ফোরাত কর্ণফুলী কার্পেট ফ্যাক্টরি
ফোরাত কর্ণফুলী কার্পেট ফ্যাক্টরি বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান।[1] এটি রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অধীনস্থ ২৬টি মিলের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের অধীনে থাকা ১০টি প্রতিষ্ঠানের[2] মধ্যকার অন্যতম প্রধান পাটকল।[3]
স্থানীয় নাম | ফোরাত কার্পেট ফ্যাক্টরি ফোরাত কর্ণফুলী কার্পেট ফোরাত কর্ণফুলী ফ্যাক্টরি |
---|---|
সরকারি | |
শিল্প | পাট শিল্প বস্ত্র শিল্প |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৯ |
সদরদপ্তর | রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
পণ্যসমূহ | কার্পেট |
মালিক | বাংলাদেশ পাটকল করপোরেশন |
অবস্থান
এই পাটকলটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় অবস্থিত।[4]
ইতিহাস
এই শিণ্প প্রতিষ্ঠানটি সত্তরের দশকে দাউদ শিল্পগোষ্ঠী কর্তৃক স্থাপিত হয়[4] এবং ১৯৭২ সালে এটিকে জাতীয়করণ করা হয়। লোকসানের অজুহাতে চারদলীয় জোট সরকারের আমলে এটি বন্ধ করে দেয়া হয়; তবে ২০০৮ সালে বেসরকারি খাতে মিলটি পুনরায় চালু করা হয়।[5] পরবর্তী সময়ে, ২০১৩ সালের ২৬ জানুয়ারি,[4] তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মিলটি সরকারিভাবে চালুকরণ উদ্বোধন করেন।[6]
অবকাঠামো
এই বৃহদায়তন প্রতিষ্ঠানটি কে.এফ.ডি. নামক একটি শিল্প-কমপ্লেক্সে অবস্থিত, যেখানে কর্ণফুলী জুট মিলস লিমিটেড এবং ফোরাত কর্ণফুলী কার্পেট ফ্যাক্টরি রয়েছে।[4]
কর্মরত শ্রমিক ও ব্যবস্থাপনা
এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ পাটকল করপোরেশনের অধীনস্থ হওয়ায় এটি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির আদেশ নং ২৭, ১৯৭২ অনুযায়ী অতিরিক্ত সচিব পদমর্যাদার ১ জন চেয়ারম্যান এবং যুগ্ম সচিব পদমযাদার অনুর্ধ্ব ৫ জন পরিচালকের সমন্বয়ে গঠিত একটি পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণে পরিচালিত হয়।[7] বর্তমানে কে.এফ.ডি. (কর্ণফুলী জুট মিলস লিমিটেড এবং ফোরাত কর্ণফুলী কার্পেট ফ্যাক্টরি)-তে প্রায় আটশত শ্রমিক কর্মরত রয়েছে, যাদের মধ্যে তিন-শতাধিক জন নারী শ্রমিক।[4]
উৎপাদিত পণ্য
- কার্পেট বেকিং কাপড়।
আরও দেখুন
তথ্যসূত্র
- "রাঙ্গুনিয়ার দুটি পাটকল ফের চালুর সিদ্ধান্ত"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম - অনলাইন ভার্সন। ৯ ফেব্রুয়ারী ২০১১। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯।
- "জনবল সংকটে চট্টগ্রামের ১০ রাষ্ট্রায়ত্ত পাটকল"। দৈনিক যুগান্তর। ৬ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯।
- "রাষ্ট্রায়ত্ত ২৬ পাটকল আধুনিকায়ন করবে চীন"। দৈনিক বণিক বার্তা। ২০ আগস্ট ২০১৪। ২০১৯-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯।
- "কাঁচামালের অভাবে বন্ধ হওয়ার পথে রাঙ্গুনিয়া কর্ণফুলী জুট মিল"। দৈনিক সংগ্রাম। ৩ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯।
- "সরকারিভাবে চালু হচ্ছে কর্ণফুলী জুট ও ফোরাত কার্পেট মিল"। রাইজিংবিডি ডট কম। ২৫ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯।
- "নৌকা মার্কায় ভোট দিয়ে দেশসেবার সুযোগ দিন"। দৈনিক ইত্তেফাক। ২৭ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯।
- "বাংলাদেশ পাটকল করপোরেশন"। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৪ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।