বিলকিস

বিলকিস বা সাবার রানী ("মালিকায় সাবা") বা শেবার রানী কোরআন, তাওরাতবাইবেলের পুরাতন নিয়মে উল্লেখিত একজন ঐতিহাসিক চরিত্র যিনি বাদশাহ সুলায়মান বা রাজা সলোমনের সাথে সাক্ষাত করেছিলেন। ইহুদী, আরব্য ও প্রাচ্যের আলোচনায় তিনি অধিকভাবে পরিচিত।[1]

পিয়েরো দেলা ফ্রান্সেসকার অঙ্কিত লেজেন্ড অব দ্য ট্রু ক্রস - রাজা সলোমন/সুলায়মানের সঙ্গে শেবা/সাবার রানীর সাক্ষাৎ)

আরও দেখুন

তথ্যসূত্র

  1. E. Ullendorff (১৯৯১), "BILḲĪS", The Encyclopaedia of Islam, 2 (2nd সংস্করণ), Brill, পৃষ্ঠা 1219–1220

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.