১৯০৫ কোপা দেল রে

১৯০৫ কোপা দেল রে স্পেনের ফুটবল কাপ প্রতিযোগিতা, কোপা দেল রের তৃতীয় আসর।

১৯০৫ কোপা দেল রে
৩য় কোপা দেল রে
দেশ স্পেন
দল
বর্তমান চ্যাম্পিয়নঅ্যাথলেতিক বিলবাও
চ্যাম্পিয়নরিয়াল মাদ্রিদ (১ম শিরোপা)
রানার্স-আপঅ্যাথলেতিক বিলবাও
ম্যাচ খেলেছে
গোল সংখ্যা (ম্যাচ প্রতি ২টি)
শীর্ষ গোলদাতা আন্তোনিও আলোনসো
মানুয়েল প্রাস্ত
(২টি করে গোল)
১৯০৪

প্রতিযোগিতার এই আসরটি ১৯০৫ সালের ১৬ই এপ্রিল তারিখে শুরু হয় এবং ১৯০৫ সালের ২০শে এপ্রিল তারিখে সমাপ্ত হয়। এটি একটি গ্রুপভিত্তিক প্রতিযোগিতা ছিল, যেখানে গ্রুপ পর্বের ম্যাচ শেষে রিয়াল সোসিয়েদাদ এবং অ্যাথলেতিক বিলবাও-এর বিরুদ্ধে ২ জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়। তিন দলের এই প্রতিযোগিতায় তিনটি দল একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়। কাতালান ফুটবল প্রতিযোগিতা এই আসরের পূর্বে সম্পন্ন হতে ব্যর্থ হওয়া সেখান থেকে তারা কোন প্রতিযোগী প্রেরণ করতে পারেনি।[1]

বাছাই ম্যাচ

রিয়াল মাদ্রিদ[2]মেঙ্কোয়া
ফেদেরিকো রেভুয়েলতো
পেদ্রো পারাগেস
তিরো দেল পিচোন, মাদ্রিদ

গ্রুপ পর্বের ম্যাচ

রিয়াল মাদ্রিদ[1]রিয়াল সোসিয়েদাদ
মানুয়েল প্রাস্ত  ২০'
আন্তোনিও আলোনসো  ৩০'
আন্তোনিও আলোনসো
তিরো দেল পিচোন, মাদ্রিদ
রেফারি: প্রাদো
রিয়াল মাদ্রিদ[1][3][4]অ্যাথলেতিক বিলবাও
মানুয়েল প্রাস্ত  ৭০'
তিরো দেল পিচোন, মাদ্রিদ
রেফারি: ফ্রোস্টার
অ্যাথলেতিক বিলবাওখেলা হয়নি[5]রিয়াল সোসিয়েদাদ
তিরো দেল পিচোন, মাদ্রিদ
ক্লাব খেলেছে জয় ড্র হার স্বগো বিগো পয়েন্ট
রিয়াল মাদ্রিদ
অ্যাথলেতিক বিলবাও
রিয়াল সোসিয়েদাদ
কোপা দেল রে ১৯০৫ বিজয়ী
রিয়াল মাদ্রিদ
১ম শিরোপা

তথ্যসূত্র

  1. http://www.leyendablanca.galeon.com/tempo05.htm
  2. http://www.corazonblanco.com/wiki/copa_del_rey_alfonso_xiii
  3. http://www.linguasport.com/FUTBOL/nacional/copa/cup.htm
  4. http://www.athletic-club.eus/en/match-statistics/1_2358/1904-05_athletic-club_real-madrid-cf.html
  5. Athletic Bilbao, who had lost their first match of any edition of the Copa del Rey, refused to play and went back to Bilbao.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.