মৃত্যুক্ষুধা

মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলাম রচিত একটি উপন্যাস। এটি ১৩৩৭ বঙ্গাব্দের বৈশাখ মাসে (১৯৩১ খ্রিষ্টাব্দ) গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসটি সওগাত পত্রিকায় ১৩৩৪ বঙ্গাব্দের অগ্রহায়ন মাস থেকে ১৩৩৬ বঙ্গাব্দের ফাল্গুন মাস পর্যন্ত ‍ধারাবাহিক ভাবে মুদ্রিত হয়।[1][2]

মৃত্যুক্ষুধা
লেখককাজী নজরুল ইসলাম
দেশভারত
ভাষাবাংলা
ধরনউপন্যাস
প্রকাশনার তারিখ
১৯৩১

গল্প সংক্ষেপ

উপন্যাসের পটভূমি কৃষ্ণনগরের চাঁদ সড়কের এক বস্তি এলাকা। লেখক এতে তুলে ধরেছেন তৎকালিন দারিদ্র্য, ক্ষুধা, দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে সপরিবার মেজ-বৌয়ের মুসলিম থেকে খ্রিষ্টান ধর্ম গ্রহণ। অন্যদিকে রুবি আনসারকে ভালোবাসলেও রুবির পিতা তাকে বিয়ে দেয় আইসিএস পরীক্ষার্থী মোয়াজ্জেমের সঙ্গে এমন একটি প্রেমের কাহিনী। মোয়াজ্জেমের মৃত্যুর পর বিধবা রুবির জীবনে নেমে আসে সমাজের সকল বিধিনিষেধ।নারী জীবনের দুবির্ষহ অন্ধকার এবং সমাজের বাস্তবচিত্র এই উপন্যাসে তুলে ধরা হয়।

মুলত এই তিনটি হল উপন্যাসের বিষয়বস্তু।

তথ্যসূত্র

  1. আরা, গুলশান (১৯ মে ২০১৭)। "মৃত্যুক্ষুধা বাস্তবতার সাহিত্যায়ন"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৭
  2. রেওয়াজ, হুমায়ুন আজম (২৩ ফেব্রুয়ারি ২০১৭)। "দ্রোহী নজরুলের মৃত্যুক্ষুধার মঞ্চপাঠ"দৈনিক সমকাল। ২২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.