ফ্লার্টিং
ফ্লার্ট, ফ্লার্টিং বা প্রণয়চাতুর্য (ইংরেজি: Flirting বা coquetry) (অর্থ: খেলাচ্ছলে প্রেমের ভান করা, প্রেম প্রেম দুষ্টুমি) হল এক ব্যক্তির প্রতি অপর কোন ব্যক্তি কর্তৃক প্রদর্শিত অথবা দুজন ব্যক্তির মাঝে পারস্পারিকভাবে সঙ্ঘটিত একটি মানব আচরণ, যাতে কোন ব্যক্তির প্রতি যৌন ও প্রেমময় আগ্রহ প্রদর্শন করা হয়। আলাপ, দৈহিক ভাষা (যেমন চোখের ইশারা), অথবা সীমিত শারীরিক সংস্পর্শ এর অন্তর্গত।[1][2][3][4] বিভিন্ন সংস্কৃতিতে স্বীকৃত ফ্লার্টিং-এর মাত্রার বিভিন্নতা দেখা যায়।[5] অধিকাংশ সংস্কৃতিতেই, প্রকাশ্যভাবে যৌন সুবিধার সুযোগ গ্রহণ করা সামাজিকভাবে অস্বীকৃত, কিন্তু পরোক্ষ বা ইঙ্গিতসূচক সুবিধা গ্রহণকে (যেমন ফ্লার্টিং) প্রায়শই গ্রহণযোগ্যরূপে বিবেচনা করা হয়।[2] অন্যদিকে, কিছু লোক শুধুমাত্র নিছক আনন্দ নেবার জন্যই খেলাচ্ছলে ফ্লার্ট করে থাকেন।

ফ্লার্টিং: হেনরি গারবোল্ট কর্তৃক অঙ্কিত পোষ্টার।

দ্য ফ্লার্টেশন ইউজিন ডি ব্লাস্ট কর্তৃক অঙ্কিত। দৈহিক ভাষা পর্যবেক্ষণ: পুরুষের ফ্লার্টিং।

শারীরিক ভাষা পর্যবেক্ষণ: হায়নেস কিং কর্তৃক অঙ্কিত জেলাসি অ্যান্ড ফ্লার্টেশন।

দৈহিক ভাষা পর্যবেক্ষণঃ পুরুষের ফ্লার্টিং - চোখের ইশারা। এদুয়ার মানে কর্তৃক অঙ্কিত।
তথ্যসূত্র
- White, Diana (১১ ফেব্রুয়ারি ২০১৪)। "10 Obvious Signs a Guy Is Flirting with You"। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৫।
- "SIRC Guide to Flirting"। Sirc.org। সংগ্রহের তারিখ ২০১০-০৬-২৩।
- "SIRC Guide to flirting"। Sirc.org। সংগ্রহের তারিখ ২০১১-০৮-১৪।
- Flirting। Sexplanations। ২০১৪-০৩-২৫।
- "Scoring a German: Flirting with Fräuleins, Hunting for Herren - SPIEGEL ONLINE"। Spiegel.de। সংগ্রহের তারিখ ২০১২-১০-০৩।
বহিঃসংযোগ
- FlirtDictionary The largest database of pick-up lines. Shared and voted on by the community.
- SIRC Guide to Flirting
- Nonverbal Courtship Patterns In Women: Context and Consequences
- Psychology Today - Flirting Fascination –Reviews several studies on flirting
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.