ম্যাথু লেকি

ম্যাথু অ্যালান লেকি (জন্ম: ৪ ফেব্রুয়ারি ১৯৯১) হলেন একজন অস্ট্রেলীয় পেশাদার ফুটবলার, যিনি বুন্দেসলিগার ক্লাব হের্থা বিএসসি এবং অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে একজন উইঙ্গার অথবা একজন উইং ব্যাক হিসেবে খেলেন।

ম্যাথু লেকি
২০১০ সালে ম্যাথু লেকি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ম্যাথু অ্যালান লেকি[1]
জন্ম (1991-02-04) ৪ ফেব্রুয়ারি ১৯৯১[1]
জন্ম স্থান মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া
উচ্চতা ১.৮১ মিটার (৫ ফুট ১১  ইঞ্চি)[2]
মাঠে অবস্থান উইঙ্গার / উইং ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব হের্থা বিএসসি
জার্সি নম্বর ১১
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০৭ বুলিন লায়ন্স
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৮–২০০৯ বুলিন লায়ন্স ৩৭ (১৫)
২০০৯–২০১১ অ্যাডিলেড ইউনাইটেড ৩৫ (৮)
২০১১–২০১৩ বরুশিয়া মনশেনগ্লাডবাখ (০)
২০১১–২০১২ বরুশিয়া মনশেনগ্লাডবাখ ২ ১০ (৩)
২০১২–২০১৩এফএসভি ফ্রাঙ্কফুর্ট (ধার) ২৮ (৪)
২০১২–২০১৩এফএসভি ফ্রাঙ্কফুর্ট ২ (ধার) (৫)
২০১৩–২০১৪ এফএসভি ফ্রাঙ্কফুর্ট ৩১ (১০)
২০১৪–২০১৭ এফসি ইঙ্গোলস্তাড ০৪ ৯৪ (১০)
২০১৭– হের্থা বিএসসি 23 (5)
জাতীয় দল
২০০৯–২০১১ অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ ১৩ (৩)
২০১২– অস্ট্রেলিয়া ৫১ (৬)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২১ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৮ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব

২০১৫ সালের ৩রা সেপ্টেম্বর তারিখে, লেকি অস্ট্রেলিয়ার হয়ে সর্বপ্রথম গোল করেন, তার ২০১৩ সালের পর এটি তার প্রথম গোল ছিল। ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের উক্ত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে তিনি উদ্বোধনী গোলটি করেন।[3] ২০১৭ সালের ৫ই সেপ্টেম্বর তারিখে, লেকি থাইল্যান্ডের বিরুদ্ধে তার ষষ্ঠ গোলটি করেন।

ক্যারিয়ার পরিসংখ্যান

আন্তর্জাতিক গোল

৬ সেপ্টেম্বর ২০১৭ [4] পর্যন্ত হালনাগাদকৃত।
তারিখ, ভেন্যু, উপস্থিতি, প্রতিপক্ষ, স্কোর, ফলাফল এবং প্রতিযোগিতা অনুযায়ী আন্তর্জাতিক গোল
নং. তারিখ ভেন্যু উপস্থিতি প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা
১৫ অক্টোবর ২০১৩ক্রাভেন কটেজ, লন্ডন, ইংল্যান্ড কানাডা–০৩–০প্রীতি ম্যাচ
৩ সেপ্টেম্বর ২০১৫পার্থ ওভাল, পার্থ, অস্ট্রেলিয়া২৬ বাংলাদেশ–০৫–০২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
৪ জুন ২০১৬স্টেডিয়াম অস্ট্রেলিয়া, সিডনি, অস্ট্রেলিয়া৩১ গ্রিস–০১–০প্রীতি ম্যাচ
২৩ মার্চ ২০১৭পিএএস স্টেডিয়াম, তেহরান, ইরান৩৮ ইরাক–০১–১২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
২৮ মার্চ ২০১৭সিডনি ফুটবল স্টেডিয়াম, সিডনি, অস্ট্রেলিয়া৩৯ সংযুক্ত আরব আমিরাত–০২–০২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
৫ সেপ্টেম্বর ২০১৭মেলবোর্ন আয়তক্ষেত্রাকার স্টেডিয়াম, মেলবোর্ন, অস্ট্রেলিয়া৪৬ থাইল্যান্ড–১2–1২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব

তথ্যসূত্র

  1. "FIFA Confederations Cup Russia 2017: List of players: Australia" (PDF)। FIFA। ২ জুলাই ২০১৭। পৃষ্ঠা 1। ২৪ জুলাই ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৭
  2. "Mathew Leckie"socceroos.com.au। Football Federation Australia। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৫
  3. "2018 World Cup qualification Australia vs. Bangladesh"। the-afc.com। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৭
  4. ম্যাথু লেকি প্রোফাইল সকারওয়েতে

বহিঃসংযোগ

টেমপ্লেট:হের্থা বিএসসি দল

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.