প্রস্থানত্রয়
প্রস্থানত্রয় বা প্রস্থানত্রয়ী (সংস্কৃত: प्रस्थानत्रयी, IAST: Prasthānatrayī) বলতে হিন্দু দর্শনের (প্রধানত বেদান্ত দর্শন তিনটি প্রধান ধর্মগ্রন্থকে বোঝায়। এগুলি হল:[1]
- উপনিষদ্ বা উপদেশ-প্রস্থান বা শ্রুতি-প্রস্থান
- ব্রহ্মসূত্র বা ন্যায়-প্রস্থান বা যুক্তি-প্রস্থান
- ভগবদ্গীতা বা সাধন-প্রস্থান বা স্মৃতি-প্রস্থান
হিন্দু ধর্মগ্রন্থ |
---|
![]() |
অন্যান্য ধর্মগ্রন্থ
|
আনুষঙ্গিক ধর্মগ্রন্থ |
|
|
শাস্ত্র ও সূত্র
|
কালপঞ্জি
|
প্রধান উপনিষদের সংখ্যা বারো বা তেরো। এছাড়াও অসংখ্য অপ্রধান উপনিষদ রয়েছে। ভগবদ্গীতা মহাভারত-এর অংশ। ব্রহ্মসূত্র (বা বেদান্ত-সূত্র) হল উপনিষদ ও গীতার বিস্তারিত ব্যাখ্যা।
বেদান্ত দর্শনের প্রধান তিনটি শাখার প্রবর্তক, যথা, আদি শঙ্কর, রামানুজাচার্য, নিম্বার্কাঁচার্য ও মাধবাচার্য প্রস্থানত্রয়ের ভাষ্য লিখেছেন।
আরও দেখুন
তথ্যসূত্র
- Vepa, Kosla. The Dhaarmik Traditions. Indic Studies Foundation.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.