সোনমার্গ

সোনমার্গ (অর্থ: "স্বর্ণময় তৃণভূমি") হল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের গণ্ডেরবাল জেলার একটি শৈলশহর, এটি শ্রীনগর শহরের প্রায় ৮০ কিমি উত্তর-পূর্ব দিকে অবস্থিত।

স্বর্ণময় তৃণভূমি হিসাবে পরিচিত সোনমার্গ উপত্যকার দৃশ্য
সোনমার্গ
স্বর্ণময় তৃণভূমি
পার্বত্য শহর
উত্তরের দিকে সোনমার্গ
সোনমার্গ
সোনমার্গ
ভারতীয় প্রজাতন্ত্রের জম্মু ও কাশ্মীরে সোনমার্গের অবস্থান
স্থানাঙ্ক: ৩৪.৩৩° উত্তর ৭৫.৩৩° পূর্ব / 34.33; 75.33
দেশ ভারত
কেন্দ্রশাসিত অঞ্চলজম্মু ও কাশ্মীর
জেলাগণ্ডেরবাল
উচ্চতা২৮০০ মিটার (৯২০০ ফুট)
জনসংখ্যা
  মোট৩৯২
ভাষা
  সরকারিউর্দু
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+০৫:৩০)
পিন১৯১২০২
টেলিফোন কোড+৯১-১৯৪২৪৭১-
যানবাহন নিবন্ধনজেকে-১৬

ভূগোল

নীলগড় সোনমার্গে সিন্ধু নালা

এর আশেপাশে কাশ্মীর উপত্যকায় হিমালয়ের কিছু হিমবাহ রয়েছে যথা কলহোই হিমবাহ এবং মাচোই হিমবাহ। এখানে ৫,০০০ মিটার উচ্চতার উপরে কিছু শিখর আছে, যেমন, সিরবল শিখর, কলহোই শিখর, অমরনাথ শিখর এবং মাচোই শিখর। সোনমার্গটি অঞ্চলটি সিন্ধু নালার তীরে একটি উপত্যকায় অবস্থিত। এটি শ্রীনগর শহরের ৮৭ কিমি উত্তর-পূর্ব দিকে অবস্থিত। এটি মনোরম হিমালয়ের শিখরের অভ্যন্তরে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।[1] এটি সমুদ্রতল থেকে ২৮০০ মিটার উচ্চতায় অবস্থিত। সোনমার্গ যেতে গেলে সিন্ধু নালা পেরিয়ে যেতে হয়। এটি কাশ্মীর উপত্যকায় ঝিলম নদীর প্রধান শাখা। এটি ষাট মাইল দীর্ঘ একটি ঊর্ধ্বমুখী উপত্যকা এবং গভীর পাহাড়ী গিরিখাত, যা তৃণভূমিতে গিয়ে মিশেছে। পাহাড়ের ঢালে দেখা যায় গ্রামগুলি।

জনসংখ্যার উপাত্ত

সোনমার্গে স্থায়ী বসবাসের বন্দোবস্ত নেই এবং প্রচুর তুষারপাত ও তুষার ধ্বসের কারণে শীতকালে অগম্য হয়ে যায়। ২০১১ সালের ভারতের আদমশুমারি অনুসারে,[2] পর্যটক এবং পর্যটন শিল্পে কর্মরতদের ব্যতীত সোনমার্গের জনসংখ্যা ছিল ৩৯২ জন। এর মধ্যে পুরুষ ৫১% এবং মহিলা ৪৯%। মরশুম অনুযায়ী এলেও এরা সোনমার্গের স্থায়ী বাসিন্দা।

ইতিহাস

সোনমার্গের একটি ঐতিহাসিক তাৎপর্য ছিল এবং গিলগিতের সঙ্গে এটি প্রাচীন রেশম পথের একটি প্রবেশদ্বার ছিল,[3][4] এবং কাশ্মীরকে তিব্বতের সাথে সংযুক্ত করছিল। জোজি লা গিরিপথটি এর ১৫ কিলোমিটার পূর্বে অবস্থিত এবং এটি সড়ক পরিবহনের জন্য অন্যতম সর্বোচ্চ গিরিপথ। এনএইচ ১ ডি এর ওপর এটি এখনও লাদাখের একটি বেস ক্যাম্প, এবং লাদাখের প্রতিরক্ষার জন্য ভারতীয় সেনাবাহিনীর কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

পর্যটন

সোনমার্গের পটভূমিতে আছে তুষারময় পাহাড়ের পেছনে সুনীল আকাশ। এপ্রিলের শেষের দিকে যখন সোনমার্গ সড়ক পরিবহনের জন্য উন্মুক্ত হয়, দর্শনার্থীরা অ্যাক্সেস থাকতে পারে সাদা গালিচার মতো সজ্জিত তুষারের আনন্দ নেয়। গ্রীষ্মের মাসগুলিতে থাজিবাস হিমবাহে ভ্রমণের জন্য টাট্টু ঘোড়া ভাড়া নেওয়া যায়।

জলবায়ু

সোনমার্গের উচ্চতা এবং পার্বত্য অঞ্চলের জন্য, এটি এমন এক অঞ্চল, যেখানে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সাথে আঞ্চলিকভাবে বিরল আর্দ্র মহাদেশীয় জলবায়ু (কোপেন: ডিএফবি ) অনুভব করা যায়। সোনমার্গের গড় তাপমাত্রা ৬.৫° সে, এবং বার্ষিক প্রায় ৯৩২ মিমি পরিমাণ বৃষ্টিপাত হয় (শীতের সময় কখনও কখনও উপত্যকায় যে ভারী তুষারপাত হয় তা ধরা হয়নি)।

সোনমার্গ-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য
মাস জানু ফেব্রু মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টে অক্টো নভে ডিসে বছর
সর্বোচ্চ °সে (°ফা) গড় −৫٫৪
(২২)
−৩٫৪
(২৬)
১٫৭
(৩৫)
৯٫৩
(৪৯)
১৭
(৬৩)
২১٫৭
(৭১)
২৪٫৩
(৭৬)
২৪٫১
(৭৫)
২১
(৭০)
১৫
(৫৯)
৭٫৫
(৪৬)
−০٫৫
(৩১)
১১٫০৩
(৫১٫৯)
দৈনিক গড় °সে (°ফা) −৮٫৪
(১৭)
−৭
(১৯)
−১٫৫
(২৯)
৫٫৬
(৪২)
১১٫৮
(৫৩)
১৬٫১
(৬১)
১৯٫১
(৬৬)
১৯
(৬৬)
১৫٫৩
(৬০)
৯٫১
(৪৮)
২٫৫
(৩৭)
−৪
(২৫)
৬٫৪৭
(৪৩٫৬)
সর্বনিম্ন °সে (°ফা) গড় −১১٫৩
(১২)
−১০٫৫
(১৩)
−৪٫৬
(২৪)

(৩৬)
৬٫৭
(৪৪)
১০٫৫
(৫১)
১৪
(৫৭)
১৩٫৯
(৫৭)
৯٫৬
(৪৯)
৩٫৩
(৩৮)
−২٫৪
(২৮)
−৭٫৫
(১৯)
১٫৯৮
(৩৫٫৭)
গড় অধঃক্ষেপণ মিমি (ইঞ্চি) ৯৫
(৩٫৭৪)
৯৮
(৩٫৮৬)
১৩৭
(৫٫৩৯)
১৩৯
(৫٫৪৭)
১১৫
(৪٫৫৩)
৫০
(১٫৯৭)
৫৪
(২٫১৩)
৬৮
(২٫৬৮)
৬৮
(২٫৬৮)
৪২
(১٫৬৫)
২৬
(১٫০২)
৪০
(১٫৫৭)
৯৩২
(৩৬٫৬৯)
উৎস: Climate Dat

[5]

তথ্যসূত্র

  1. "Sonmarg from Srinagar"। kashmironline.net। সংগ্রহের তারিখ ২০১২-০৪-২০
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ২০০৪-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-০১
  3. Knight, E. F. 1893. Where Three Empires Meet: A Narrative of Recent Travel in: Kashmir, Western Tibet, Gilgit, and the adjoining countries. Longmans, Green, and Co., London. Reprint: Ch'eng Wen Publishing Company, Taipei. 1971
  4. "Sonamarg on Silk Route"। silkroutee.com। ২০১২-০৪-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৪-২০
  5. https://en.climate-data.org/location/964583/

বহিঃসংযোগ

  • উইকিভ্রমণ থেকে সোনমার্গ ভ্রমণ নির্দেশিকা পড়ুন

টেমপ্লেট:Kashmir Valley টেমপ্লেট:Jammu and Kashmir topics টেমপ্লেট:Municipalities of Jammu and Kashmir

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.