বাংলাদেশের পদমর্যাদা ক্রম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পদমর্যাদা ক্রম হল একটি প্রোটোকল তালিকা বা রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পদ সমূহের ক্রমবিন্যাস। একজন ব্যক্তি যখন একের অধিক পদ ধরে রাখে তখন সর্বোচ্চ পদটি হিসাব করা হয়। এই তালিকাটি শুধুমাত্র রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ ও তাদের আসনের ব্যবস্থা, রাষ্ট্রের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সহ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনের সময় তাদের বিদায় ও অভ্যর্থনা জানানো এবং সমপর্যায়ের বিদেশি অতিথিদের দেশে স্বাগত ও পরে বিদায় জানানোর আনুষ্ঠানিকতার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর কোনো আইনি ভিত্তি নেই। সরকারের দৈনন্দিন কার্যক্ষেত্রেও এটি প্রযোজ্য হয় না বা কোন ভুমিকা রাখে না।

পদমর্যাদা ক্রম

ক্রম পদ
বাংলাদেশের রাষ্ট্রপতি
বাংলাদেশের প্রধানমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকার

বাংলাদেশের প্রধান বিচারপতি

  • মন্ত্রিপরিষদের সদস্য না হয়েও মন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি
  • মন্ত্রীপরিষদের সদস্য
  • ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র[1]
বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ও কমনওয়েলথভুক্ত দেশসমূহের হাইকমিশনারগণ,

সুপ্রিম কোর্টের বিচারকগণ (আপীল বিভাগ)

  • প্রজাতন্ত্রের প্রতিমন্ত্রিগণ
  • সংসদে বিরোধী দলীয় উপনেতা
  • হুইপ
  • প্রধান নির্বাচন কমিশনার
  • পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান
  • সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ
  • এটর্নি জেনারেল,
  • প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিগণ
  • রংপুর সিটির মেয়র
  • নির্বাচন কমিশনারগণ
১০ প্রজাতন্ত্রের উপমন্ত্রিগণ
১১
  • উপমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিবর্গ
  • নারায়ণগঞ্জ সিটির মেয়র
  • বাংলাদেশে নিযুক্ত বিদেশি দূতবর্গ
১২
  • মন্ত্রি পরিষদ সচিব
  • মুখ্য সচিব (প্রধানমন্ত্রীর কার্যালয়)
  • ন্যায়পাল
  • কম্পট্রোলার ও অডিটর জেনারেল
  • সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ
১৩ জাতীয় সংসদ সদস্যগণ
১৪ বাংলাদেশে নিযুক্ত নন এমন সফররত বিদেশি রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ
১৫
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর
  • পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান
  • পুলিশের আইজিপি
  • সিনিয়র সচিব
  • লেঃ জেনারেল ও সমমানের সশস্ত্র বাহিনীর অফিসার গন।
১৬
  • সরকারের সচিবগণ
  • জেলা ও দায়রা জজগণ(স্বীয় দায়িত্বের আওতায়)[2][3][4]
  • সেনাবাহিনীর মেজর জেনারেল এবং নৌ ও বিমান বাহিনীর সমপদমর্যাদার অফিসারগণ
  • RAB প্রধান, পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল
  • বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান
১৭
  • সচিব পদমর্যাদায় অধিষ্ঠিত সরকারি কর্মকর্তাবৃন্দ
  • বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যগণ
  • জাতীয় অধ্যাপকগণ
  • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগের মহাপরিচালক
  • চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ / চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ / অতিরিক্ত জেলা ও দায়রা জজগণ
১৮ পৌর কর্পোরেশনের মেয়রগণ (স্ব স্ব এলাকায়
১৯
  • সরকারের অতিরিক্ত সচিবগণ
  • বাংলাদেশে নিযুক্ত সাময়িক দায়িত্বপ্রাপ্ত বিদেশি রাষ্ট্রদূতগণ
  • বাংলাদেশী রাষ্ট্রদূত ও হাই কমিশনারগণ
  • বিশ্ববিদ্যালয়ের সিলেকশন গ্রেডের প্রফেসরগণ
  • রাষ্ট্রীয় কর্পোরেশনসমূহের চেয়ারম্যান
  • কমিশনের চেয়ারম্যান
  • দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক
২০
  • অতিরিক্ত সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তাগণ
  • বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক
  • রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান
  • জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যগণ
  • পাবলিক সার্ভিস কমিশনের সদস্যগণ
  • সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার
২১
  • সরকারের যুগ্ম সচিবগণ
  • বিভাগীয় কমিশনারগণ (স্ব স্ব দায়িত্বের আওতায়)
  • চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)
  • সেনাবাহিনীর ব্রিগেডিয়ার এবং নৌ ও বিমান বাহিনীর সমপদমর্যাদার অফিসারগণ
  • সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ
২২
  • যুগ্ম সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তাগণ
  • বিভাগীয় কমিশনারগণ (নিজ দায়িত্ব আওতার বাহিরে)
  • পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (স্ব স্ব দায়িত্বের আওতায়)
  • কারা মহাপরিদর্শক
  • সেনাবাহিনীতে পূর্ণ কর্নেল পর্যায়ের অফিসার এবং সম পর্যায়ের নৌ ও বিমান বাহিনীর অফিসারবৃন্দ
২৩
  • অতিরিক্ত কমিশনারগণ (নিজ নিজ দায়িত্বের আওতায়)
  • পৌর কর্পোরেশনের মেয়রগণ (নিজ দায়িত্বের আওতার বাহিরে)
২৪
  • জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগণ (নিজ নিজ দায়িত্বের আওতায়)
  • জেলা প্রশাসক (স্বীয় দায়িত্বের আওতায়)
  • পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (স্বীয় দায়িত্বের আওতা বহির্ভূত)
  • সেনাবাহিনীর লেফটেন্যাণ্ট কর্নেল এবং নৌ ও বিমান বাহিনীর সমপর্যায়ের অফিসারগণ
২৫
  • প্রথম শ্রেণীর পৌরসভার চেয়ারম্যান (স্বীয় দায়িত্বের আওতায়)
  • উপজেলা পরিষদের চেয়ারম্যান (স্বীয় দায়িত্বের আওতায়)
  • সিভিল সার্জন (স্বীয় দায়িত্বের আওতায়)
  • সরকারের উপ সচিবগন
  • সেনাবাহিনীর মেজর পর্যায়ের অফিসার এবং বিমান ও নৌবাহিনীর সমপর্যায়ের অফিসারবৃন্দ
  • পুলিশ সুপার (স্বীয় দায়িত্বের আওতায়)

তথ্যসূত্র

  1. "ঢাকার দুই মেয়র মন্ত্রী ও নারায়ণগঞ্জের মেয়র পেলেন উপ-মন্ত্রীর মর্যাদা"www.mzamin.comদৈনিক মানবজমিন। ২১ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৭
  2. Team, Samakal Online। "ওয়ারেন্ট অব প্রিসিডেন্স: আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ"সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-২৭
  3. "আপিল রায় প্রকাশ: জেলা জজ ও সচিবদের মর্যাদা সমান হবে"bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-২৭
  4. Kantho, Kaler। "সচিবের সমমর্যাদায় জেলা জজ | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-২৭

বহিঃসংযোগ

বাংলাপিডিয়ায় বাংলাদেশের পদমর্যাদা ক্রম

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.