বাংলাদেশের পদমর্যাদা ক্রম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পদমর্যাদা ক্রম হল একটি প্রোটোকল তালিকা বা রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পদ সমূহের ক্রমবিন্যাস। একজন ব্যক্তি যখন একের অধিক পদ ধরে রাখে তখন সর্বোচ্চ পদটি হিসাব করা হয়। এই তালিকাটি শুধুমাত্র রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ ও তাদের আসনের ব্যবস্থা, রাষ্ট্রের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সহ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনের সময় তাদের বিদায় ও অভ্যর্থনা জানানো এবং সমপর্যায়ের বিদেশি অতিথিদের দেশে স্বাগত ও পরে বিদায় জানানোর আনুষ্ঠানিকতার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর কোনো আইনি ভিত্তি নেই। সরকারের দৈনন্দিন কার্যক্ষেত্রেও এটি প্রযোজ্য হয় না বা কোন ভুমিকা রাখে না।
পদমর্যাদা ক্রম |
---|
![]() |
পদমর্যাদা ক্রম
ক্রম | পদ |
---|---|
১ | বাংলাদেশের রাষ্ট্রপতি |
২ | বাংলাদেশের প্রধানমন্ত্রী |
৩ | জাতীয় সংসদের স্পিকার |
৪ | |
৫ |
|
৬ |
|
৭ | বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ও কমনওয়েলথভুক্ত দেশসমূহের হাইকমিশনারগণ,
সুপ্রিম কোর্টের বিচারকগণ (আপীল বিভাগ) |
৮ |
|
৯ |
|
১০ | প্রজাতন্ত্রের উপমন্ত্রিগণ |
১১ |
|
১২ |
|
১৩ | জাতীয় সংসদ সদস্যগণ |
১৪ | বাংলাদেশে নিযুক্ত নন এমন সফররত বিদেশি রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ |
১৫ |
|
১৬ |
|
১৭ |
|
১৮ | পৌর কর্পোরেশনের মেয়রগণ (স্ব স্ব এলাকায় |
১৯ |
|
২০ |
|
২১ |
|
২২ |
|
২৩ |
|
২৪ |
|
২৫ |
|
তথ্যসূত্র
- "ঢাকার দুই মেয়র মন্ত্রী ও নারায়ণগঞ্জের মেয়র পেলেন উপ-মন্ত্রীর মর্যাদা"। www.mzamin.com। দৈনিক মানবজমিন। ২১ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৭।
- Team, Samakal Online। "ওয়ারেন্ট অব প্রিসিডেন্স: আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ"। সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-২৭।
- "আপিল রায় প্রকাশ: জেলা জজ ও সচিবদের মর্যাদা সমান হবে"। bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-২৭।
- Kantho, Kaler। "সচিবের সমমর্যাদায় জেলা জজ | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-২৭।