সোভিয়েত দেশে টিনটিন
সোভিয়েত দেশে টিনটিন (ফরাসি: Tintin au pays des Soviets), বেলজিয় কার্টুনিস্ট জর্জ রেমি(ছদ্মনাম এর্জে) রচিত দুঃসাহসী টিনটিন সিরিজের প্রথম বই। স্ংরক্ষণশীল স্ংবাদপত্র ল্য ভাঁতিয়েম সিকেল-এর পক্ষ থেকে শিশু ক্রোড়পত্র ল্য পেতি ভাঁতিয়েমের জন্য এর্জেকে নিযুক্ত করা হয় মূলত কমিউনিস্টবিরোধী প্রচারের উদ্দেশ্যে একটি কমিকস্ট্রিপ রচনার জন্য, যেটি ১৯২৯-এর জানুয়ারি থেকে ১৯৩০-এর মার্চ পর্যন্ত্য প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। সিরিজের এটাই একমাত্র বই যা পরে রঙ্গিন সংষ্করনে পুনঃপ্রকাশিত হয়নি।
সোভিয়েত দেশে টিনটিন (Tintin au pays des Soviets) | |
---|---|
![]() | |
তারিখ | ১৯৩০ |
সিরিজ | দুঃসাহসী টিনটিন |
প্রকাশক | Le Petit Vingtième |
সৃজনশীল দল | |
লেখকসমূহ | এর্জে |
চিত্রকর | এর্জে |
মূল প্রকাশনা | |
প্রকাশিত হয়েছিল | Le Petit Vingtième |
প্রকাশনার তারিখ | ১০ই জানুয়ারি, ১৯২৯ - ১১ই মে, ১৯৩০ |
ভাষা | ফরাসি |
আইএসবিএন | 2-203-01101-7 |
অনুবাদ | |
প্রকাশক | আনন্দ পাবলিশার্স |
তারিখ | ১৯৯৫ |
অনুবাদক | নীরেন্দ্রনাথ চক্রবর্তী |
কালপঞ্জি | |
পরবর্তী | কঙ্গোয় টিনটিন, ১৯৩১ |
তথ্যসূত্র
পাদটিকা
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.