বাংলাদেশী নাস্তিকদের তালিকা

বাংলাদেশী নাস্তিকদের তালিকা মূলত বাংলাদেশে জন্মগ্রহণকারী নাস্তিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা বাংলাদেশের নাগরিক এবং এদেশে বসবাস করেছেন।

চিত্র নাম তারিখ যে জন্য পরিচিত টিকা
হুমায়ুন আজাদ ১৯৪৭২০০৪ একুশে পদক প্রাপ্ত কবি, ঔপন্যাসিক, গল্পকার, সমালোচক, গবেষক, ভাষাবিজ্ঞানী, কিশোর সাহিত্যিক এবং রাজনীতিক ভাষ্যকার। প্রাথমিকভাবে নারী (১৯৯২) বই লিখে সমালোচিত হয়েছিলেন, এরপর পাক সার জমিন সাদ বাদ (২০০৪) উপন্যাস লিখে সমালোচিত হন; ২০০৪ সালের ফেব্রুয়ারী মাসে দূর্বৃত্তদের হামলার কবলে পড়েন এবং একই বছরের আগস্টে জার্মানিতে আকস্মিকভাবে মারা যান।
তসলিমা নাসরিন ১৯৬২ চিকিৎসক ও সাহিত্যিক। তার রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গসমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষ মানবতাবাদ ও মানবাধিকারের প্রচার করায় ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীদের রোষানলে পড়েন ও তাদের নিকট হতে হত্যার হুমকি পেতে থাকায় ১৯৯৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন।[1]
শামসুর রাহমান ১৯২৯২০০৬ বাংলাদেশের অন্যতম খ্যাতিমান কবি। ধর্মনিরপেক্ষ মানবতাবাদী রচনা। ১৯৯৯ সালের ১৮ জানুয়ারি তার লেখালেখির জন্য হারকাত-উল-জিহাদ-আল-ইসলামি নামক একটি সংগঠন তার বাসভবনে খুন করার পরিকল্পনা করে, তবে তাদের চেষ্টা ব্যার্থ হয়।[2]
অভিজিৎ রায় ১৯৭২২০১৫ বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন প্রকৌশলী, ব্লগার (মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা) ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে একুশে বইমেলা থেকে বের হওয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে।[3][4]
আহমদ শরীফ ১৯২১১৯৯৯ ভাষাবিদ, খ্যাতনামা মনীষী এবং বিংশ শতাব্দীর শেষভাগে আবির্ভূত বাংলা সাহিত্য ও সাংস্কৃতি পরিমণ্ডলের অন্যতম প্রতিভূ। তিনি জন্মসূত্রে মুসলমান হলেও স্বঘোষিত নাস্তিক। স্বঘোষিত নাস্তিক হওয়ার কারণে ধর্মানুসারীরা তাকে মুরতাদ বা ধর্মত্যাগী ঘোষণা করেন।
আহমেদ রাজীব হায়দার ২০১৩ ব্লগার
দাউদ হায়দার ১৯৫২ কবি, লেখক ও সাংবাদিক। সংবাদের সাহিত্যপাতায় "কালো সূর্যের কালো জ্যোৎসায় কালো বন্যায়" শিরোনামে কবিতা প্রকাশিত হবার পর অনেকে ধারণা করে ঐ কবিতায় মুহম্মদ যিশু এবং গৌতম বুদ্ধ সম্পর্কিত অবমাননাকর উক্তি ছিল যা ধর্মানুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিল।
খোন্দকার আশরাফ হোসেন ১৯৫০২০১৩ কবি এবং সাহিত্য সমালোচক। ধর্মনিরপেক্ষ মানবতাবাদী রচনা

আরো দেখুন

তথ্যসূত্র

  1. Ghosh, Subhajyoti। "Why Taslima Nasreen wants to return to Bangladesh"www.bbc.com। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৫
  2. Griswold, Eliza (২৩ জানুয়ারি ২০০৫)। "The Next Islamist Revolution?"The New York Times। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৫
  3. "ব্লগার অভিজিৎ​ রায়কে কুপিয়ে হত্যা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৫ zero width space character in |শিরোনাম= at position 14 (সাহায্য)
  4. "Assailants hack to death writer Avijit Roy, wife injured"। Dhaka: bdnews24.com। ২৬ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.