২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী – মহিলাদের ১০০০০ মিটার
২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ১০০০০মিটার দৌড়ানোর প্রতিযোগিতা আগস্টের ১৫ তারিখে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে।[1] ২৯:৫৪.৬৬সেকেন্ড সময়ে নতুন আলিম্পিক রেকর্ড করে ইথিওপিয়ার তিরুনেশ দিবাবা জয়ী হন।[2]
XXIX অলিম্পিয়াড খেলায় মহিলাদের ১০,০০০মিটার | ||||||||||
স্থান | বেইজিং ন্যাশনাল স্টেডিয়াম | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | ১৫ই আগস্ট | |||||||||
প্রতিযোগী | ১৮ টি দেশের ২৯জন প্রতিযোগী | |||||||||
পদকবিজয়ী | ||||||||||
| ||||||||||
«২০০৪ | ২০১২» |
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী![]() | ||||
---|---|---|---|---|
ট্র্যাক বিভাগ | ||||
১০০ মিটার | পুরুষ | মহিলা | ||
২০০ মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০ মিটার | পুরুষ | মহিলা | ||
৮০০ মিটার | পুরুষ | মহিলা | ||
১৫০০ মিটার | পুরুষ | মহিলা | ||
৫০০০ মিটার | পুরুষ | মহিলা | ||
১০০০০ মিটার | পুরুষ | মহিলা | ||
১০০ মিটার বাধাদৌড় |
মহিলা | |||
১১০ মিটার বাধাদৌড় |
পুরুষ | |||
৪০০ মিটার বাধাদৌড় | পুরুষ | মহিলা | ||
৩০০০ মিটার স্টিপলচেজ |
পুরুষ | মহিলা | ||
৪ x ১০০ মিটার রিলে | পুরুষ | মহিলা | ||
৪ x ৪০০ মিটার রিলে | পুরুষ | মহিলা | ||
রোড বিভাগ | ||||
ম্যারাথন | পুরুষ | মহিলা | ||
২০ কিমি হাঁটা | পুরুষ | মহিলা | ||
৫০কিমি হাঁটা | পুরুষ | |||
ফিল্ড বিভাগ | ||||
লং জাম্প | পুরুষ | মহিলা | ||
ট্রিপল জাম্প | পুরুষ | মহিলা | ||
হাই জাম্প | পুরুষ | মহিলা | ||
পোল ভল্ট | পুরুষ | মহিলা | ||
শট পাট | পুরুষ | মহিলা | ||
ডিসকাস থ্রো | পুরুষ | মহিলা | ||
বর্শা নিক্ষেপ | পুরুষ | মহিলা | ||
হাতুড়ি ছোঁড়া | পুরুষ | মহিলা | ||
সম্মিলিত বিভাগ | ||||
হেপ্টাথলন | মহিলা | |||
ডেকাথলন | পুরুষ | |||
যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ৩১:৪৫.০০সেকেন্ড (A মান) এবং ৩২:২০.০০সেকেন্ড (B মান)।[3]
রেকর্ড
এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | ![]() | ২৯:৩১.৭৮ | বেইজিং, চীন | ৮ই সেপ্টেম্বর ১৯৯৩ |
অলিম্পিক রেকর্ড | ![]() | ৩০:১৭.৪৯ | সিডনি, অস্ট্রেলিয়া | ৩০শে সেপ্টেম্বর ২০০০ |
এই অলিম্পিকে যে অলিম্পিক রেকর্ড গড়া হয়, সেটি নিচে দেওয়া হল।
তারিখ | বিভাগ | নাম | রাষ্ট্র | সময় | OR | WR |
---|---|---|---|---|---|---|
১৫ই আগস্ট | ফাইনাল | তিরুনেশ দিবাবা | ![]() | ২৯:৫৪.৬৬ | OR |
তিরুনেশ দিবাবা ওএলভান আবেলিগিসে উভয়েই আগের অলিম্পিক রেকর্ডের থেকে কম সময় করেন, যা ১০০০০মিটারে সর্বকালের, যথাক্রমে, দ্বিতীয় ও তৃতীয় সেরা সময়।
ফলাফল
এখানে সময়ের একক সেকেন্ড। নিম্নলিখিত শব্দসংক্ষেপগুলি ব্যবহার করা হয়েছে, -
|
|
ক্রম | নাম | রাষ্ট্র | ফলাফল | টিকা |
---|---|---|---|---|
![]() | তিরুনেশ দিবাবা | ![]() | ২৯:৫৪.৬৬ | ওআর
, AR |
![]() | এলভান আবেলিগিসে | ![]() | ২৯:৫৬.৩৪ | AR |
![]() | শালেন ফ্লানাগান | ![]() | ৩০:২২.২২ | AR |
৪ | লিনেট চেপকোয়েমোই মাসাই | ![]() | ৩০:২৬.৫০ | WJR, NR |
৫ | মারিয়া কোনোভালোভা | ![]() | ৩০:৩৫.৮৪ | PB |
৬ | ইঙ্গে অ্যাবিটোভা | ![]() | ৩০:৩৭.৩৩ | SB |
৭ | লুসি কাবু ওয়েঙ্গেই | ![]() | ৩০:৩৯.৯৬ | PB |
৮ | লোর্না কিপলাগাত | ![]() | ৩০:৪০.২৭ | SB |
৯ | কিংবার্লি স্মিথ | ![]() | ৩০:৫১.০০ | |
১০ | কারা গোচর | ![]() | ৩০:৫৫.১৬ | PB |
১১ | কায়োকো ফুকুশি | ![]() | ৩১:০১.১৪ | SB |
১২ | জোয়ান পাভে | ![]() | ৩১:১২.৩০ | PB |
১৩ | সাব্রিনা মোচেনহপ্ট | ![]() | ৩১:১৪.২১ | PB |
১৪ | এজেগায়েহু দিবাবা | ![]() | ৩১:২২.১৮ | |
১৫ | হিল্ডা কিবেট | ![]() | ৩১:২৯.৬৯ | |
১৬ | ঝ্যাং ইংইং | ![]() | ৩১:৩১.১২ | SB |
১৭ | য়োকো শিবুই | ![]() | ৩১:৩১.১৩ | |
১৮ | পেন্নিনা আরুসেই | ![]() | ৩১:৩৯.৮৭ | |
১৯ | তাতিয়ানা খমেলেভা-আরিয়াসোভা | ![]() | ৩১:৪৫.৫৭ | |
২০ | য়ুকিকো আকাবা | ![]() | ৩২:০০.৩৭ | |
২১ | বাই ঝু | ![]() | ৩২:২০.২৭ | |
২২ | আনিকো কালোভিক্স | ![]() | ৩২:২৪.৮৩ | |
২৩ | কেট রিড | ![]() | ৩২:২৬.৬৯ | |
২৪ | নাথালি ডে ভোস | ![]() | ৩২:৩৩.৪৫ | SB |
২৫ | প্রিয়া শ্রীধরন | ![]() | ৩২:৩৪.৬৪ | |
২৬ | অ্যামি য়োডের বিগলি | ![]() | ৩২:৩৮.২৮ | |
২৭ | ডুলসে মারিয়া রডরিগেজ | ![]() | ৩২:৫৮.০৪ | |
২৮ | ডং ঝিয়াওকিং | ![]() | ৩৩:০৩.১৪ | |
২৯ | ইসাবেল চেকা | ![]() | ৩৩:১৭.৮৮ | |
মেস্তাওয়েত তুফা | ![]() | DNF | ||
আসমে লেগজাউই | ![]() | DNF | ||
নাতালিয়া বেরকুট | ![]() | DNS |
তথ্যসূত্র
- "Olympic Athletics Competition Schedule"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- "Olympic Games 2008 - Results 08-15-2008 - 10 000 Metres W Final"। IAAF। ২০০৮-০৮-১৫। ১৭ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১৫।
- "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"। IAAF। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.