প্রফেসর ক্যালকুলাস

প্রফেসর কাথ্‌বার্ট ক্যালকুলাস (ইংরেজি: Professor Cuthbert Calculus; ফরাসি: Professeur Tryphon Tournesol) যিনি শুধুমাত্র প্রফেসর ক্যালকুলাস নামেও পরিচিত, দুঃসাহসী টিন‌টিন কমিক সিরিজের একজন নিয়মিত চরিত্র। টিনটিনের বন্ধু ক্যাপ্টেন হ্যাডকের বাসভবন মার্লিন স্পাইক হলে প্রফেসর ক্যালকুলাস সাধারণত অবস্থান করেন। প্রফেসর ক্যালকুলাসকে সবসময় দেখা যায় কালো টুপি, চশমা এবং জলপাই-সবুজ রঙের কোট পরিহিত অবস্থায়। প্রফেসরের শ্রবন শক্তি কিছুটা সীমিত, যা প্রায়শই গল্পে হাস্যরসের খোরাকের যোগান দেয়। এই চরিত্রে অনুপ্রেরণা ডঃ পিচারড।

প্রফেসর ক্যালকুলাস
প্রফেসর ক্যালকুলাস, এর্জের আঁকা
প্রকাশনার তথ্য
প্রকাশকক্যাস্টারম্যান (বেলজিয়াম)
প্রথম আবির্ভাবলাল বোম্বেটের গুপ্তধন (১৯৪৪)
দুঃসাহসী টিন‌টিন
নির্মাতাএর্জে
কাহিনীর তথ্য
পূর্ণ নামপ্রফেসর কাথ্‌বার্ট ক্যালকুলাস
দলের অন্তর্ভুক্তিমুখ্য চরিত্রের তালিকা
পার্শ্বচরিত্রটিন‌টিন

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.