সুহাসিনী মণিরত্নম

সুহাসিনী মণিরত্নম একজন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। ওনার প্রথম অভিনয় ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি নেনজাতাই কিল্লাতে-তে যার জন্য উনি তামিলনাডু রাজ্য চলচ্চিত্র পুরষ্কার লাভ করেন সেরা অভিনেত্রী হিসেবে। ১৯৮৬ সালে সিন্ধু ভৈরবি ছায়াছবির জন্য উনি সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পান।[1][2]

সুহাসিনী মণিরত্নম
জন্ম
সুহাসিনী চারুহাসান

(1961-08-15) ১৫ আগস্ট ১৯৬১
চেন্নাই, তামিলনাডু, ভারত
পেশাঅভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, লেখিকা
কার্যকাল১৯৮০–বর্তমান
দাম্পত্য সঙ্গীমণি রত্নম (বিবাহ ১৯৮৮-বর্তমান)
সন্তাননন্দন (জন্ম ১৯৯২)
আত্মীয়চারুহাসান (বাবা)
চন্দ্রহাসান(কাকা)
কমল হাসান (কাকা)
অনু হাসান (তুত বোন)
শ্রুতি হাসান (তুত বোন)
আক্সারা হাসান (তুত বোন)

ব্যক্তিগত জীবন

সুহাসিনী চেন্নাইয়ের বিখ্যাত হাসান পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা অভিনেতা চারুহাসান। তিনি চিত্র পরিচালক মণি রত্নমকে ১৯৮৮ সালে বিবাহ করেন ও ওনাদের ১৯৯২ সালে নন্দন নামে একটি পুত্রসন্তান হয়। উনি একজন স্বঘোষিত নাস্তিক।[3]

চলচ্চিত্র জীবন

তিনি মাদ্রাস ফিল্ম ইনস্টিটিউট থেকে চিত্রগ্রহণ নিয়ে পাশ করেন ও চিত্রগ্রাহক অশোক কুমারের সহকারী রুপে কাজ শুরু করেন। পরবর্তীকালে উনি অভিনয়ে সরে আসেন।[4] উনি মালয়ালম, তামিল, তেলুগুকন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন। প্রথম দিকে উনি ওনেক নামী অভিনেতার মেক-আপ শিল্পী হিসেবে কাজ করেছেন। কন্নড় চলচ্চিত্রে উনি খুবই জনপ্রিয় অভিনেত্রী।

তথ্যসূত্র

  1. "Getting to know Suhasini Mani Ratnam"। Rediff.com। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১১
  2. "The Tribune – Windows – Main Feature"The Tribune। ১২ এপ্রিল ২০০৩। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১১
  3. http://www.rediff.com/movies/2006/jul/14smr.htm
  4. Indian Cinema। Directorate of Film Festivals, Ministry of Information and Broadcasting। ১৯৯৬। পৃষ্ঠা 89। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.