১০৬
১০৬ (CVI) জুলিয়ান বর্ষপঞ্জীর একটি সাধারণ বছর যেটি বৃহস্পতিবার দিয়ে শুরু। সেই সময়ে এই বছর কমোদাস ও সিভিকা-এর কন্সালশীপের বছর বলে পরিচিত ছিল (বা, কম প্রচলিত, আব উরবে ক্যন্দিতার ৮৫৯ বছর; রোম প্রতিষ্ঠার বছর)। এই বছরকে ১০৬ বলে আখ্যায়িত করা হয় শুরুর দিকের মধ্যযুগীয় কাল থেকে, যখন ইউরোপে কমন এরা এবং অ্যানো ডোমিনি বছরের নামকরনের জন্য প্রচলিত পদ্ধতি হয়ে উঠে।
সহস্রাব্দ: | ১ম সহস্রাব্দ |
---|---|
শতাব্দী: |
|
দশক: | |
বছর: |
বিষয় অনুসারে ১০৬ |
---|
রাজনীতি |
|
বিষয়শ্রেণী |
|
গ্রেগরীয় বর্ষপঞ্জী | ১০৬ CVI |
আব উর্বে কন্দিতা | ৮৫৯ |
অ্যাসিরীয় বর্ষপঞ্জী | ৪৮৫৬ |
বাংলা বর্ষপঞ্জি | −৪৮৮ – −৪৮৭ |
বেরবের বর্ষপঞ্জি | ১০৫৬ |
বুদ্ধ বর্ষপঞ্জী | ৬৫০ |
বর্মী বর্ষপঞ্জী | −৫৩২ |
বাইজেন্টাইন বর্ষপঞ্জী | ৫৬১৪–৫৬১৫ |
চীনা বর্ষপঞ্জী | 乙巳年 (কাঠের সাপ) ২৮০২ বা ২৭৪২ — থেকে — 丙午年 (আগুনের ঘোড়া) ২৮০৩ বা ২৭৪৩ |
কপটিক বর্ষপঞ্জী | −১৭৮ – −১৭৭ |
ডিস্কর্ডীয় বর্ষপঞ্জী | ১২৭২ |
ইথিওপীয় বর্ষপঞ্জী | ৯৮–৯৯ |
হিব্রু বর্ষপঞ্জী | ৩৮৬৬–৩৮৬৭ |
হিন্দু বর্ষপঞ্জীসমূহ | |
- বিক্রম সংবৎ | ১৬২–১৬৩ |
- শকা সংবৎ | ২৭–২৮ |
- কলি যুগ | ৩২০৬–৩২০৭ |
হলোসিন বর্ষপঞ্জী | ১০১০৬ |
ইরানি বর্ষপঞ্জী | ৫১৬ BP – ৫১৫ BP |
ইসলামি বর্ষপঞ্জি | ৫৩২ BH – ৫৩১ BH |
জুলীয় বর্ষপঞ্জী | ১০৬ CVI |
কোরীয় বর্ষপঞ্জী | ২৪৩৯ |
মিঙ্গু বর্ষপঞ্জী | প্রজা. চীনের পূর্বে ১৮০৬ 民前১৮০৬年 |
সেলেউসিড যুগ | ৪১৭/৪১৮ এজি |
থাই সৌর বর্ষপঞ্জী | ৬৪৮–৬৪৯ |
![]() |
উইকিমিডিয়া কমন্সে ১০৬ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
ঘটনাবলী
রোম সম্রাট ট্রাজান উত্তর-পশ্চিম আরবের নাবাতিয়ান রাজ্য পেট্রা অধিপতি দ্বিতীয় রাব্বিলকে পরাজিত করে তার রাজ্য রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। পেট্রা নগরী সম্পর্কে জানা যায় উক্ত শহরের ধ্বংসাবশেষ বর্তমানে জর্দানে অবস্থিত।
এলাকা অনুসারে
বিষয় অনুসারে
জন্ম
মৃত্যু
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.