ভি. বিক্রমরাজু

ভি. বিক্রমরাজু (জন্ম: ১ জানুয়ারি, ১৯৩৪) প্রথিতযশা ও সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার। ১৯৮৫ থেকে ১৯৮৮ সময়কালে ২টি টেস্ট ও ৫টি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) পরিচালনা করেছেন তিনি।[1] তন্মধ্যে, টেস্ট ক্রিকেটের ইতিহাসের দ্বিতীয় টাই টেস্টে আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেছিলেন তিনি।

ভি. বিক্রমরাজু
ব্যক্তিগত তথ্য
জন্ম (1934-01-01) ১ জানুয়ারি ১৯৩৪
ভূমিকাআম্পায়ার
আম্পায়ারিং তথ্য
টেস্ট আম্পায়ার২ (১৯৮৫–১৯৮৬)
ওডিআই আম্পায়ার৫ (১৯৮৪–১৯৮৮)
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৭ মার্চ ২০১৯

আম্পায়ারিত্বে অংশগ্রহণ

৩১ ডিসেম্বর, ১৯৮৪ তারিখে কোলকাতার ইডেন গার্ডেনে ভারত-ইংল্যান্ডের মধ্যকার টেস্টের মাধ্যমে অভিষেক পর্ব সম্পন্ন হয় তার। ঐতিহাসিক টাই টেস্ট পরিচালনা করে স্মরণীয় করে রেখেছেন নিজেকে। ১৮-২২ সেপ্টেম্বর, ১৯৮৬ তারিখে মাদ্রাজের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার তিন টেস্ট সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছিল। টেস্ট ক্রিকেটের ইতিহাসের দ্বিতীয় ও অদ্যাবধি সর্বশেষ টাই টেস্টে স্বদেশী দারা দোতিওয়ালাকে সাথে নিয়ে খেলা পরিচালনা করেছিলেন। ১১শ ব্যাটসম্যান মনিন্দর সিংকে এলবিডব্লিউ সিদ্ধান্ত প্রদানের মাধ্যমে অস্ট্রেলীয় অফ স্পিনার গ্রেগ ম্যাথিউসের স্বার্থক আবেদন প্রদান করে বেশ বিতর্কের কেন্দ্রবিন্দুতে উপনীত হয়েছিলেন। ঐ টেস্টের পর আর ভি. বিক্রমরাজুকে টেস্ট খেলা পরিচালনা করতে দেখা যায়নি। প্রথম টাই টেস্ট ৯-১৪ ডিসেম্বর, ১৯৬০ তারিখে ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল।

২২ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার শেষদিনে উপস্থিত ছিলেন সাবেক আম্পায়ারদ্বয় ৩০ বছর আগেকার টেস্টের স্মৃতিচারণে মগ্ন ছিলেন।

তথ্যসূত্র

  1. "V. Vikramraju"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-১৬

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.