২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী – পুরুষদের ৮০০ মিটার

২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ৮০০মিটার দৌড়ানোর প্রতিযোগিতা আগস্টের ২০ থেকে ২৩ তারিখে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে[1] ২৩শে আগস্ট ফাইনালে কেনিয়ান দৌড়বীর উইলফ্রেড বঙ্গাই ১:৪৪.৬৫সেকেন্ড সময়ে বিজয়ী হন। যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ১:৪৬.০০সেকেন্ড (A মান) এবং ১:৪৭.০০সেকেন্ড (B মান)।[2]

XXIX অলিম্পিয়াড খেলায়
পুরুষদের ৮০০মিটার
স্থানবেইজিং ন্যাশনাল স্টেডিয়াম
তারিখ২০শে আগস্ট
২১শে আগস্ট
২৩শে আগস্ট (ফাইনাল)
প্রতিযোগী৪২ টি দেশের ৫৮জন প্রতিযোগী
বিজয়ীর সময়১:৪৪.৬৫
পদকবিজয়ী
   কেনিয়া
   সুদান
   কেনিয়া
«২০০৪২০১২»
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী
ট্র্যাক বিভাগ
১০০ মিটার   পুরুষ   মহিলা
২০০ মিটার পুরুষ মহিলা
৪০০ মিটার পুরুষ মহিলা
৮০০ মিটার পুরুষ মহিলা
১৫০০ মিটার পুরুষ মহিলা
৫০০০ মিটার পুরুষ মহিলা
১০০০০ মিটার পুরুষ মহিলা
১০০ মিটার
বাধাদৌড়
মহিলা
১১০ মিটার
বাধাদৌড়
পুরুষ
৪০০ মিটার বাধাদৌড় পুরুষ মহিলা
৩০০০ মিটার
স্টিপলচেজ
পুরুষ মহিলা
৪ x ১০০ মিটার রিলে পুরুষ মহিলা
৪ x ৪০০ মিটার রিলে পুরুষ মহিলা
রোড বিভাগ
ম্যারাথন পুরুষ মহিলা
২০ কিমি হাঁটা পুরুষ মহিলা
৫০কিমি হাঁটা পুরুষ
ফিল্ড বিভাগ
লং জাম্প পুরুষ মহিলা
ট্রিপল জাম্প পুরুষ মহিলা
হাই জাম্প পুরুষ মহিলা
পোল ভল্ট পুরুষ মহিলা
শট পাট পুরুষ মহিলা
ডিসকাস থ্রো পুরুষ মহিলা
বর্শা নিক্ষেপ পুরুষ মহিলা
হাতুড়ি ছোঁড়া পুরুষ মহিলা
সম্মিলিত বিভাগ
হেপ্টাথলন মহিলা
ডেকাথলন পুরুষ

রেকর্ড

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড উইলসন কিপকেতার (DEN)১:৪১.১১কোলোন, জার্মানী২৪শে আগস্ট ১৯৯৭
অলিম্পিক রেকর্ড ভেবজর্ন রোডাল (NOR)১:৪২.৫৮আটলান্টা, যুক্তরাষ্ট্র৩১শে জুলাই ১৯৯৬

এই অলিম্পিকে কোনো নতুন বিশ্ব বা অলিম্পিক রেকর্ড সৃষ্টি হয়নি।

ফলাফল

এখানে সময়ের একক সেকেন্ড। নিম্নলিখিত শব্দসংক্ষেপগুলি ব্যবহার করা হয়েছে, -

রাউন্ড ১

প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয় ২০শে আগস্ট। প্রত্যেক হিটের প্রথম দুইজন (Q) ও সবমিলিয়ে পরবর্তী সেরা আটজনকে (q) নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।

ক্রমলেনপ্রতিযোগীরাষ্ট্রসময়টিকা
উইলফ্রেড বঙ্গাই কেনিয়া১:৪৪.৯০Q, SB
য়ুরি বোর্জাকোভস্কি রাশিয়া১:৪৫.১৫Q
নাজিম মনসুর আলজেরিয়া১:৪৫.৬২q
ইয়েইমের লোপেজ কিউবা১:৪৫.৬৬Q
বোয়াজ কিপলাগাত লালাং কেনিয়া১:৪৫.৭২Q
নাবিল মাডি আলজেরিয়া১:৪৫.৭৫q
ম্যানুয়েল ওলমেডো স্পেন১:৪৫.৭৮Q
ইসমাইল আহমেদ ইসমাইল সুদান১:৪৫.৮৭Q
মার্সিন লিউয়ান্ডোস্কি পোল্যান্ড১:৪৫.৮৯q, SB
১০বেলাল মনসুর আলি বাহরাইন১:৪৫.৯৫q, SB
১১নিক সাইমন্ডস মার্কিন যুক্তরাষ্ট্র১:৪৬.০১Q
১২গ্যারি রীড কানাডা১:৪৬.০২q
১৩আলফ্রেড কিরওয়া ইয়েগো কেনিয়া১:৪৬.০৪Q
১৪সাজ্জাদ মোরাদি ইরান১:৪৬.১০q
১৫আন্তোনিও ম্যানুয়েল রেইনা স্পেন১:৪৬.৩০q
১৬ফাবিয়ানো পেকাহ্না ব্রাজিল১:৪৬.৫৪q
১৭অ্যান্ডি গঞ্জালেজ কিউবা১:৪৬.৫৯
১৮মহসিন চেহিবি মরক্কো১:৪৬.৭৫
১৯ইয়াসিন বেন্সঘির মরক্কো১:৪৬.৮৮
২০মোহাম্মদ আল-আজেমি কুয়েত১:৪৬.৯৪Q
২১ইউসুফ সাদ কামেল বাহরাইন১:৪৬.৯৪Q
২২রবার্ট ল্যাথোয়ার্স নেদারল্যান্ডস১:৪৬.৯৪
২৩আবুবকর কাকি সুদান১:৪৬.৯৮Q
২৪মহম্মদ আল-সালহি সৌদি আরব১:৪৭.০২Q
২৫অ্যান্ড্রু হুইটিং মার্কিন যুক্তরাষ্ট্র১:৪৭.০৫
২৬দিমিত্রিস মিলকেভিক্স লাতভিয়া১:৪৭.১২
২৭মিক্কো লাটিও ফিনল্যান্ড১:৪৭.২০
২৮স্যামসন নগোয়েপ দক্ষিণ আফ্রিকা১:৪৭.৪২
২৯অনিজ কারেন সামোয়া১:৪৭.৪৫NR
৩০দিমিত্রি বোগদানভ রাশিয়া১:৪৭.৪৯
৩১আব্দুলায়ে ওয়াগনে সেনেগাল১:৪৭.৫০
৩২মাইকেল রিমার গ্রেট ব্রিটেন১:৪৭.৬১Q
৩৩বুলানি মুলাজি দক্ষিণ আফ্রিকা১:৪৭.৬৪Q
৩৩এডুয়ার্ড ভিলানুয়েভা ভেনেজুয়েলা১:৪৭.৬৪
৩৫থমাস চ্যামনি আয়ারল্যান্ড১:৪৭.৬৬
৩৫পাওয়েল জাপিউস্কি পোল্যান্ড১:৪৭.৬৬
৩৭আমিন লালো মরক্কো১:৪৭.৮৬Q
৩৮ওনালিনা বালোয়ি বতসোয়ানা১:৪৭.৮৯
৩৯আব্রাহাম চেপকিরোক উগান্ডা১:৪৭.৯৩Q
৪০মিগুয়েল কিউসাডা স্পেন১:৪৮.০৬
৪১জ্যাকব হোলুসা চেক প্রজাতন্ত্র১:৪৮.১৯
৪১অল্ডউইন স্যাপলটন জ্যামাইকা১:৪৮.১৯
৪৩ক্রিশ্চিয়ান স্মিথ মার্কিন যুক্তরাষ্ট্র১:৪৮.২০
৪৪লি জিয়াংগু চীন১:৪৮.৪৪
৪৫ক্লিবার্সন ডাভিড ব্রাজিল১:৪৮.৫৩
৪৬জোসেফ রেপচিক স্লোভাকিয়া১:৪৮.৬৪
৪৭আচরাফ তাদিলি কানাডা১:৪৮.৮৭
৪৮ভিতালিজ কোজলভ লিথুয়ানিয়া১:৪৮.৯৬
৪৯ল্যাচলান রেনশ অস্ট্রেলিয়া১:৪৯.১৯
৫০এহসান মোহাজির শোজাই ইরান১:৪৯.২৫
৫১লিওনার্ডো প্রাইস আর্জেন্টিনা১:৪৯.৩৯
৫২সের্গেই পাকুরা কির্গিজস্তান১:৫০.৫৪
৫৩ফেডরিক ইগলেসিয়াস বলিভিয়া১:৫০.৫৭
৫৪স্যামওয়েল ওয়েরা তানজানিয়া১:৫০.৬৭
৫৫ডিং কং নগুয়েন ভিয়েতনাম১:৫২.০৬
৫৬মোহাম্মদ আল-ইয়াফেই ইয়েমেন১:৫৪.৮২
৫৭সুলেইমান ঔল্ড চেবাল মৌরিতানিয়া১:৫৭.৪৩
৫৮ডেরেক ম্যান্ডেল গুয়াম১:৫৭.৪৮PB
বায়রন পিয়েদ্রা ইকুয়েডরDNS
নিক উইলিস নিউজিল্যান্ডDNS
আতার জারগুলেইন আলজেরিয়াDNS

সেমিফাইনাল

প্রত্যেক হিটের প্রথম দু'জন (Q) ও সবমিলিয়ে পরবর্তী সেরা (q) দু'জনকে নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হয়।[3]

সেমিফাইনাল ১

ক্রমলেনপ্রতিযোগীরাষ্ট্রসময়টিকা
উইলফ্রেড বঙ্গাই কেনিয়া১:৪৬.২৩Q
ইয়েইমের লোপেজ কিউবা১:৪৬.৪০Q
য়ুরি বোর্জাকোভস্কি রাশিয়া১:৪৬.৫৩
আমিন লালো মরক্কো১:৪৬.৭৪
নিক সাইমন্ডস মার্কিন যুক্তরাষ্ট্র১:৪৬.৯৬
মহম্মদ আল-সালহি সৌদি আরব১:৪৭.১৪
মার্সিন লিউয়ান্ডোস্কি পোল্যান্ড১:৪৭.২৪
মোহাম্মদ আল-আজেমি কুয়েত১:৪৭.৬৫
২১শে আগস্ট ২০০৮ - সন্ধ্যা ৭:৫০

সেমিফাইনাল ২

ক্রমলেনপ্রতিযোগীরাষ্ট্রসময়টিকা
আলফ্রেড কিরওয়া ইয়েগো কেনিয়া১:৪৪.৭৩Q
ইসমাইল আহমেদ ইসমাইল সুদান১:৪৪.৯১Q
ইউসুফ সাদ কামেল বাহরাইন১:৪৪.৯৫q
নাজিম মনসুর আলজেরিয়া১:৪৫.৫৪q
সাজ্জাদ মোরাদি ইরান১:৪৬.০৮
বুলানি মুলাজি দক্ষিণ আফ্রিকা১:৪৬.২৪
আন্তোনিও ম্যানুয়েল রেইনা স্পেন১:৪৬.৪০
ফাবিয়ানো পেকাহ্না ব্রাজিল১:৪৭.০৭
২১শে আগস্ট ২০০৮ - সন্ধ্যা ৭:৫৮

সেমিফাইনাল ৩

ক্রমলেনপ্রতিযোগীরাষ্ট্রসময়টিকা
নাবিল মাডি আলজেরিয়া১:৪৫.৬৩Q
গ্যারি রীড কানাডা১:৪৫.৮৫Q
বোয়াজ কিপলাগাত লালাং কেনিয়া১:৪৫.৮৭
ম্যানুয়েল ওলমেডো স্পেন১:৪৫.৯১
বেলাল মনসুর আলি বাহরাইন১:৪৬.৩৭
মাইকেল রিমার গ্রেট ব্রিটেন১:৪৮.০৭
আব্রাহাম চেপকিরোক উগান্ডা১:৪৯.১৬
আবুবকর কাকি সুদান১:৪৯.১৯
২১শে আগস্ট ২০০৮ - সন্ধ্যা ৮:০৬

ফাইনাল

ক্রমলেনপ্রতিযোগীরাষ্ট্রসময়টিকা[4]
উইলফ্রেড বঙ্গাই কেনিয়া১:৪৪.৬৫SB
ইসমাইল আহমেদ ইসমাইল সুদান১:৪৪.৭০
আলফ্রেড কিরওয়া ইয়েগো কেনিয়া১:৪৪.৮২
গ্যারি রীড কানাডা১:৪৪.৯৪
ইউসুফ সাদ কামেল বাহরাইন১:৪৪.৯৫
ইয়েইমের লোপেজ কিউবা১:৪৫.৮৮
নাবিল মাডি আলজেরিয়া১:৪৫.৯৬
নাজিম মনসুর আলজেরিয়া১:৪৭.১৯
২৩শে আগস্ট ২০০৮ - সন্ধ্যা ৭:৩০

তথ্যসূত্র

  1. "অলিম্পিক দৌড়বাজী প্রতিযোগিতার সূচি"IAAF। ২০০৮-০৯-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪
  2. "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"IAAF। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪
  3. http://www.iaaf.org/oly08/results/eventCode=3659/racedate=08-21-2008/sex=M/discCode=800/combCode=hash/roundCode=sf/results.html#det ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ অক্টোবর ২০১২ তারিখে Retrieved ২০০৮-০৮-২১।
  4. http://wikirun.com/800M_men#Final Retrieved ২০০৮-০৮-২৩।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.