রওশন আরা মুস্তাফিজ

রওশন আরা মুস্তাফিজ হলেন একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী। তিনি নজরুলগীতি, চলচ্চিত্রের গান, আধুনিক গানে কণ্ঠ দিয়েছেন। সঙ্গীতে তার অবদানের জন্য তিনি ২০০৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন।[1]

রওশন আরা মুস্তাফিজ
ধরননজরুলগীতি, চলচ্চিত্রের গান, আধুনিক গান
পেশাসঙ্গীতশিল্পী
বাদ্যযন্ত্রসমূহভোকাল
লেবেললেজার ভিশন

সঙ্গীত জীবন

রওশন একুশের গান "বাংলা ভাষা আমাদের" এ কণ্ঠ দেন।[2] গানটি বাঙালির হৃদয়ে ভাষা আন্দোলন আর একুশের চেতনাকে জাগ্রত করতে ভূমিকা পালন করে।[3] ২০০৯ সালে তিনি স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের "গানালাপ" অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সঙ্গীতশিল্পী নকিব খানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে তিনি আবদুল আহাদ, সমর দাস, ধীর আলী মিয়া, সত্য সাহা, আলম খান এবং অন্যান্য সুরকারদের সুরারোপিত গান পরিবেশন করেন।[4] ২০১৫ সালে জুন মাসে তার হামদ-নাতের মিশ্র অ্যালবাম আল্লাহ্ রাহমানুর রাহিম প্রকাশিত হয়।[5] ঝন্টু আর্ট প্রডাকশন থেকে প্রকাশিত এই অ্যালবামের অন্যান্য গানে কণ্ঠ দেন জিনাত রেহানা, খালিদ হোসেন, এমএ মান্নান, ফেরদৌসী রহমান, রাহাত আরা গীতি।[6] একই মাসে তিনি এসএ টিভির "সকালের ডায়েরী ও হাওয়া লাগে গানের পালে" অনুষ্ঠানের অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।[7]

সম্মাননা

তথ্যসূত্র

  1. "13 get Ekushey Padak, ministers dropped from list"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০ ফেব্রুয়ারি ২০০৬। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৭
  2. "একুশ নিয়ে যত গান"যায়যায়দিন। ২৪ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৭
  3. মামুন, অনিন্দ্য (১৬ ফেব্রুয়ারি)। "ভাষার জন্য ভালোবাসা"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৭ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  4. "Rawshan Ara Mustafiz on tonight's Gaanalap"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১২ মে ২০০৯। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৭
  5. "Kanak Chapa releases album of Islamic songs"দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। ১৫ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৭
  6. "রমজানের যত এ্যালবাম"দৈনিক জনকণ্ঠ। ১৮ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৭
  7. "সকালের ডায়রি ও হাওয়া লাগে গানের পালের অতিথি সংগীতশিল্পী রওশন আরা মুস্তাফিজ"সাতদিন। ১৩ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৭
  8. "Rawshan Ara Mustafiz receives Nazrul Academy award"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২২ মে ২০০৯। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.