ব্যান্ডেল–কাটোয়া লাইন

ব্যান্ডেল - কাটোয়া লাইন কলকাতা শহরতলি রেলওয়ের একটি সম্প্রসারিত অংশ এবং পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনের অন্তর্গত। [1]

ব্যান্ডেল - কাটোয়া লাইন
সংক্ষিপ্ত বিবরণ
ধরনদ্বৈত বৈদ্যুতিক ব্রড গেজ ট্র্যাক
শৃঙ্খলাংশবৈদ্যুতিক
অবস্থাসক্রিয়
সেবাগ্রহণকারী অঞ্চলহুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া
বিরতিস্থলব্যান্ডেল
কাটোয়া
বিরতিস্থলসমূহ২৮
পরিষেবাব্যান্ডেল - অম্বিকা কালনা - নবদ্বীপ ধাম - কাটোয়া
ক্রিয়াকলাপ
উদ্বোধনের তারিখ১৯১৩ (1913)
মালিকভারতীয় রেলওয়ের পূর্ব রেলওয়ে
পরিচালনাকারীহাওড়া রেল বিভাগ
ঘাঁটি(গুলি)
  • ব্যান্ডেল জংশন
  • কাটোয়া জংশন
রেলগাড়ির সংখ্যা
  • লোকাল ট্রেন ১৯ টি
  • যাত্রী ট্রেন ১ টি
  • এক্সপ্রেস ট্রেন ১৩ টি
  • মোট ৩৩ টি
প্রযুক্তিগত
রেললাইনের মোট দৈর্ঘ্য১০৪ কিমি (৬৫ মা)
ট্র্যাক গেজ১,৬৭৬ mm (5 ft 6 in) ব্রডগেজ
চালন গতিপ্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত
সর্বোচ্চ টিলাগড়ে ১৪ মিটার

ইতিহাস

প্রাথমিকভাবে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের অন্তর্গত কলকাতা (শিয়ালদহ)-কুষ্টিয়া রেলপথ ১৮৬২ সালে যাত্রী পরিবহনের জন্য খোলা হয়েছিল। হুগলি - কাটোয়া শাখা রেলপথ ১৯১৩ সালে হাওড়া শাখার একটি সম্প্রসারিত অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৯৪ - ৯৬ সালের মধ্যে এই শাখাটি বৈদ্যুতিক ট্রেন চলার উপযুক্ত করা হয়।[2]

স্টেশন

ব্যান্ডেল থেকে দূরত্ব (কিমি) স্টেশনের নাম স্টেশনের কোড শাখা স্থানীয় ট্রেনগুলো দাঁড়ায় এক্সপ্রেস ট্রেনগুলো দাঁড়ায়[lower-alpha 1] ঠিকানা ছবি
৪০হাওড়া জংশনHWHদক্ষিণ পূর্ব রেল
পূর্ব রেল
YY
ব্যাণ্ডেল জংশনBDCপূর্ব রেলYY
বাঁশবেড়িয়াBSAEপূর্ব রেলYN
ত্রিবেণীTBAEপূর্ব রেলYN
১১কুন্তীঘাটKJUপূর্ব রেলYN
১৪ডুমুরদহDMLEপূর্ব রেলYN
১৬খামারগাছিKMAEপূর্ব রেলYN
২১জিরাটJITপূর্ব রেলYN
২৪বলাগড়BGAEপূর্ব রেলYN
২৭সোমড়া বাজারSOAEপূর্ব রেলYN
৩২বেহুলাBHLAপূর্ব রেলYN
৩৪গুপ্তিপাড়াGPAEপূর্ব রেলYN
৪১অম্বিকা কালনাABKAপূর্ব রেলYY
৪৫বাঘনাপাড়াBGRAপূর্ব রেলYN
৫০ধাত্রীগ্রামDTAEপূর্ব রেলYN
নান্দাইগ্রাম হল্টNDIMপূর্ব রেলYN
৫৭সমুদ্রগড়SMAEপূর্ব রেলYN
৬১কালীনগরKLNTপূর্ব রেলYN
65নবদ্বীপ ধামNDAEপূর্ব রেলYYনবদ্বীপ ধাম স্টেশন রোড, নবদ্বীপ, নাদিয়া, পশ্চিমবঙ্গ
৬৭বিষ্ণুপ্রিয়া হল্টVSPRপূর্ব রেলYN
৭০ভান্ডারটিকুঁড়িBFZপূর্ব রেলYN
৭৩পূর্বস্থলীPSAEপূর্ব রেলYN
76মেড়তলা ফলেয়া হল্টপূর্ব রেলYN
৭৯লক্ষ্মীপুরLKXপূর্ব রেলYN
৮১বেলেরহাটBQYপূর্ব রেলYN
৮৬পাটুলীPTAEপূর্ব রেলYN
৯১অগ্রদ্বীপAGAEপূর্ব রেলYN
৯৪সাহেবতলা হল্ট পূর্ব রেলYN
৯৭দাঁইহাটDHAEপূর্ব রেলYN
১০৪কাটোয়া জংশনKWAEপূর্ব রেলYY
প্রান্তীয় স্টেশন
* স্থানান্তরণ স্টেশন (ভারতীয় রেলওয়ের স্থানান্তরণ ছাড়া)
†* প্রান্তীয় এবং স্থানান্তরণ স্টেশন

টীকা

  1. দীর্ঘ দূরত্ব নির্দেশ করে যে স্থানীয় ট্রেন ছাড়াও অন্য ট্রেন এই স্টেশনে থামে। এই ট্রেনগুলি সাধারণত ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের অংশ।

তথ্যসূত্র

  1. "পূর্ব ভারতের রেলপথগুলির উন্নয়নের কালক্রম"। রেলইন্ডিয়া। ২ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১২
  2. "Nabadwip Dham-Patuli DL Railway Line"। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৬, ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.