১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবল

১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবল প্রতিযোগিতায় সুইডেন যুগোস্লাভিয়াকে পরাজিত করে স্বর্ণ পদক লাভ করে।

১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবল
টুর্নামেন্টের বিবরণ
স্বাগতিক দেশগ্রেট ব্রিটেন
তারিখসমূহ২৬শে জুলাই-১৩ই আগস্ট
দলসমূহ১৮ (৫টি কনফেডারেশন থেকে)
ভেন্যু(সমূহ)১৩ (১৩টি আয়োজক শহরে)
শীর্ষস্থানীয় অবস্থান
চ্যাম্পিয়ন সুইডেন (১ম শিরোপা)
রানার-আপ যুগোস্লাভিয়া
তৃতীয় স্থান ডেনমার্ক
প্রতিযোগিতার পরিসংখ্যান
ম্যাচ খেলেছে১৮
গোল সংখ্যা১০২ (ম্যাচ প্রতি ৫.৬৭টি)
শীর্ষ গোলদাতা গানার নরডাল
জন হ্যানসেন (৭ গোল)

খেলা

প্রাথমিক পর্ব

লুক্সেমবুর্গ [[File:{{{flag alias-1931}}}|23x15px|border |alt=|link=]] আফগানিস্তান
জুলিয়েন গেলস
ফার্নান্ড স্ক্যামেল
নিকোলাস কেটেল
মার্সেল পলাস
প্রতিবেদন
গোল্ডস্টোন স্টেডিয়াম, ব্রাইটন
দর্শক সংখ্যা: ৫,০০০
রেফারি: এ. সি. উইলিয়ামস (GBR)

নেদারল্যান্ডস  প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড
সার্ভাস উইল্কিস  ১'  ৭৪'
আন্দ্রে রুজেনবার্গ  ১১'
প্রতিবেদন ব্রেন্ডান ও'কেলী  ৫২'
ফ্র্যাটন পার্ক, পোর্টসমাউথ
দর্শক সংখ্যা: ৮,০০০
রেফারি: জর্জ রীডার (GBR)

প্রথম পর্ব

যুগোস্লাভিয়া  লুক্সেমবুর্গ
ব্র্যাঙ্কো স্তাঙ্কোভিচ  ৫৭'
প্রভোস্লাভ মিহাজলোভিচ  ৬১'
জেলকো চাজকভস্কি  ৬৫'  ৭০'
রাজকো মিটিক  ৭৪'
স্তেপান বোবেক  ৮৭'
প্রতিবেদন ফার্নান্ড স্ক্যামেল  ১০'
ক্র্যাভেন কটেজ, ফুলহ্যাম
দর্শক সংখ্যা: ৭,০০০
রেফারি: ক্যারেল ভন দ্যর মীয়র (NED)

ডেনমার্ক ১ (অতিরিক্ত সময়) মিশর
কার্ল আগে হ্যানসেন  ৮২'  ৯৫'
যোহান প্লোগার  ১১৯' (পেনাল্টি)
প্রতিবেদন এল দিন এল গুইন্ডি  ৮৩'
সেলহার্ষ্ট পার্ক, দক্ষিণ নরউড
দর্শক সংখ্যা: ১২,০০০
রেফারি: স্ট্যানলি বোর্ডম্যান (GBR)

যুক্তরাজ্য ৩ (অতিরিক্ত সময়) নেদারল্যান্ডস
ডগলাস ম্যাকবেন  ২২'
বব হার্ডিস্টি  ৫৮'
ডেনিস কেলেহার  ৭৭'
হ্যারল্ড ম্যাকইল্ভেনী  ১১১'
প্রতিবেদন ব্র্যাম অ্যাপেল  ২০'  ৬৩'
সার্ভাস উইল্কিস  ৮১'
দর্শক সংখ্যা: ২১,০০০
রেফারি: ভল্ড লরসেন (DEN)

ফ্রান্স  ভারত
রেনে কুরবিঁ  ৩০'
রেনে পারসিলঁ  ৮৯'
প্রতিবেদন সরঙ্গপানি রমন  ৭০'
লিন রোড স্টেডিয়াম, ইলফোর্ড
দর্শক সংখ্যা: ১৭,০০০
রেফারি: গানার ডালনার(SWE)

তুরস্ক  প্রজাতন্ত্রী চীন
গুন্ডুজ কিলিস  ১৮'  ৬১'
হুসেন স্যায়গুন  ৭২'
লেফটার কুসুকান্দন্যাদিস  ৮৭'
প্রতিবেদন
গ্রীন পন্ড রোড স্টেডিয়াম, ওয়ালথামস্টো
দর্শক সংখ্যা: ৩,০০০
রেফারি: যোহান বেক (AUT)

সুইডেন  অস্ট্রিয়া
গানার নরডাল  ২'  ১০'
ক্যেল রসেন  71'
প্রতিবেদন
হোয়াইট হার্ট লেন, টটেনহ্যাম
দর্শক সংখ্যা: ৯,৫১৪
রেফারি: ঊইলিয়াম লিং (GBR)

দক্ষিণ কোরিয়া  মেক্সিকো
চোই সং-গোন  ১৩'
বাই চোন-গো  ৩০'
চুং কুক-চিন  ৬৩'  ৬৬'
চুং নাম-সিক  ৮৭'
প্রতিবেদন রাউল কারডেনাস  ২৩'
অ্যান্টনিও ফিগুয়েরোয়া  ৮৫'
জোসে রুইজ  ৮৯'
চ্যাম্পিয়ন হিল, ডালউইচ
দর্শক সংখ্যা: ৬,৫০০
রেফারি: লিও লেমেসিক (YUG)

ইতালি  মার্কিন যুক্তরাষ্ট্র
ফ্রান্সেসেস্কো পার্নিগো  ২'  ৫৭'  ৮৮'  ৯০'
অ্যাডোন স্টেলিন  ২৫' (পেনাল্টি)
অ্যাঞ্জেলো তারকোনি  ৪৬'
এমিডিও কাভিজিওলি  ৭২'  ৮৭'
এমিলিও ক্যাপ্রিল  ৮৯'
প্রতিবেদন
গ্রিফিন পার্ক, ব্রেন্টফোর্ড
দর্শক সংখ্যা: ২০,০০০
রেফারি: চার্লস দে লা সালে] (FRA)

কোয়ার্টার ফাইনাল

যুগোস্লাভিয়া  তুরস্ক
জেলকো চাজকভস্কি  ২১'
স্তেপান বোবেক  ৬০'
ফ্রাঞ্জো উল্ফ  ৮০'
প্রতিবেদন সুক্রু গুলেসিন  ৩৩'
লিন রোড স্টেডিয়াম, ইলফোর্ড
দর্শক সংখ্যা: ৮,০০০
রেফারি: ভিক্টর স্দেজ (FRA)

সুইডেন ১২ দক্ষিণ কোরিয়া
নিলস লাইডহোম  ১১'  ৬২'
গানার নরডাল  ২৫'  ৪০'  ৭৮'  ৮০'
গানার গ্রেন  ২৭'
হেনরি কার্লসন  ৬১'  ৬৪'  ৮২'
ক্যেল রসেন  ৭২'  ৮৫'
প্রতিবেদন
সেলহার্ষ্ট পার্ক, দক্ষিণ নরউড
দর্শক সংখ্যা: ৭,১১০
রেফারি: গিউসেপ্পি কার্পানি (ITA)

যুক্তরাজ্য  ফ্রান্স
বব হার্ডিস্টি  ২৯' প্রতিবেদন
ক্র্যাভেন কটেজ, ফুলহ্যাম
দর্শক সংখ্যা: ২৫,০০০
রেফারি: ক্যারেল ভন দ্যর মীয়র (NED)

ডেনমার্ক  ইতালি
জন হ্যানসেন  ৩০'  ৫৩'  ৭৪'  ৮২'
যোহান প্লোগার  ৮৪'
প্রতিবেদন এমিডিও কাভিজিওলি  ৪৯'
এমিলিও ক্যাপ্রিল  ৬৭'
ফ্রান্সেসেস্কো পার্নিগো  ৮১'
দর্শক সংখ্যা: ২৫,০০০
রেফারি: ঊইলিয়াম লিং (GBR)

সেমি ফাইনাল

সুইডেন  ডেনমার্ক
হেনরি কার্লসন  ১৮'  ৪২'
ক্যেল রসেন  ৩১'  ৩৭'
প্রতিবেদন হোলগার সীবাখ  ৩'
জন হ্যানসেন  ৭৭'
এম্পায়ার স্টেডিয়াম, ওয়েম্বলী
দর্শক সংখ্যা: ২০,০০০
রেফারি: স্ট্যানলি বোর্ডম্যান (GBR)

যুক্তরাজ্য  যুগোস্লাভিয়া
ফ্র্যাঙ্ক ডোনোভান  ২০' প্রতিবেদন স্তেপান বোবেক  ১৯'
ফ্রাঞ্জো উল্ফ  ২৪'
রাজকো মিটিক  48'
এম্পায়ার স্টেডিয়াম, ওয়েম্বলী
দর্শক সংখ্যা: ৪০,০০০
রেফারি: ক্যারেল ভন দ্যর মীয়র (NED)

ব্রোঞ্জ পদকের লড়াই

যুক্তরাজ্য  ডেনমার্ক
অ্যান্ডি আইটকেন  ৫'
বব হার্ডিস্টি  ৩৩'
উইলিয়াম অ্যামর  ৬৩' (পেনাল্টি)
প্রতিবেদন কার্ল আগে প্রিস্ট  ১২'  ৪৯'
জন হ্যানসেন  ১৬'  ৭৭'
জরগেন লেসলি সরেনসেন  ৪১'
এম্পায়ার স্টেডিয়াম, ওয়েম্বলী
দর্শক সংখ্যা: ৫০,০০০
রেফারি: ক্যারেল ভন দ্যর মীয়র (NED)

ফাইনাল

সুইডেন  যুগোস্লাভিয়া
গানার গ্রেন  ২৪'  ৬৭' (পেনাল্টি.)
গানার নরডাল  ৪৮'
প্রতিবেদন স্তেপান বোবেক  ৪২'
এম্পায়ার স্টেডিয়াম, ওয়েম্বলী
দর্শক সংখ্যা: ৬০,০০০
রেফারি: উইলিয়াম লিং (GBR)

স্থান

ফাইনাল খেলাটি এই বলে খেলা হয়েছিল
  1.  সুইডেন
  2.  যুগোস্লাভিয়া
  3.  ডেনমার্ক
  4.  যুক্তরাজ্য
  5.  ইতালি
  6.  ফ্রান্স
  7.  দক্ষিণ কোরিয়া
  8.  তুরস্ক
  9.  মার্কিন যুক্তরাষ্ট্র
  10.  মেক্সিকো
  11.  অস্ট্রিয়া
  12.  প্রজাতন্ত্রী চীন
  13.  ভারত
  14.  নেদারল্যান্ডস
  15.  মিশর
  16.  লুক্সেমবুর্গ
  17. [[File:{{{flag alias-1931}}}|23x15px|border |alt=|link=]] আফগানিস্তান
  18.  প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.