সেন্ট পিটার্সবার্গ মেট্রো

সেন্ট পিটার্সবার্গ মেট্রো (রুশ: Петербу́ргский метрополитен) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরকে সেবা প্রদানকারী একটি পাতাল ট্রেন ব্যবস্থা। এটি অতীতে লেনিনগ্রাদ মেট্রো নামে পরিচিত ছিল। এই মেট্রোতে সোভিয়েত শিল্পকলার প্রচুর নিদর্শন দেখতে পাওয়া যায়। মেট্রোটি পৃথিবীর সবচেয়ে গভীরে অবস্থিত পাতাল ট্রেন ব্যবস্থা। [1] প্রতিদিন প্রায় ৩০ লক্ষ যাত্রী এই মেট্রো ব্যবহার করে। এটি বিশ্বের ১১শ ব্যস্ততম মেট্রো।

সেন্ট পিটার্সবার্গ মেট্রো
Петербургский метрополитен
তথ্য
অবস্থানসেন্ট পিটার্সবার্গ এবং লেনিনগ্রাদ ওবলাস্ত
ধরনদ্রুত পরিবহন
লাইনের সংখ্যা
বিরতিস্থলের সংখ্যা৬০
দৈনিক যাত্রীসংখ্যা৩৪ লক্ষ
কাজ
কাজ শুরু১৯৫৫
পরিচালকPeterburgsky Metropoliten
প্রযুক্তি
লাইনের দৈর্ঘ্য১০৫.৬ কিলোমিটার (৬৫.৬ মাইল)
গতিপথ গেজ১,৫২০ mm (4 ft 11 2732 in)

তথ্যসূত্র

  1. মেট্রোটির সবচেয়ে গভীর অংশটি মাটির ১০৫ মিটার গভীরে অবস্থিত: আদমিরালতেইস্কায়া স্টেশন।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.