ম্যাক্সিম তারাসভ
ম্যাক্সিম ভ্লাদিমিরোভিচ তারাসভ (রুশ: Максим Владимирович Тарасов, জন্ম: ২ ডিসেম্বর, ১৯৭০) সাবেক সোভিয়েত ইউনিয়নের ইয়ারোস্ল্যাভে জন্মগ্রহণকারী অবসরপ্রাপ্ত বিশিষ্ট পোল ভল্টার। তিনি সোভিয়েত ইউনিয়ন, একীভূত দল এবং পরবর্তীকালে রাশিয়া’র পক্ষ হয়ে পোল ভল্ট ক্রীড়ায় অংশগ্রহণ করেন। তিনি তার সেরা লাফ দেন ৬.০৫ মিটার উচ্চতায়, যা তাকে সর্বকালের সেরা পোল ভল্টারদের তালিকায় অন্তর্ভুক্ত করতে সহায়তা করে।[1]
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জন্ম | ২ ডিসেম্বর ১৯৭০ ইয়ারোস্ল্যাভ, সোভিয়েত ইউনিয়ন | |||||||||||||||||||||||||||||||||||||||||||
পদক রেকর্ড
|
অর্জনসমূহ
বছর | প্রতিযোগিতা | ঘটনাস্থল | স্থান | নোট |
---|---|---|---|---|
১৯৮৮ | বিশ্ব জুনিয়র | সাডবারি, কানাডা | ২য় | |
১৯৯১ | বিশ্ব চ্যাম্পিয়নশিপ | টোকিও, জাপান | ৩য় | |
১৯৯২ | অলিম্পিক গেমস | বার্সেলোনা, স্পেন | ১ম | |
১৯৯৩ | বিশ্ব চ্যাম্পিয়নশিপ | স্টুটগার্ট, জার্মানি | ৩য় | |
১৯৯৫ | বিশ্ব চ্যাম্পিয়নশিপ | গোটেনবার্গ, সুইডেন | ২য় | |
১৯৯৬ | আইএএএফ গ্রাঁ প্রি ফাইনাল | মিলান, ইতালি | ১ম | |
১৯৯৭ | বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপ | প্যারিস, ফ্রান্স | ৩য় | |
বিশ্ব চ্যাম্পিয়নশিপ | অ্যাথেন্স, গ্রীস | ২য় | ||
১৯৯৮ | ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ | বুদাপেস্ট, হাঙ্গেরি | ১ম | |
১৯৯৯ | বিশ্ব চ্যাম্পিয়নশিপ | সেভিলে, স্পেন | ১ম | ৬.০২ সিআর |
২০০০ | অলিম্পিক গেমস | সিডনি, অস্ট্রেলিয়া | ৩য় |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- ম্যাক্সিম তারাসভের আইএএএফ প্রোফাইল (ইংরেজি)
ক্রীড়া অবস্থান | ||
---|---|---|
পূর্বসূরী![]() |
পুরুষদের পোল ভল্টে বর্ষসেরা দক্ষতা প্রদর্শনকারী ১৯৯৯ |
উত্তরসূরী![]() |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.