মান্নান হীরা
মান্নান হীরা একজন বাংলাদেশী নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। ২০০৬ সালে তিনি নাটক শ্রেণীতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।[1][2]
মান্নান হীরা | |
---|---|
মান্নান হীরা | |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা |
কর্মজীবন
হীরা পথ নাটকের আন্দলনের সাথে যুক্ত আছেন দীর্ঘ দিন ধরে। বর্তমানে তিনি পথ নাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের অধিকর্তা। তিনি প্রায় ১৫ টি নাটক লিখেছেন। উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে আছে লাল জমিন, ভাগের মানুষ, ময়ূর সিংহাসন, সাদা-কালো ইত্যাদি।[3] মূর্খ লোকের মূর্খ কথা মান্নান হীরা রচিত ও নির্দেশিত অন্যতম পথনাটক।[3][4] ২০১৪ সালে তিনি সরকারের অনুদানে শিশুতোষ চলচ্চিত্র একাত্তরের ক্ষুদিরাম তৈরি করেন। এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র।[5]
তথ্যসূত্র
- "Three get Bangla Academy Award"। bdnews24.com। ২০০৮-০২-২০। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৯।
- "পুরস্কারপ্রাপ্তদের তালিকা"। Bangla Academy। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৭।
- "Mannan Hira to venture into commercial filmmaking" (ইংরেজি ভাষায়)। New Age। ২০১৫-০১-১০। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৯।
- "আরণ্যকের-নাটক"। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৯।
- "Mannan Hira emerges as feature filmmaker" (ইংরেজি ভাষায়)। Dhaka Tribune। ২০১৪-০২-১৬। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.