সু লিয়ন

সুয়েলিন লিয়ন (ইংরেজি: Suellyn Lyon; ১০ জুলাই ১৯৪৬ - ২৬ ডিসেম্বর ২০১৯) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি ১৩ বছর বয়সে মডেল হিসেবে বিনোদন জগতে পদার্পণ করেন এবং পরে অভিনেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি ললিতা (১৯৬২) চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে[1] বর্ষসেরা নবীন তারকা অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[2] তার অভিনীত অন্যান্য চলচ্চিত্র হল দ্য নাইট অব দ্য ইগুয়ানা (১৯৬৪), সেভেন উইমেন (১৯৬৬), টনি রোম (১৯৬৭), এবং ইভেল নিভেল (১৯৭১)।

সু লিয়ন
Sue Lyon
টনি রোম (১৯৬৭) চলচ্চিত্রে লিয়ন
জন্ম
সুয়েলিন লিয়ন

(১৯৪৬-০৭-১০)১০ জুলাই ১৯৪৬
মৃত্যুডিসেম্বর ২৬, ২০১৯(2019-12-26) (বয়স ৭৩)
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
শিক্ষাহলিউড প্রফেশনাল স্কুল
যেখানের শিক্ষার্থীলস অ্যাঞ্জেলেস সিটি কলেজ
সান্তা মনিকা কলেজ
পেশাঅভিনেত্রী
কার্যকাল১৯৫৯–১৯৮০
দাম্পত্য সঙ্গীহ্যাম্পটন ফ্যাঞ্চার
(বি. ১৯৬৩; বিচ্ছেদ. ১৯৬৫)

রোলান্ড হ্যারিসন
(বি. ১৯৭১; বিচ্ছেদ. ১৯৭২)

কটন অ্যাডামসন
(বি. ১৯৭৩; বিচ্ছেদ. ১৯৭৪)

এডওয়ার্ড ওয়েদার্স
(বি. ১৯৮৩; বিচ্ছেদ. ১৯৮৪)

রিচার্ড রুডম্যান
(বি. ১৯৮৫; বিচ্ছেদ. ২০০২)
সন্তান

কর্মজীবন

লিয়ন ১৪ বছর বয়সে ভ্লাদিমির নাবোকভের ললিতা উপন্যাস অবলম্বনে স্ট্যানলি কুবরিক পরিচালিত ললিতা (১৯৬২) চলচ্চিত্রে নাম ভূমিকা দোলোরেস "ললিতা" হেজ চরিত্রে অভিনয় করেন। তাকে আংশিক ভূমিকার জন্য নির্বাচন করা হয়েছিল, কারণ ভ্লাদিমির নাবোকভের উপন্যাসের ১২ বছর বয়সী ললিতার পরিবর্তে চলচ্চিত্র নির্মাতাকে এই চরিত্রের জন্য আরো বেশি বয়সী কাউকে নিতে হত। কুবরিক হলিউড প্রোডাকশন কোড লঙ্ঘন না করার লক্ষ্যে গল্পে পরিবর্তন নিয়ে আসেন, তবুও এই চলচ্চিত্রটি সে সময়ের অন্যতম বিতর্কিত চলচ্চিত্র ছিল। যাই হোক, লিয়ন এই চলচ্চিত্রের তার কাজের জন্য বর্ষসেরা নবীন তারকা অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[3][4]

লিয়ন জন হিউস্টনের দ্য নাইট অব দ্য ইগুয়ানা (১৯৬৪) চলচ্চিত্রে কামনা উদ্দীপক কিশোরীর ভূমিকায় অভিনয় করেন। তিনি জন ফোর্ড পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র সেভেন উইমেন (১৯৬৬) চলচ্চিত্রে একজন মিশনারী চরিত্রে অভিনয় করেন। তাকে টনি রোম (১৯৬৭) চলচ্চিত্রে ফ্রাঙ্ক সিনাত্রার সাথে পার্শ্ব ভূমিকায় এবং ইভেল নিভেল (১৯৭১) চলচ্চিত্রে ইভেল নিভেলের স্ত্রীর ভূমিকায় দেখা যায়।

তথ্যসূত্র

  1. গেঞ্জলিঙ্গার, নিল (২৭ ডিসেম্বর ২০১৯)। "Sue Lyon, Star of 'Lolita,' Is Dead at 73"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯
  2. ওলসেন, মার্ক (২৮ ডিসেম্বর ২০১৯)। "Sue Lyon, teenage star of Stanley Kubrick's 'Lolita,' is dead at 73"লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯
  3. "Sue Lyon, Kubrick's Lolita, dies aged 73"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯
  4. "Winners & Nominees 1963"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.