যৌন-ধনাত্মক নারীবাদ

যৌন-ধনাত্মক নারীবাদ, যেটি যৌনপক্ষীয় নারীবাদ, যৌন-গোঁড়া নারীবাদ অথবা যৌন-স্বাধীনতাবাদী নারীবাদ নামেও পরিচিত হচ্ছে একটি মতবাদ যেটি ১৯৮০ এর দশকের শুরুর দিকে চালু হয় এই ধারণা নিয়ে যে যৌন স্বাধীনতা হচ্ছে নারীস্বাধীনতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

বহু নারীবাদী যৌন-ধনাত্মক নারীবাদের সঙ্গে জড়িয়ে পড়েন 'পর্ন-বিরোধী আন্দোলন'কে বন্ধ করার জন্য যেখানে বারংবারই বলা হয় যে পর্ন নারীদেরকে পুরুষদের ভোগের সামগ্রী হিসেবে উপস্থাপন করে। আশির দশকের শুরুর দিকে এই যৌন-ধনাত্মক নারীবাদীরা পর্ন-বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে এক সংঘর্ষে জড়িয়ে পড়েন, যেটি ইতিহাসে 'নারীবাদীদের যৌন যুদ্ধ' নামে পরিচিতি লাভ করে। অপরদিকে যৌন-ধনাত্মক নারীবাদীরা সমাজ থেকে যৌনতার উপর পুরুষতান্ত্রিক বিধি-বিধান উঠিয়ে দেওয়ার জন্য এরূপ মতবাদের পক্ষ নেওয়া শুরু করেন।[1][2]

তথ্যসূত্র

  1. McElroy, Wendy (১৯৯৫)। XXX: a woman's right to pornography। New York: St. Martin's Press। আইএসবিএন 9780312136260।
  2. Rubin, Gayle S. (১৯৮৪), "Thinking sex: notes for a radical theory of the politics of sexuality", Vance, Carole, Pleasure and danger: exploring female sexuality, Boston: Routledge & K. Paul, পৃষ্ঠা 267–319, আইএসবিএন 9780710202482.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.