পার্স টুডে

আইআরআইবি ওয়ার্ল্ড সার্ভিস, ইরানের সরকারি আন্তর্জাতিক সম্প্রচার রেডিও নেটওয়ার্ক। যার অপর নাম পার্স টুডে। আইআরআইবি ওয়ার্ল্ড সার্ভিস বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ৩২ টি ভাষায় সম্প্রচার চালু আছে।

রেডিও পার্স টুডে - আইআরআইবি ওয়াল্ড সার্ভিস
ধরনরেডিও তরঙ্গ
দেশইরান
প্রাপ্যতাআন্তর্জাতিক
মালিকানাইসলামী প্রজাতন্ত্রের ইরান সম্প্রচার
আরম্ভের তারিখ
১৯৫৬
অফিসিয়াল ওয়েবসাইট
www.ws.irib.ir

ইতিহাস

১৯৫৬ সালে ইরানের ইতিহাস ও সংস্কৃতি এবং এর বিভিন্ন অঞ্চল এবং ঐতিহাসিক স্থানের সাথে বিভিন্ন বিশ্বের দেশকে পরিচিত করার লক্ষ্যে রেডিও নেটওয়ার্কটি কাজ শুরু করে। ইরান বিপ্লবের পরে, বিপ্লবের অবস্থানগুলি এবং ইসলামিক প্রজাতন্ত্র ব্যবস্থার আদর্শকে বিশদভাবে রেডিওর এজেন্ডায় উচ্চ করে দেওয়া হয়েছিল। [1]

বৈশিষ্ট্য

পার্স রেডিওর শিডিউলে নিউজ এবং টকশো প্রোগ্রাম, রাজনৈতিক ও ধর্মীয় মন্তব্য, বিভিন্ন সিরিজ এবং বিশেষ অনুষ্ঠানের বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত রয়েছে।

ভাষাসমূহ

আইআরআইবি ওয়ার্ল্ড সার্ভিস বর্তমানে ৩২ টি ভাষায় সম্প্রচার করে:

ইংরেজি রেডিও

ইংরেজি রেডিও হয় ইংরেজি ভাষা ওয়ার্ল্ড সার্ভিস আউটপুট মধ্যে লিসেনারের লক্ষ্য ইংরেজি ভাষাভাষী বিশ্ব । [1] ভয়েস অফ জাস্টিস একটি ৬০ মিনিটের দীর্ঘ প্রোগ্রামিং ব্লক, যা আমেরিকা যুক্তরাষ্ট্রের শ্রোতাদের লক্ষ্য। [2]

আরো দেখুন

  • ইসলামিক প্রজাতন্ত্রের ইরান সম্প্রচার

তথ্যসূত্র

  1. About us: IRIB English Radio ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ মে ২০১৭ তারিখে. Retrieved on 15 August 2014.
  2. Voice of Justice ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ মার্চ ২০১৬ তারিখে, clandestineradio.com. Retrieved on 15 August 2014.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.