কাস্টরম্যান

কাস্টরম্যান একটি ফরাসী-বেলজীয় কমিকস প্রকাশনা সংস্থা। তারা বিশেষত কমিক বই এবং শিশুসাহিত্য প্রকাশ করে থাকে। সংস্থাটি বেলজিয়ামের ট্যুরনাইতে অবস্থিত।

কাস্টরম্যান
মালিক কোম্পানিগ্রুপ ফ্ল্যামারিয়ন
সংস্থাপিত১৭৮০; ১৯৩৪ সাল থেকে কমিকস প্রকাশক
প্রতিষ্ঠাতাডোনাট-জোসেফ ক্যাস্টরম্যান
বংশোদ্ভুত দেশবেলজিয়াম
সদর দপ্তরট্যুরনাই
প্রধান ব্যক্তিলুইস-রবার্ট ক্যাস্টরম্যান
প্রকাশনার ধরনকমিক বই, শিশুসাহিত্য
ছাপসাক্কা
অফিসিয়াল ওয়েবসাইটwww.casterman.com

১৭৮০ সালে সংস্থাটি তৈরি করেন ট্যুরনাইয়ের একজন সম্পাদক ও বইবিক্রেতা ডোনাট-জোসেফ ক্যাস্টরম্যান।[1] এটি প্রথমে একটি মুদ্রণ ও প্রকাশনা সংস্থা ছিল। ১৯৩৪ সালে কাস্টরম্যান ল্য পেঁতি ভ্যঁতিয়েম পত্রিকার সংখাযাগুলো থেকে সংকলন করে দুঃসাহসী টিন‌টিন কমিকসের অ্যালবাম প্রকাশ করে। প্রথম বইটি ছিল সিরিজের ৪র্থ কমিকস ফারাওয়ের চুরুট। ১৯৪২ সাল থেকে কাস্টরম্যান পূর্বের কমিকসগুলোর পুনর্সম্পাদিত রঙিন সংস্করণ বের করেছে।

কাস্টরম্যান তৃদের মাঙ্গা সিরিজ প্রকাশ করেছে সাক্কা ছাপে।

তথ্যসূত্র

  1. Bocquet, José-Louis, and Fromental, Jean-Luc. The Adventures of Hergé (Drawn and Quarterly, 2011).

বহিঃসংযোগs

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.