বাংলাদেশী নাস্তিকদের তালিকা
বাংলাদেশী নাস্তিকদের তালিকা মূলত বাংলাদেশে জন্মগ্রহণকারী নাস্তিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা বাংলাদেশের নাগরিক এবং এদেশে বসবাস করেছেন।
চিত্র | নাম | তারিখ | যে জন্য পরিচিত | টিকা |
---|---|---|---|---|
হুমায়ুন আজাদ | ১৯৪৭–২০০৪ | একুশে পদক প্রাপ্ত কবি, ঔপন্যাসিক, গল্পকার, সমালোচক, গবেষক, ভাষাবিজ্ঞানী, কিশোর সাহিত্যিক এবং রাজনীতিক ভাষ্যকার। | প্রাথমিকভাবে নারী (১৯৯২) বই লিখে সমালোচিত হয়েছিলেন, এরপর পাক সার জমিন সাদ বাদ (২০০৪) উপন্যাস লিখে সমালোচিত হন; ২০০৪ সালের ফেব্রুয়ারী মাসে দূর্বৃত্তদের হামলার কবলে পড়েন এবং একই বছরের আগস্টে জার্মানিতে আকস্মিকভাবে মারা যান। | |
![]() |
তসলিমা নাসরিন | ১৯৬২– | চিকিৎসক ও সাহিত্যিক। | তার রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গসমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষ মানবতাবাদ ও মানবাধিকারের প্রচার করায় ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীদের রোষানলে পড়েন ও তাদের নিকট হতে হত্যার হুমকি পেতে থাকায় ১৯৯৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন।[1] |
![]() |
শামসুর রাহমান | ১৯২৯–২০০৬ | বাংলাদেশের অন্যতম খ্যাতিমান কবি। | ধর্মনিরপেক্ষ মানবতাবাদী রচনা। ১৯৯৯ সালের ১৮ জানুয়ারি তার লেখালেখির জন্য হারকাত-উল-জিহাদ-আল-ইসলামি নামক একটি সংগঠন তার বাসভবনে খুন করার পরিকল্পনা করে, তবে তাদের চেষ্টা ব্যার্থ হয়।[2] |
অভিজিৎ রায় | ১৯৭২–২০১৫ | বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন প্রকৌশলী, ব্লগার (মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা) | ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে একুশে বইমেলা থেকে বের হওয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে।[3][4] | |
![]() |
আহমদ শরীফ | ১৯২১–১৯৯৯ | ভাষাবিদ, খ্যাতনামা মনীষী এবং বিংশ শতাব্দীর শেষভাগে আবির্ভূত বাংলা সাহিত্য ও সাংস্কৃতি পরিমণ্ডলের অন্যতম প্রতিভূ। | তিনি জন্মসূত্রে মুসলমান হলেও স্বঘোষিত নাস্তিক। স্বঘোষিত নাস্তিক হওয়ার কারণে ধর্মানুসারীরা তাকে মুরতাদ বা ধর্মত্যাগী ঘোষণা করেন। |
আহমেদ রাজীব হায়দার | –২০১৩ | ব্লগার | ||
![]() |
দাউদ হায়দার | ১৯৫২– | কবি, লেখক ও সাংবাদিক। | সংবাদের সাহিত্যপাতায় "কালো সূর্যের কালো জ্যোৎসায় কালো বন্যায়" শিরোনামে কবিতা প্রকাশিত হবার পর অনেকে ধারণা করে ঐ কবিতায় মুহম্মদ যিশু এবং গৌতম বুদ্ধ সম্পর্কিত অবমাননাকর উক্তি ছিল যা ধর্মানুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিল। |
![]() |
খোন্দকার আশরাফ হোসেন | ১৯৫০–২০১৩ | কবি এবং সাহিত্য সমালোচক। | ধর্মনিরপেক্ষ মানবতাবাদী রচনা |
আরো দেখুন
তথ্যসূত্র
- Ghosh, Subhajyoti। "Why Taslima Nasreen wants to return to Bangladesh"। www.bbc.com। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৫।
- Griswold, Eliza (২৩ জানুয়ারি ২০০৫)। "The Next Islamist Revolution?"। The New York Times। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৫।
- "ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৫। zero width space character in
|শিরোনাম=
at position 14 (সাহায্য) - "Assailants hack to death writer Avijit Roy, wife injured"। Dhaka: bdnews24.com। ২৬ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৫।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.