ফার্নান্দো লরেন্ত

ফার্নান্দো জাভিয়ের লরেন্ত তরেস (ইংরেজি: Fernando Javier Llorente Torres); (স্পেনীয় উচ্চারণ: [ferˈnando ʝoˈɾente ˈtores]; জন্মঃ ২৬ ফেব্রুয়ারি ১৯৮৫), ডাকনাম আই রে লিওন ("The Lion King" স্পেনীয় ভাষায়),[2] হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়; যিনি একজন স্ট্রাইকার হিসেবে ইতালির ক্লাব জুভেন্টাস এর হয়ে খেলে থাকেন।

ফার্নান্দো লরেন্ত
লরেন্ত ২০১৩ জুভেন্টাসে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফার্নান্দো জাভিয়ের লরেন্ত তরেস[1]
জন্ম (1985-02-26) ২৬ ফেব্রুয়ারি ১৯৮৫
জন্ম স্থান প্যাম্পলোনা, স্পেন
উচ্চতা ১.৯৫ মি (৬ ফু ৫ ইঞ্চি)
মাঠে অবস্থান স্ট্রাইকার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব জুভেন্টাস
জার্সি নম্বর ১৪
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৯৪–১৯৯৫ এফসি ফিউনেস
১৯৯৫–১৯৯৬ রিভার ইবরো
১৯৯৬–২০০৩ অ্যাথলেতিক বিলবাও
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৩–২০০৪ বাস্কনিয়া ৩৩ (১২)
২০০৪–২০০৫ বিলবাও অ্যাথলেতিক ১৬ (৪)
২০০৫–২০১৩ অ্যাথলেতিক বিলবাও ২৬২ (৮৫)
২০১৩– জুভেন্টাস ৩৪ (১৬)
জাতীয় দল
২০০৩ স্পেন অনূর্ধ্ব-১৭ (২)
২০০৫ স্পেন অনূর্ধ্ব-২০ (৫)
২০০৫–২০০৬ স্পেন অনূর্ধ্ব-২১ (৫)
২০০৮ – স্পেন ২৪ (৭)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ০০:০০, ১৯ মে ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ০২:০০, ২০ নভেম্বর ২০১৩ (ইউ্টিসি) তারিখ অনুযায়ী সঠিক।

পরিসংখ্যান

ক্লাব

১৮ মে ২০১৪ পর্যন্ত হালনাগাদকৃত।[3]
ক্লাব লীগ মৌসুম লীগ কাপ ইউরোপ মোট
এপসগোলএপসগোলএপসগোলএপসগোল
বাস্কনিয়া তার্সিরা ডিভিশন ২০০৩–০৪৩৩১২৩৩১২
মোট৩৩১২৩৩১২
এ্যাথলেটিক বিলবাও লা লিগা
২০০৪–০৫ ১৫২০
২০০৫–০৬ ২২২৫
২০০৬–০৭ ২৩২৪
২০০৭–০৮ ৩৫১১৪০১২
২০০৮–০৯ ৩৪১৪৪৩১৮
২০০৯–১০ ৩৭১৪[a]১১৫১২৩
২০১০–১১ ৩৮১৮৪১১৯
২০১১–১২ ৩২১৭১৫৫৩২৯
২০১২–১৩ ২৬৩৬
মোট২৬২৮৫৩৬১৭৩৫১৬৩৩৩১১৮
জুভেন্টাস সিরি এ ২০১৩–১৪ ৩৩১৬১০৪৪১৮
মোট৩৩১৬১০৪৪১৮
কর্মজীবনের সর্বমোট ৩২৮১১৩৩৭১৭৪৫১৮৪১০১৪৮
২০০৯-১০ সালের সকল কাপ ও ২০০৯ সালের ১টি স্পেনীয় সুপার কাপ উপস্থিতি অন্তর্ভুক্ত করা হয়েছে

আন্তর্জাতিক

১৯ নভেম্বর ২০১৩ তারিখ পর্যন্ত হালনাগাদ
স্পেন
বছরএপসগোল
২০০৮
২০০৯
২০১
২০১১
২০১২
২০১৩
মোট২৪

প্রতিনিধি

১৩ আগষ্ট ২০১২ তারিখ পর্যন্ত হালনাগাদ.
বাস্ক দেশ
বছরএপসগোল
২০০৫
২০০৬
২০০৭

অর্জন

লরেন্ত ২০১২ সালের বার্সেলোনারবিরুদ্ধ খেলছেন

ক্লাব

এ্যাথলেটিক বিলবাও
জুভেন্টাস
  • সিরি এ: ২০১৩–১৪
  • সুপারকোপা ইতালিয়ানা: ২০১৩

দেশীয়

  • ফিফা বিশ্বকাপ: ২০১০
  • উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ: ২০১২
  • ফিফা কনফেডারেশন কাপ: ৩য়-স্থান ২০০৯
  • উয়েফা-ক্যাফ মেরিডিয়ান কাপ: ২০০৩

ব্যক্তিগত

সজ্জা

  • গোল্ডা মেডেল অব দ্যা রয়াল অর্ডার অব স্পোর্টিং মেরিট: ২০১১[4]

তথ্যসূত্র

  1. "FIFA World Cup South Africa 2010: List of players" (PDF)। FIFA.com। ৪ জুন ২০১০। পৃষ্ঠা 29। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৩
  2. "Un 'rey león' en el área" [A 'lion king' in the box] (Spanish ভাষায়)। Diario AS। ২৬ মে ২০১০। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১০
  3. "Llorente"। Soccerway। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৪
  4. "Los campeones del mundo de fútbol ya tienen la Real Orden del Mérito Deportivo" [The football World Champions already have the Royal Order of Sporting Merit] (Spanish ভাষায়)। El Mundo Deportivo। ৫ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.