শিউলি মালা
শিউলি মালা কাজী নজরুল ইসলামের রচিত একটি গল্পগ্রন্থ। শিউলি মালা গ্রন্থটি ১৯৩১ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট ৪টি গল্প আছে।
লেখক | কাজী নজরুল ইসলাম |
---|---|
ভাষা | বাংলা ভাষা |
ধরন | গল্পগ্রন্থ |
প্রকাশনার তারিখ | ১৯৩১ সাল |
গল্পের তালিকা
- পদ্ম-গোখরো
- জিনের বাদ্শা
- অগ্নি-গিরি
- শিউলি-মালা
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.