মাগুরা শুভেচ্ছা প্রিপারেটরি স্কুল
মাগুরা শুভেচ্ছা প্রিপারেটরি স্কুল (ইংরেজি:Magura Shuvechchha PreParatory School) মাগুরা জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান।
মাগুরা শুভেচ্ছা প্রিপারেটরি স্কুল Magura Shuvechchha PreParatory School | |
---|---|
ঠিকানা | |
১৮, কাউন্সিল পাড়া সদর মাগুরা ৭৬০০ বাংলাদেশ | |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | বেসরকারি উচ্চ বিদ্যালয় |
স্থাপিত | ২০০৬ |
প্রতিষ্ঠাতা | গোলাম মাখতার এন্ড দোররেজা খানম ট্রাস্ট |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় বোর্ড | যশোর বোর্ড |
সেশন | জানুয়ারি - ডিসেম্বর |
প্রধান শিক্ষক | মোস্তফা আহসান উল্লাহ আল মামুন |
শিক্ষকমণ্ডলী | ২০ |
লিঙ্গ | বালক-বালিকা |
শিক্ষার্থী সংখ্যা | ৮০০ জন |
শ্রেণী | ১-১০ |
ভাষা | বাংলা |
সময়সূচি | প্রভাতী, দিবা |
শ্রেণীকক্ষ | ১০ টি |
ক্যাম্পাস | শহুরে |
আয়তন | .৯০ একর |
ক্যাম্পাসের ধরন | অনাবাসিক |
ক্রীড়া | দাবা, ক্রিকেট |
ডাকনাম | শুভেচ্ছা স্কুল |
অবস্থান
এই বিদ্যালয়টি মাগুরা জেলার ঢাকা-খুলনা-কুষ্টিয়া মহাসড়কের উত্তর-পশ্চিমে সদর হাসপাতালের পশ্চিমে কাউন্সিল পাড়া নামক স্থানে অবস্থিত।
ইতিহাস
গোলাম মাখতার এন্ড দোররেজা খানম ট্রাস্ট মাগুরা শহরে ২০০৬ সালে ‘শুভেচ্ছা প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ’ প্রতিষ্ঠা করে।প্রথমে এটি কোচিং সেন্টার হিসাবে ব্যবহৃত হতো। ২০১০ সাল থেকে ভিন্ন একটি প্রতিষ্ঠান কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের নামে মাধ্যমিক পর্যায়ে ছাত্র-ছাত্রী ভর্তি শুরু করে। ২০১২ সাল থেকে প্রতিষ্ঠানটি পাবলিক পরীক্ষায় অংশ গ্রহণ করছে। ২০১৪ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত হয়ে নিম্ন মাধ্যমিক পর্যন্ত পাঠদান শুরু করে।[1]
অবকাঠামো
বর্তমান বিদ্যালয়টি .৯০ একর জমির উপর অবস্থিত। বিদ্যালয়টিতে বৃহৎ একটি পাঁচতলা ভবনসহ প্রধান শিক্ষকের বাসভবন রয়েছে। মোট শ্রেণিকক্ষ রয়েছে ১০টি, অফিস কক্ষ ৩টি, গবেষণাগার ১টি, লাইব্রেরি ১টি রয়েছে।
ভর্তি কার্যক্রম
বিদ্যালয়টিতে নার্সারি থেকে দশম শ্রেণির পর্যন্ত পৃথক পৃথক শিফটে প্রচলিত সরকারি নিয়মে ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি করানো হয়। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৮০০ ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে এবং শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী রয়েছে প্রায় ৩০ জন।
সহশিক্ষা
বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, রেডক্রিসেন্ট, স্কাউট প্রভৃতি সহশিক্ষা কার্যক্রম চালু আছে এখানে। ২০১৫ সালে সমকাল বিএফএফ বিজ্ঞান বির্তক প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি মাগুরা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।[2]
ফলাফল
২০১৪ সালে পি.এস.সি পরীক্ষায় উক্ত প্রতিষ্ঠান থেকে ১৪ জন ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে জেলায় ২য় অবস্থানে ছিল।[3]
আরও দেখুন
বহিঃসংযোগ
- http://shuvechchhapreparatoryschoolmagura.jessoreboard.gov.bd
- "সমকাল বিএফএফ বিজ্ঞান বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মাগুরা"। দৈনিক মাগুরা নিউজ। সংগ্রহের তারিখ এপ্রিল ১৩, ২০১৫।
- /http://www.bangladeshbani24.com/whole-country/2016/04/21/21719%5B%5D