সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার
সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার হল বাংলা একাডেমি প্রদত্ত একটি পুরস্কার। সমকালীন বাংলা সাহিত্যের সাহিত্যসেবীদের বিশিষ্ট অবদান ও তাদের সৃষ্টিশীল প্রতিভার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারটি দেয়া হয়।[1]
ইতিহাস
১৯৯০ সাল থেকে বাংলা একাডেমি এই পুরস্কারটি প্রদান করছে। সা’দত আলি আখন্দ-এর পরিজন প্রদত্ত অর্থ দিয়ে বাংলা একাডেমি প্রতি বছর এই পুরস্কারের কার্যক্রম পরিচালনা করে। পুরস্কারের অর্থ হিসেবে ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকার চেক, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তগণ
- আবদুল হক (১৯৯০, পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানান)[2]
- আবু হেনা মোস্তফা কামাল (১৯৯১, মরণোত্তর)[2]
- আহমদ ছফা (১৯৯২, পুরস্কার প্রত্যাখান করেন)[2]
- কাজী আবদুল মান্নান (১৯৯৩)[2]
- হাসান হাফিজুর রহমান (১৯৯৪, মরণোত্তর)[2]
- আরজ আলী মাতুব্বর (১৯৯৫, মরণোত্তর)[2]
- আখতারুজ্জামান ইলিয়াস (১৯৯৬)[2]
- কায়েস আহমেদ (১৯৯৭, মরণোত্তর)[2]
- সনজীদা খাতুন (১৯৯৮)[2]
- সনৎকুমার সাহা (১৯৯৯)[2]
- মোতাহার হোসেন সূফী (২০০০)[2]
- হরিপদ দত্ত (২০০১)[2]
- মান্নান হীরা (২০০২)[2]
- রিজিয়া রহমান (২০০৩)[2]
- আবদুল হাফিজ (২০০৪)[2]
- শামসুল ইসলাম (২০০৫)[2]
- নয়ন রহমান (২০০৬)[2]
- আবদুল করিম (২০০৭)[2]
- সরদার ফজলুল করিম (২০০৮)[2]
- সানাউল হক খান (২০০৯)[2]
- মহাদেব সাহা (২০১০)[2]
- খোন্দকার সিরাজুল হক (২০১১)[2]
- জাহানারা নওশিন (২০১২)[2]
- কাজী রোজী (২০১৩)[2]
- ফজলুল আলম (২০১৪)[2]
- কায়সুল হক (২০১৫)[2]
- হোসেনউদ্দীন হোসেন (২০১৬)[3]
- সাইফুদ্দীন চৌধুরী ও শফিউল আলম (২০১৭)[2]
- আবিদ আজাদ (২০১৮, মরণোত্তর)
তথ্যসূত্র
- "সা'দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০১৭"। banglaacademy.org.bd। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৯।
- "২. সা'দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার"। banglaacademy.org.bd।
- "বাংলা একাডেমির তিন সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা"। archive1.ittefaq.com.bd। ২০ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.