠ | এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ড, বার্মিংহাম, ইংল্যান্ড | ||||||||
আম্পায়ার | কুমার ধর্মসেনা এবং রড টাকার | ||||||||
← ২০০৯ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল |
বিবরণ
এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালাস্টেয়ার কুক। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় ৬ ঘণ্টা পরে খেলা শুরু হয়। ফলে ম্যাচের ওভার সংখ্যা ২০ এ নামিয়ে আনা হয়।
টসে হেরে ব্যাট করতে নামে ভারত। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান করে ভারত। শিখর ধাওয়ান ৩১, বিরাট কোহলি ৪৩ ও রবীন্দ্র জাদেজা অপরাজিত ৩৩ রান করেন। ইংল্যান্ডের পক্ষে বোপারা ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। আর জেমস অ্যান্ডারসন, ব্রড ও ট্রেডওয়েল প্রত্যেককে ১টি করে উইকেট লাভ করেন।
১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১২৪ রান করে। ম্যাচের শেষ বলে প্রয়োজনীয় ৬ রান করতে না পারায় ভারত ৫ রানে জয়ী হয়। জোনাথন ট্রট ২০, ইয়ন মর্গ্যান ৩৩, রবি বোপারা ৩০ রান করেন। ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও ইশান্ত শর্মা প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করেন।
ফাইনালে ৩৩ রান আর দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হিসেবে নির্বাচিত হন রবীন্দ্র জাদেজা।[1]
ব |
||
- ইংল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির জন্যে খেলা ১৬:২০ ঘটিকায় শুরু হয় ও ২০ ওভারে নির্ধারিত হয়।
তথ্যসূত্র
- Cool India steal title in 20-20 sprint, ক্রিকইনফো