পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন

পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন (উর্দু: پاكِستان ٹیلی وژن نیٹ ورک; রিপোর্টিং নাম: পিটিভি) হল একটি সরকারী এবং বাণিজ্যিকভাবে সম্প্রচারকারী টেলিভিশন নেটওয়ার্ক চ্যানেল। চ্যানেলটি রাষ্ট্রায়ত্ত নিয়ন্ত্রিত মেগা কর্পোরেশন একটি অংশবিশেষ হিসেবে সর্বসাধারনের সেবার নিমিত্তে নিবেদিত। এটির সদর দপ্তর পাকিস্তানের ইসলামাবাদ অবস্থিত।

পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন
Pakistan Television Corporation
Mass Media
ব্যবসা হিসেবেপিটিভি
শিল্পমিডিয়া শিল্প
প্রতিষ্ঠাকাল২৬ নভেম্বর ১৯৬৪ (1964-11-26)
সদরদপ্তরলাহোর, করাচী, ইসলামাবাদ, পেশোয়ার, কোয়েটা, মুজাফরাবাদ, এজেকে এবং মুলতান, পাকিস্তান
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
দেশব্যাপী
প্রধান ব্যক্তি
মুহাম্মদ মল্লিক
(পরিচালন অধিকর্তা)
ড. ম. খালিদ জিয়া রামায়
(জেনারেল ম্যানেজার মার্কেটিং পিটিভি নিউজ)
তথ্য মন্ত্রণালয়, ব্রডকাস্টিং এবং জাতীয় ঐতিহ্য (পাকিস্তান)
আয় Rs. ৩৫০০ মি
বিক্রয় আয়
Rs. ১৭১.৮
নীট আয়
Rs. ৩৮ মি
মোট সম্পদ Rs. 287Mn— Rs. 143.1Mn
মালিকপাকিস্তান সরকার
কর্মীসংখ্যা
~৬,০০০
মূল প্রতিষ্ঠানপাকিস্তান ব্রডকাস্টিং কর্পোরেশন
ওয়েবসাইটptv.com.pk

চ্যানেলসমূহ

পিটিভি দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়ামধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ এবং উত্তর আমেরিকা মধ্যে উপগ্রহের মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে। নির্বাচিত অনুষ্ঠানমালাসমূহ প্রাইম টিভি চ্যানেলে ২০০৬ সালের ২২শে এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্য, ইউরোপ এবং উত্তর আমেরিকায় (পিটিভির সঙ্গে অংশীদারত্বমূলকভাবে) দেখা যায়। ২০০৬ সালের ২২ এপ্রিল তারিখে পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের আয়োজনে আমেরিকাসহ বিশ্বের বিদেশী দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার শুরু করে। অবশেষে ২০১৬ সালের জানুয়ারীতে এটি পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়।

পিটিভি নিম্নলিখিত চ্যানেল পরিচালনা করে থাকে:

পিটিভির ব্যক্তিবর্গ

PTV's New Redesigned Logos
  • আঘা নাসির - পিটিভির প্রযোজক/অনুষ্ঠানমালার পরিচালক
  • কুনোয়ার আফতাব আহমেদ - পিটিভির নাটক ধারাবাহিকের পরিচালক
  • আনোয়ার হোসেন - লাহোর সেন্টারের পিটিভির অভিনেতা
  • আখতার ওয়াকার আজীম- পিটিভি লাহোর কেন্দ্রের অনুষ্ঠানমালার প্রযোজক
  • সৈয়দ আফতাব আযীম - পিটিভি লাহোর কেন্দ্রের অনুষ্ঠানমালার প্রযোজক
  • আশফাক আহমেদ - পিটিভির ধারাবাহিকের লেখক
  • জিয়া মহিউদ্দীন - ১৯৭০ সাল থেকে পিটিভির উপস্থাপক
  • মুনাজা হাশমী - ১৯৭০ সাল থেকে পিটিভি অনুষ্ঠানমালার প্রযোজক (প্রখ্যাত কবি ফয়েজ আহমেদ ফয়েজ এর কন্যা)
  • আশরাফ আযীম
  • ফজিলা কাজী
  • ফেরদৌস জামাল
  • কাভি খান
  • কাশিফ মেহমুদ
  • ইরফান খুসাত
  • আয়েশা সানা
  • মঈন আখতার
  • সোহেল আহমেদ
  • তারিক আজিজ
  • শোয়েব মনসুর
  • আহসান কাদির হাশমী
  • ইকবাল আনসারী
  • আমজাদ ইসলাম আমজাদ- পিটিভি ধারাবাহিকের লেখক
  • ঘায়ুর আখতার
  • মুহাম্মদ ঘায়াস উদ্দিন
  • মাসুদ আখতার
  • আওরঙ্গজেব লঘারি
  • মান্নু ভাই- পিটিভি ধারাবাহিকের লেখক
  • রশিদ মেহমুদ
  • ফররুখ সোহেল গইন্দি
  • ওবায়দুল্লাহ বেগ
  • জাহিদ ইকবাল মির্জা
  • মর্তুজা বেগ
  • সিদ্দিক ইসমাইল - নাত খাজান
  • ক্বারী আব্দুল মজিদ নূর
  • দিলদার পারভেজ ভাট্টি
  • মুহাম্মদ ফারুক
  • ফাতিমা সুরাইয়া বাজ্জা
  • ইশরাত আনসারী
  • জাভেদ জব্বার
  • মীরান জব্বার
  • মোহাম্মদ ইহমেশামউদ্দীন
  • জানুয়ারী মুহাম্মদ বালুচ
  • তুফাইল নিয়াজী - একটি বিখ্যাত লোক গায়ক এবং পিটিভি অভিনয়কারী
  • আনোয়ার সাজ্জাদ - পিটিভি নাটকগুলোর লেখক
  • সাদিয়া ইমাম
  • রউফ খালিদ
  • সাদিয়া আফজাল
  • ফয়েজ আহমেদ মীরান
  • মুহাম্মদ উমর
  • তারিক মাইরাজ
  • ইকবাল হাসান খান
  • জাফর মাইরাজ
  • তাওসীক হায়দার
  • কানওয়াল মাসুদ
  • আমজাদ বুখারী
  • কানওয়াল নাসির
  • মুসতানসার হোসেন তারার- পিটিভি উপস্থাপক
  • মনজুর কোরেশী
  • জাফর মালিক, নির্বাহী প্রযোজক সংবাদ সম্প্রচারক
  • আসমাতুল্লাহ নিয়াজী
  • ইকবাল জামিল
  • আলম লহর- প্রখ্যাত লোক গায়ক এবং পিটিভি অভিনেতা
  • লিদ মাহমুদ খান
  • ইঞ্জিনিয়ার ইন্তেজার বালুচ
  • ইঞ্জিনিয়ার মুহাম্মদ আজহার মর্তুজা
  • ফারুক

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.