মধুমালা (নজরুলের নাটক)

মধুমালা কাজী নজরুল ইসলাম রচিত একটি গীতিনাট্য। নজরুল অসুস্থ হওয়ার পর ১৯৬০ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।[1] রূপকথা বা ঐতিহ্যের আদলে নাটকটি রচিত হয়েছে।[2] মদনকুমারের স্বপ্নে দেখা রাজকন্যা মধুমালা আর তাকে খুঁজতে গিয়ে প্রণয়ে আবদ্ধ কাঞ্চনমালা মধ্যে ত্রিভুজ প্রেমের গল্প ও মধুমালার ট্র্যাজিক পরিণতি নিয়ে এই নাটক। গদ্য সংলাপ, সুর ও কাব্য নিয়ে একসাথে অগ্রসর হয়েছে নাটকের গল্প।[3] এতে ৪৩টি গান রয়েছে।[4]

মধুমালা
লেখককাজী নজরুল ইসলাম
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা
বিষয়রূপকথা, প্রেম
ধরননাটক
প্রকাশিত১৯৬০
পূর্ববর্তী বইশেষ সওগাত (১৯৫৮) 
পরবর্তী বইঝড় (১৯৬০) 

প্রধান চরিত্র

  • মধুমালা
  • মদনকুমার
  • কাঞ্চনমালা

মঞ্চায়ণ

লোক নাট্যদল সিদ্ধেশ্বরীতে এবং তির্যক নাট্যদল চট্টগ্রামে মধুমালা নাটকটি মঞ্চস্থ করেছিল।[5] তির্যক নাট্যদল আহমেদ ইকবাল হায়দারের নির্দেশনায় মধুমালা নাটকটি ২০১২ সালের জুন মাসে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে মঞ্চস্থ করেছিল।[6]

তথ্যসূত্র

  1. আবদুল মান্নান সৈয়দ (১৭ সেপ্টেম্বর ২০১০)। "নজরুলের নাটক বিপুল এবং বিচিত্র"দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬
  2. আহমদ, আফসার (২৫ মে ২০১৬)। "শাশ্বতকালের বাংলা নাট্যের ধারায় নজরুলের নাটক"এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬
  3. আহমদ, আফসার (২৭ আগস্ট ২০১০)। "মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধা - নাটকে নজরুল"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬
  4. রুমন, শাহাদৎ (২৪ মে ২০১৫)। "নাট্যকার নজরুল"রাইজিংবিডি ডট কম। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬
  5. বৈদ্য, ভাস্কর (মে ২৮, ২০১৪)। "কবি নজরুল ও তার নাটক"যায়যায়দিন। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬
  6. "টিআইসিতে বাদল সাঁঝের নাটক উদ্বোধন নাটক সমাজ প্রগতির আলোকবর্তিকা : চবি উপাচার্য"দৈনিক আজাদী। ১৯ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.