২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী – মহিলাদের ১০০০০ মিটার

২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ১০০০০মিটার দৌড়ানোর প্রতিযোগিতা আগস্টের ১৫ তারিখে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে[1] ২৯:৫৪.৬৬সেকেন্ড সময়ে নতুন আলিম্পিক রেকর্ড করে ইথিওপিয়ার তিরুনেশ দিবাবা জয়ী হন।[2]

XXIX অলিম্পিয়াড খেলায়
মহিলাদের ১০,০০০মিটার
স্থানবেইজিং ন্যাশনাল স্টেডিয়াম
তারিখ১৫ই আগস্ট
প্রতিযোগী১৮ টি দেশের ২৯জন প্রতিযোগী
পদকবিজয়ী
   ইথিওপিয়া
   তুরস্ক
   মার্কিন যুক্তরাষ্ট্র
«২০০৪২০১২»
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী
ট্র্যাক বিভাগ
১০০ মিটার   পুরুষ   মহিলা
২০০ মিটার পুরুষ মহিলা
৪০০ মিটার পুরুষ মহিলা
৮০০ মিটার পুরুষ মহিলা
১৫০০ মিটার পুরুষ মহিলা
৫০০০ মিটার পুরুষ মহিলা
১০০০০ মিটার পুরুষ মহিলা
১০০ মিটার
বাধাদৌড়
মহিলা
১১০ মিটার
বাধাদৌড়
পুরুষ
৪০০ মিটার বাধাদৌড় পুরুষ মহিলা
৩০০০ মিটার
স্টিপলচেজ
পুরুষ মহিলা
৪ x ১০০ মিটার রিলে পুরুষ মহিলা
৪ x ৪০০ মিটার রিলে পুরুষ মহিলা
রোড বিভাগ
ম্যারাথন পুরুষ মহিলা
২০ কিমি হাঁটা পুরুষ মহিলা
৫০কিমি হাঁটা পুরুষ
ফিল্ড বিভাগ
লং জাম্প পুরুষ মহিলা
ট্রিপল জাম্প পুরুষ মহিলা
হাই জাম্প পুরুষ মহিলা
পোল ভল্ট পুরুষ মহিলা
শট পাট পুরুষ মহিলা
ডিসকাস থ্রো পুরুষ মহিলা
বর্শা নিক্ষেপ পুরুষ মহিলা
হাতুড়ি ছোঁড়া পুরুষ মহিলা
সম্মিলিত বিভাগ
হেপ্টাথলন মহিলা
ডেকাথলন পুরুষ

যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ৩১:৪৫.০০সেকেন্ড (A মান) এবং ৩২:২০.০০সেকেন্ড (B মান)।[3]

রেকর্ড

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড ওয়াং জুক্সিয়া (CHN)২৯:৩১.৭৮বেইজিং, চীন৮ই সেপ্টেম্বর ১৯৯৩
অলিম্পিক রেকর্ড দেরার্তু তুলু (ETH)৩০:১৭.৪৯সিডনি, অস্ট্রেলিয়া৩০শে সেপ্টেম্বর ২০০০

এই অলিম্পিকে যে অলিম্পিক রেকর্ড গড়া হয়, সেটি নিচে দেওয়া হল।

তারিখবিভাগনামরাষ্ট্রসময়ORWR
১৫ই আগস্টফাইনালতিরুনেশ দিবাবা ইথিওপিয়া২৯:৫৪.৬৬OR

তিরুনেশ দিবাবাএলভান আবেলিগিসে উভয়েই আগের অলিম্পিক রেকর্ডের থেকে কম সময় করেন, যা ১০০০০মিটারে সর্বকালের, যথাক্রমে, দ্বিতীয় ও তৃতীয় সেরা সময়।

ফলাফল

এখানে সময়ের একক সেকেন্ড। নিম্নলিখিত শব্দসংক্ষেপগুলি ব্যবহার করা হয়েছে, -

ক্রমনামরাষ্ট্রফলাফলটিকা
তিরুনেশ দিবাবা ইথিওপিয়া২৯:৫৪.৬৬ওআর

, AR

এলভান আবেলিগিসে তুরস্ক২৯:৫৬.৩৪AR
শালেন ফ্লানাগান মার্কিন যুক্তরাষ্ট্র৩০:২২.২২AR
লিনেট চেপকোয়েমোই মাসাই কেনিয়া৩০:২৬.৫০WJR, NR
মারিয়া কোনোভালোভা রাশিয়া৩০:৩৫.৮৪PB
ইঙ্গে অ্যাবিটোভা রাশিয়া৩০:৩৭.৩৩SB
লুসি কাবু ওয়েঙ্গেই কেনিয়া৩০:৩৯.৯৬PB
লোর্না কিপলাগাত নেদারল্যান্ডস৩০:৪০.২৭SB
কিংবার্লি স্মিথ নিউজিল্যান্ড৩০:৫১.০০
১০কারা গোচর মার্কিন যুক্তরাষ্ট্র৩০:৫৫.১৬PB
১১কায়োকো ফুকুশি জাপান৩১:০১.১৪SB
১২জোয়ান পাভে গ্রেট ব্রিটেন৩১:১২.৩০PB
১৩সাব্রিনা মোচেনহপ্ট জার্মানি৩১:১৪.২১PB
১৪এজেগায়েহু দিবাবা ইথিওপিয়া৩১:২২.১৮
১৫হিল্ডা কিবেট নেদারল্যান্ডস৩১:২৯.৬৯
১৬ঝ্যাং ইংইং চীন৩১:৩১.১২SB
১৭য়োকো শিবুই জাপান৩১:৩১.১৩
১৮পেন্নিনা আরুসেই কেনিয়া৩১:৩৯.৮৭
১৯তাতিয়ানা খমেলেভা-আরিয়াসোভা রাশিয়া৩১:৪৫.৫৭
২০য়ুকিকো আকাবা জাপান৩২:০০.৩৭
২১বাই ঝু চীন৩২:২০.২৭
২২আনিকো কালোভিক্স হাঙ্গেরি৩২:২৪.৮৩
২৩কেট রিড গ্রেট ব্রিটেন৩২:২৬.৬৯
২৪নাথালি ডে ভোস বেলজিয়াম৩২:৩৩.৪৫SB
২৫প্রিয়া শ্রীধরন ভারত৩২:৩৪.৬৪
২৬অ্যামি য়োডের বিগলি মার্কিন যুক্তরাষ্ট্র৩২:৩৮.২৮
২৭ডুলসে মারিয়া রডরিগেজ মেক্সিকো৩২:৫৮.০৪
২৮ডং ঝিয়াওকিং চীন৩৩:০৩.১৪
২৯ইসাবেল চেকা স্পেন৩৩:১৭.৮৮
মেস্তাওয়েত তুফা ইথিওপিয়াDNF
আসমে লেগজাউই মরক্কোDNF
নাতালিয়া বেরকুট ইউক্রেনDNS

তথ্যসূত্র

  1. "Olympic Athletics Competition Schedule"IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪
  2. "Olympic Games 2008 - Results 08-15-2008 - 10 000 Metres W Final"IAAF। ২০০৮-০৮-১৫। ১৭ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১৫
  3. "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"IAAF। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.