সোণারি

সোণারি (আন্তর্জাতিক স্বরবিষয়ক বর্ণমালা, আইপিএ: ˈsəʊnɑːrɪ)হল ভারতের আসাম রাজ্যের সদ্য ঘোষিত চরাইদেও জেলার একটি জেলা সদর, মাঝারি আকারের শহর এবং একটি পৌর বোর্ড। ১৫ই আগস্ট ২০১৫ তে মুখ্যমন্ত্রী শ্রী তরুণ গগৈ চরাইদেও জেলাটির উদ্বোধন করেছেন।

সোণারি
নগর
সোণারি
সোণারি
ভারতের আসামে অবস্থান
স্থানাঙ্ক: ২৭.০৭° উত্তর ৯৫.০৩° পূর্ব / 27.07; 95.03
দেশ ভারত
রাজ্যআসাম
জেলাচরাইদেও
সরকার
  শাসকসোণারি পৌরসভা বোর্ড
উচ্চতা৯৭ মিটার (৩১৮ ফুট)
জনসংখ্যা (২০০১)
  মোট১৭,৪৩০
ভাষাসমূহ
  সরকারিঅসমীয়া
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+০৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডইন-এএস
যানবাহন নিবন্ধনএএস ০৪
আহোম রাজবংশ
চুকাফা১২২৮১২৬৮
চুতেফা১২৬৮১২৮১
চুবিন্‌ফা১২৮১১২৯৩
চুখাংফা১২৯৩১৩৩২
চুখ্ৰাংফা১৩৩২১৩৬৪
শাসক নেই১৩৬৪১৩৬৯
চুতুফা১৩৬৯১৩৭৬
শাসক নেই১৩৭৬১৩৮০
ত্যাও খামটি১৩৮০১৩৮৯
শাসক নেই১৩৮৯১৩৯৭
চুডাংফা১৩৯৭১৪০৭
চুজান্‌ফা১৪০৭১৪২২
১০চুফাকফা১৪২২১৪৩৯
১১চুচেন্‌ফা১৪৩৯১৪৮৮
১২চুহেন্‌ফা১৪৮৮১৪৯৩
১৩চুপিম্‌ফা১৪৯৩১৪৯৭
১৪চুহুংমুং১৪৯৭১৫৩৯
১৫চুক্লেনমুং১৫৩৯১৫৫২
১৬চুখাম্‌ফা১৫৫২১৬০৩
১৭চুচেংফা১৬০৩১৬৪১
১৮চুরাম্‌ফা১৬৪১১৬৪৪
১৯চুত্যিন্‌ফা১৬৪৪১৬৪৮
২০চুতাম্লা১৬৪৮১৬৬৩
২১চুপুংমুং১৬৬৩১৬৭০
২২চুন্যাৎফা১৬৭০১৬৭২
২৩চুক্লাম্‌ফা১৬৭২১৬৭৪
২৪চুহুং১৬৭৪১৬৭৫
২৫গোবর রাজা১৬৭৫১৬৭৫
২৬চুজিন্‌ফা১৬৭৫১৬৭৭
২৭চুদৈফা১৬৭৭১৬৭৯
২৮চুলিক্‌ফা১৬৭৯১৬৮১
২৯চুপাৎফা১৬৮১১৬৯৬
৩০চুখ্রুংফা১৬৯৬১৭১৪
৩১চুতংফা১৭১৪১৭৪৪
৩২চুনেন্‌ফা১৭৪৪১৭৫১
৩৩চুরাম্‌ফা১৭৫১১৭৬৯
৩৪চুন্যেওফা১৭৬৯১৭৮০
৩৫চুহিত্পাংফা১৭৮০১৭৯৫
৩৬চুক্লিংফা১৭৯৫১৮১১
৩৭চুদিংফা১৮১১১৮১৮
৩৮পুরন্দর সিংহ১৮১৮১৮১৯
৩৯চুদিংফা১৮১৯১৮২১
৪০যোগেশ্বর সিংহ১৮২১১৮২২
৪১পুরন্দর সিংহ১৮৩৩১৮৩৮

ভূগোল

সোণারির স্থানাঙ্ক ২৭.০৭° উত্তর ৯৫.০৩° পূর্ব / 27.07; 95.03[1] এর গড় উচ্চতা হল ৯৭ মিটার (৩১৮ ফুট)। এটি অহোম রাজা দ্বারা নির্মিত প্রায় ৫০০ বছরের পুরানো "ধোড়ার আলী" র একটি প্রধান শহর। অসম রাজা গদাধর সিংহ, অসমে বসবাসকারী তথাকথিত অলস বা সামাজিকভাবে অকর্মণ্য 'ধোড়া'দের ব্যবহার করে ধোড়ার আলিকে দখল করেছিলেন। তাওকাক নদীর পাশে অবস্থিত, সোণারি শহরটি আসামের চরাইদেও জেলার সদর দপ্তর। নিকটতম রেলস্টেশনটি ভোজো, যা সোণারি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ঐতিহাসিক দিশাং নদীর তীরে অবস্থিত। রাস্তা দিয়ে সোণার পৌঁছানোর সর্বোত্তম উপায় হল শিবসাগর শহর থেকে ধোড়ার আলীর মধ্য দিয়ে যাওয়া। এর কাছেই চরাইদেওতে অহোম রাজার বিখ্যাত সমাধিটি অবস্থিত। সোণারি চা এবং কাঠ শিল্পের একটি কেন্দ্র এবং নাগাল্যান্ডের মন জেলার প্রবেশদ্বার।

ইতিহাস

বলা হয় যে সোণারির আদি নাম ছিল সোনাপুর। ১২৫৩ খ্রিস্টাব্দে অহোম রাজার সময়কালে, অহোম রাজাদের জন্য কাজ করা স্বর্ণকাররা এখানে বসবাস করত এবং তার থেকেই শহরের এই নাম হয়েছিল (অসমিয়া ভাষায় স্বর্ণকারকে সোণারি বলা হয়)।[2][3] এমনও দাবি রয়েছে যে পঞ্চদশ শতাব্দীতে মহান বোরাহী রাজা মহামানিক্য (মহামনিফা) সোণারির রাজাধাপ এলাকায় বাস করতেন। সাধক শঙ্করদেবের যুগের আগেই, তাঁর দরবারে মাধব কাণ্ডালী রামায়ণকে অসমীয়া ভাষায় অনুবাদ করেছিলেন। কথিত আছে যে, ১৬৬৩ খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের সেনাপতি মীরজুমলা আসাম ও অহোমের রাজধানী আক্রমণ করতে এসেছিল যখন, তখন নামরূপে যাওয়ার আগে, ভোগোনিয়া রাজা জয়ধ্বজ সিংহ সোণারিতে কয়েক দিন বিশ্রাম নিয়েছিলেন। মণিরাম দেওয়ান প্রতিষ্ঠিত প্রথম দুটি চা এস্টেটগুলির মধ্যে একটি আবিষ্কৃত হয়েছে, আবিষ্কার করেছেন চা গবেষণা সংস্থার টোকলাই পরীক্ষামূলক স্টেশনের ডাঃ প্রদীপ বড়ুয়া। দেওয়ান প্রায় ১৬৯ বছর আগে, ১৮৪৫ সালে, জোড়হাটে সিনমারা টি এস্টেট এবং সোনারির সুফ্রির কাছে সেনগ্লাং টি এস্টেট স্থাপন করেছিলেন।[4] Maniram Dewan was the first Inn 18dian commercial tea planter.[5]

শহরের মাঝখানে অহোম রাজ্যের ঐতিহাসিক একটি কামান আছে, যার নাম বোর পাখুরি। এর চারপাশ ঘিরে একটি উদ্যান রয়েছে।[2] ডাকঘরের নিকটবর্তী এই উদ্যানটিকে এখন লাচিত নগর উদ্যান বলা হয়। শহরে প্রবেশের মুখে তাওকাক নদী সেতুর কাছে কোচ জেনারেল চিলারাইয়ের একটি মূর্তি তৈরি করা হয়েছে। ২০০৪ সালে গীতিকবি পার্বতী প্রসাদ বড়ুয়ার জন্মশতবর্ষের সময় সোণারিতে এই গীতিকার কবির আবক্ষ সাদা মূর্তির উদ্বোধন করা হয়েছিল।

জনসংখ্যার উপাত্ত

ভারতের আদমশুমারি ২০০১ অনুযায়ী,[6] সোণারির জনসংখ্যা ১৭,৪৩০। এর মধ্যে পুরুষ ৫৫%, এবং নারী ৪৫%। এখানে সাক্ষরতার হার ৯২%, জাতীয় গড় ৫৯.৫% এর চেয়ে অনেক বেশি: পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৯%, এবং নারীদের মধ্যে এই হার ৭২%। এই শহরর জনসংখ্যার ১২% এর বয়স ৬ বছর বা তার কম।

তথ্যসূত্র

  1. Falling Rain Genomics, Inc – Sonari. Fallingrain.com. Retrieved on 2016-07-29.
  2. "Archived copy"। ২০১২-১১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-০৪
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৯
  4. http://www.thecho.in/files/volume-i,-issue-iv.pdf
  5. The Assam Tribune Online. Assamtribune.com (2014-01-08). Retrieved on 2016-07-29.
  6. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ২০০৪-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-০১

বহিঃসংযোগ

টেমপ্লেট:Assam

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.