১৯০৬ কোপা দেল রে
১৯০৬ কোপা দেল রে স্পেনের ফুটবল কাপ প্রতিযোগিতা, কোপা দেল রের চতুর্থ আসর।
৪র্থ কোপা দেল রে | |
দেশ | ![]() |
---|---|
দল | ৩ |
বর্তমান চ্যাম্পিয়ন | রিয়াল মাদ্রিদ |
চ্যাম্পিয়ন | রিয়াল মাদ্রিদ (২য় শিরোপা) |
রানার্স-আপ | অ্যাথলেতিক বিলবাও |
ম্যাচ খেলেছে | ৩ |
গোল সংখ্যা | ১১ (ম্যাচ প্রতি ৩.৬৭টি) |
শীর্ষ গোলদাতা | ![]() (৪টি গোল) |
← ১৯০৫ ১৯০৭ → |
প্রতিযোগিতার এই আসরটি ১৯০৬ সালের ৯ই এপ্রিল তারিখে শুরু হয় এবং ১৯০৬ সালের ১১ই এপ্রিল তারিখে সমাপ্ত হয়। এটি একটি গ্রুপভিত্তিক প্রতিযোগিতা ছিল, যেখানে গ্রুপ পর্বের ম্যাচ শেষে রেক্রেতিভো দে উয়েলভা এবং আরসিডি এস্পানিওল-এর বিরুদ্ধে ২ জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়। এই প্রতিযোগিতায় তিন দলের এই প্রতিযোগিতায় তিনটি দল একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়। মাদ্রিদের সাথে অর্থনৈতিক এবং অভ্যন্তরীণ কারণে কাতালান ফুটবল প্রতিযোগিতা এই আসরে অংশগ্রহণ করেনি।[1][2]
এই আসরে অংশগ্রহণকারী ক্লাব, রেক্রেতিভো দে উয়েলভার প্রায় সকল খেলোয়াড় ইংরেজ ছিল।
গ্রুপ পর্ব
রিয়াল মাদ্রিদ | ৩–০ | রেক্রেতিভো দে উয়েলভা |
---|---|---|
হোসে জিরালত ![]() ফেদেরিকো রেভুয়েলতো ![]() পেদ্রো পারাগেস ![]() |
রিয়াল মাদ্রিদ | ৪–১[1][3] | আতলেতিকো বিলবাও |
---|---|---|
মানুয়েল প্রাস্ত ![]() পেদ্রো পারাগেস ![]() মানুয়েল প্রাস্ত ![]() পেদ্রো পারাগেস ![]() |
উরিবে ![]() |
আতলেতিকো বিলবাও | ২–১[4] | রেক্রেতিভো দে উয়েলভা |
---|---|---|
এরমেনেগিলদো গার্সিয়া García ![]() সেলাদা ![]() |
ওয়াটারসন ![]() |
ক্লাব | খেলেছে | জয় | ড্র | হার | স্বগো | বিগো | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
রিয়াল মাদ্রিদ | ২ | ২ | ০ | ০ | ৭ | ১ | ৪ |
আতলেতিকো বিলবাও | ২ | ১ | ০ | ১ | ৩ | ৫ | ২ |
রেক্রেতিভো দে উয়েলভা | ২ | ০ | ০ | ২ | ১ | ৫ | ০ |
কোপা দেল রে ১৯০৬ বিজয়ী |
---|
রিয়াল মাদ্রিদ ২য় শিরোপা |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- (স্পেনীয়) লিঙ্গুয়াস্পোর্ত.কম
- আরএসএসএসএফ.কম
টেমপ্লেট:কোপা দেল রে-এর মৌসুম টেমপ্লেট:১৯০৫–০৬-এ ইউরোপীয় ফুটবল (উয়েফা) টেমপ্লেট:১৯০৬–০৭-এ ইউরোপীয় ফুটবল (উয়েফা)