প্রবীর সেন
প্রবীর কুমার সেন বা খোকন সেন (জন্ম-৩১ মে ১৯২৬, কুমিল্লা (বর্তমান ব্রাহ্মণবাড়িয়া) ; মৃত্যু ২৭ জানুয়ারী ১৯৭০ কোলকাতা) ছিলেন একজন খ্যাতনামা ভারতীয় টেস্ট ক্রিকে্টার যিনি ১৯৪৮ থেকে ১৯৫২ পর্যন্ত ১৪ টি টেস্টে দেশের প্রতিনিধিত্ব করেছিলে্ন। তার পিতা অমিয় সেন ও মাতা বাসন্তি সেন।
![]() সেন দ্বিতীয় এলিজাবেথের সাথে হাথ মেলানো অবস্থায়, জুন ১৯৫২। | ||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | প্রবীর কুমার সেন | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ব্রাহ্মণবাড়ীয়া, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ) | ৩১ মে ১৯২৬|||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যু | ২৭ জানুয়ারি ১৯৭০ ৪৩) দক্ষিণ কলিকাতা (বর্তমান কলকাতা), পশ্চিমবঙ্গ, ভারত | (বয়স|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | উইকেট-রক্ষক | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় পার্শ্ব | ||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
কৃতিত্ব
তিনি মূলত উইকেট কীপার হিসেবে খ্যাতি অর্জন করলেও ব্যাট ও বলেও হাত ভাল ছিল তার। ১৯৪৭-৪৮ সালে অস্ট্রেলিয়া টেস্ট সফরে প্রথম সুযোগ পান। শক্তিশালী অস্ট্রেলিয়া দলের প্রধান ও বিশ্ব ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকে স্ট্যাম্প আউট করে পরিচিতি পান। ১৯৫১ সালের 'ইন্ডিয়ান ক্রিকেট' সংস্করনে তাকে ভারতের শ্রেষ্ঠ ক্রিকেট খেলোয়াড় উপাধিতে ভূষিত করা হয়। ১৯৫২ সালে ইংল্যান্ড সফর করেন। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর খবরের কাগজে বিশেষজ্ঞের মতামত দিতেন তিনি।
তথ্যসূত্র
- ক্রিকইনফো পরিলেখ
- CricketArchive Profile
- Teams Khokhan Sen played for
- Stats & Records
- Our Men Behind The Wicket
- Scorecard at Adelaide Oval: Bradman getting stumped in the 2nd innings after scoring a double hundrrd in the first innings
- First-class Batting and Fielding On Each Ground by Khokhan Sen
- Ranabir Sen profile
- Wisden - Obituaries in 1970