পঞ্চতন্ত্র

পঞ্চতন্ত্র সংস্কৃত ভাষায় রচিত একটি প্রাচীন গ্রন্থ ৷ রচয়িতা কবি বিষ্ণু শর্মা ৷ তবে এই গ্রন্থের মূল পাণ্ডুলিপি পাওয়া যায় নি ৷ নানা উপদেশমূলক গল্পের সঙ্কলন এই গ্রন্থ ৷ জীবনের পথের নানা উপদেশ এই গ্রন্থের নানা গল্পের উদাহরণের মধ্যে তুলে ধরা হয়েছে ৷ গ্রন্থটি ৫ টি তন্ত্রে বিভক্ত ৷ এগুলি হল :

  • মিত্রভেদ
  • মিত্রপ্রাপ্তি
  • কাকোলুকীয়
  • লব্ধপ্রনাশ
  • অপরিক্ষিতকারক
The first page of oldest surviving Panchatantra text in Sanskrit[1]
An 18th-century Pancatantra manuscript page in Braj dialect of Hindi (The Talkative Turtle)
A Panchatantra relief at the Mendut temple, Central Java, Indonesia

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.