স্যাম ওয়াটারস্টন

স্যামুয়েল অ্যাটকিনসন ওয়াটারস্টন (ইংরেজি: Samuel Atkinson Waterston; জন্ম: ১৫ নভেম্বর ১৯৪০)[1] হলেন একজন মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক। পঞ্চাশ বছরের অধিক সময়ের কর্মজীবনে তিনি আশিটির অধিক চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। তিনি দ্য কিলিং ফিল্ডস (১৯৮৪) চলচ্চিত্রে সিডনি শানবার্গ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার, গোল্ডেন গ্লোববাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল দ্য গ্রেট গ্যাটসবি (১৯৭৪), দ্য রুম আপস্টেয়ার্স (১৯৮৭), ক্রাইমস অ্যান্ড মিসডেমিনর্স (১৯৮৯), এবং দ্য ম্যান ইন দ্য মুন (১৯৯১)।

স্যাম ওয়াটারস্টন
Sam Waterston
২০১৩ সালে প্যালিফেস্টে ওয়াটারস্টন
জন্ম
স্যামুয়েল অ্যাটকিনসন ওয়াটারস্টন

(1940-11-15) ১৫ নভেম্বর ১৯৪০
শিক্ষাস্নাতক (১৯৬২)
যেখানের শিক্ষার্থীইয়েল বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেতা, প্রযোজক, পরিচালক
কার্যকাল১৯৬২-বর্তমান
দাম্পত্য সঙ্গীবারবারা রুটলেজ
(বি. ১৯৬৪; বিচ্ছেদ. ১৯৭৫)

লিন লুইজা উডরফ (বি. ১৯৭৬)
সন্তান

ওয়াটারস্টন আই উইল ফ্লাই অ্যাওয়ে টেলিভিশনে ধারাবাহিকে অভিনয় করে একটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন ও দুটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি এনবিসি'র টেলিভিশন ধারাবাহিক ল অ্যান্ড অর্ডার-এ জ্যাক ম্যাকয় চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন[2] এবং একাধিক গোল্ডেন গ্লোব, প্রাইমটাইম এমি ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন। ব্রডওয়ে মঞ্চে তিনি অ্যাব লিংকন ইন ইলিনয় নাটকে অভিনয় করে একটি টনি পুরস্কার ও একটি ড্রামা ডেস্ক পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রারম্ভিক জীবন

ওয়াটারস্টন ১৯৪০ সালের ১৫ই নভেম্বর ম্যাসাচুসেট্‌সের ক্যামব্রিজে জন্মগ্রহণ করেন। তার পিতা জর্জ শাইচিল ওয়াটারস্টন ছিলেন একজন শব্দবিজ্ঞান ও ভাষাবিজ্ঞানের শিক্ষক। তিনি স্কটল্যান্ডের লিথ শহর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন। তার মাতা অ্যালিস টাকার (জন্মনাম: অ্যাটকিনসন) ছিলেন একজন ল্যান্ডস্কেপ চিত্রশিল্পী। তিনি ইংরেজ বংশোদ্ভূত ও মেফ্লাওয়ার অভিবাসীদের বংশধর। ওয়াটারস্টন তার চার ভাইবোনের মধ্যে তৃতীয়। তার অন্য ভাইবোনেরা হলেন রবার্টা, জর্জ ও এলেন।[3]

তথ্যসূত্র

  1. "Sam Waterston"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। ২৬ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৯
  2. বেন্টলি, জিন (৭ ফেব্রুয়ারি ২০১৮)। "'Law and Order' Veteran Sam Waterston Previews Jack McCoy's 'SVU' Return"দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৯
  3. "Ancestry of Sam Waterston"wargs.com। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.