বিষ্ণুপ্রিয়া হল্ট রেলওয়ে স্টেশন
বিষ্ণুপ্রিয়া হল্ট রেলওয়ে স্টেশন হল পূর্ব রেল জোনের ব্যান্ডেল কাটোয়া রেলপথের একটি রেলওয়ে স্টেশন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার অন্তর্গত স্টেশনটি নবদ্বীপ এবং পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে। যাত্রী ট্রেন (প্যাসেঞ্জার) ট্রেনগুলি রেলওয়ে স্টেশনের উপর দিয়ে যায়।[1]
![]() বিষ্ণুপ্রিয়া হল্ট রেলওয়ে স্টেশন | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
কলকাতা ও কলকাতা শহরতলীর রেল স্টেশনের তালিকা | |||||||||||
অবস্থান | নদিয়া জেলা ভারত | ||||||||||
স্থানাঙ্ক | ২৩.৪১৪১২৬৯৭০৯৪৫১১২° উত্তর ৮৮.৩৫৫৪৮৪০০৮৭৮৯০৮° পূর্ব | ||||||||||
উচ্চতা | ১৫ মিটার (৪৯ ফু) | ||||||||||
মালিকানাধীন | ভারতীয় রেল | ||||||||||
পরিচালিত | পূর্ব রেলওয়ে | ||||||||||
লাইন (সমূহ) | ব্যান্ডেল কাটোয়া লাইন | ||||||||||
প্ল্যাটফর্ম | ২ | ||||||||||
রেলপথ | ২ | ||||||||||
নির্মাণ | |||||||||||
গঠনের ধরণ | স্ট্যান্ডার্ড | ||||||||||
পার্কিং | নেই | ||||||||||
সাইকেলের সুবিধা | হ্যাঁ | ||||||||||
অন্য তথ্য | |||||||||||
অবস্থা | সক্রিয় | ||||||||||
স্টেশন কোড | VSPR | ||||||||||
জোন(সমূহ) | পূর্ব রেল | ||||||||||
বিভাগ(সমূহ) | হাওড়া | ||||||||||
ইতিহাস | |||||||||||
চালু | ১৯১৩ | ||||||||||
বৈদ্যুতীকরণ | ১৯৯৪ ২৫ কিলো ভোল্ট | ||||||||||
আগের নাম | ইস্ট ইন্ডিয়া কোম্পানি | ||||||||||
পরিসেবাসমূহ | |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
ইতিহাস
প্রাথমিকভাবে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের অন্তর্গত কলকাতা (শিয়ালদহ)-কুষ্টিয়া রেলপথ ১৮৬২ সালে যাত্রী পরিবহনের জন্য খোলা হয়েছিল। হুগলি - কাটোয়া শাখা রেলপথ ১৯১৩ সালে হাওড়া শাখার একটি সম্প্রসারিত অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৯৪ - ৯৬ সালের মধ্যে এই শাখাটি বৈদ্যুতিক ট্রেন চলার উপযুক্ত করা হয়।[2]
অবস্থান
বিষ্ণুপ্রিয়া হল্ট রেলওয়ে স্টেশন স্টেশন পশ্চিমবঙ্গের নবদ্বীপ শহরের উত্তর - পশ্চিমে অবস্থিত। হাওড়া-ব্যান্ডেল-নবদ্বীপ ধাম- কাটোয়া-নিউ জলপাইগুড়ি মধ্য দিয়ে রেলপথটি অগ্রসর হয়েছে। স্টেশন শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে ১১৫ কিলোমিটার ও হাওড়া থেকে ১০৭ কিমি দুরে অবস্থিত এবং ব্যান্ডেল থেকে ৬২ কিমি দূরে নদিয়া জেলায় অবস্থিত।
এই রেল স্টেশনটি নদিয়া ও পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনগুলির একটি।
পরিকাঠামো
দ্বৈত রেল ট্র্যাক স্থাপন করার পর রেলওয়ে স্টেশনে ২ টি প্ল্যাটফর্ম রয়েছে।
বৈদ্যুতিকীকরণ
কাটোয়া-ব্যান্ডেল বিভাগকে ১৯৯৪-১৯৯৬ সালে বিদ্যুতায়িত করা হয়েছে।
তথ্যসূত্র
- Jayashree। "Trains to Bhandartikuri Station - 3 Arrivals ER/Eastern Zone - Railway Enquiry"। indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০১৯-০২-০১।
- "Nabadwip Dham-Patuli DL Railway Line"। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৬, ২০১৮।