১২১
১২১ (CXXI) জুলিয়ান বর্ষপঞ্জীর একটি সাধারণ বছর যেটি মঙ্গলবার দিয়ে শুরু। সেই সময়ে এই বছর ভেরুস ও উগুর-এর কন্সালশীপের বছর বলে পরিচিত ছিল (বা, কম প্রচলিত, আব উরবে ক্যন্দিতার ৮৭৪ বছর; রোম প্রতিষ্ঠার বছর)। এই বছরকে ১২১ বলে আখ্যায়িত করা হয় শুরুর দিকের মধ্যযুগীয় কাল থেকে, যখন ইউরোপে কমন এরা এবং অ্যানো ডোমিনি বছরের নামকরণের জন্য প্রচলিত পদ্ধতি হয়ে উঠে।
সহস্রাব্দ: | ১ম সহস্রাব্দ |
---|---|
শতাব্দী: |
|
দশক: | |
বছর: |
বিষয় অনুসারে ১২১ |
---|
রাজনীতি |
|
বিষয়শ্রেণী |
|
গ্রেগরীয় বর্ষপঞ্জী | ১২১ CXXI |
আব উর্বে কন্দিতা | ৮৭৪ |
অ্যাসিরীয় বর্ষপঞ্জী | ৪৮৭১ |
বাংলা বর্ষপঞ্জি | −৪৭৩ – −৪৭২ |
বেরবের বর্ষপঞ্জি | ১০৭১ |
বুদ্ধ বর্ষপঞ্জী | ৬৬৫ |
বর্মী বর্ষপঞ্জী | −৫১৭ |
বাইজেন্টাইন বর্ষপঞ্জী | ৫৬২৯–৫৬৩০ |
চীনা বর্ষপঞ্জী | 庚申年 (ধাতুর বানর) ২৮১৭ বা ২৭৫৭ — থেকে — 辛酉年 (ধাতুর মোরগ) ২৮১৮ বা ২৭৫৮ |
কপটিক বর্ষপঞ্জী | −১৬৩ – −১৬২ |
ডিস্কর্ডীয় বর্ষপঞ্জী | ১২৮৭ |
ইথিওপীয় বর্ষপঞ্জী | ১১৩–১১৪ |
হিব্রু বর্ষপঞ্জী | ৩৮৮১–৩৮৮২ |
হিন্দু বর্ষপঞ্জীসমূহ | |
- বিক্রম সংবৎ | ১৭৭–১৭৮ |
- শকা সংবৎ | ৪২–৪৩ |
- কলি যুগ | ৩২২১–৩২২২ |
হলোসিন বর্ষপঞ্জী | ১০১২১ |
ইরানি বর্ষপঞ্জী | ৫০১ BP – ৫০০ BP |
ইসলামি বর্ষপঞ্জি | ৫১৬ BH – ৫১৫ BH |
জুলীয় বর্ষপঞ্জী | ১২১ CXXI |
কোরীয় বর্ষপঞ্জী | ২৪৫৪ |
মিঙ্গু বর্ষপঞ্জী | প্রজা. চীনের পূর্বে ১৭৯১ 民前১৭৯১年 |
সেলেউসিড যুগ | ৪৩২/৪৩৩ এজি |
থাই সৌর বর্ষপঞ্জী | ৬৬৩–৬৬৪ |
![]() |
উইকিমিডিয়া কমন্সে ১২১ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
ঘটনাবলী
♦ সম্রাট হাড্রিয়ানের নামে স্কটল্যান্ডে হাড্রিয়ান ওয়াল নামক দীর্ঘ প্রাচীর নির্মাণ করা হয়।
♦ পোপ আলেকজান্ডার নিহত হন। প্রথম সেস্কটাস নতুন পোপ হিসাবে অভিষিক্ত হন।
এলাকা অনুসারে
বিষয় অনুসারে
জন্ম
মৃত্যু
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.