পিটিভি হোম

পিটিভি হোম অথবা পিটিভি হল পাকিস্তান টেলিভিশন করপোরেশন এর টেলিভিশন চ্যানেল এবং পাকিস্তানে টেরিস্টরাল টেলিভিশন নেটওয়ার্ক এর মাধ্যমে বহুল ব্যবহৃত চ্যানেল। এছাড়াও চ্যানেলটি বিশ্বব্যাপী উপগ্রহ মাধ্যমে দেখা যায়।[1] চ্যানেলটি দেশটির জাতীয়ভাবে সবচেয়ে বেশী দর্শকসংখ্যা রয়েছে। চ্যানেলটি টেরিসট্রায়াল স্যাটেলাইট এর মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানমালা সম্প্রচারিত করে থাকে; উদাহরণস্বরূপ; পাকিস্তানের ক্রিকেট ম্যাচ এবং অন্যান্য পেশাদার ক্রীড়া অনুষ্ঠান সরাসরি দেখান হয়ে থাকে।

পিটিভি হোম
পিটিভি হোম লোগো
উদ্বোধননভেম্বর ২৬, ১৯৬১ (পাকিস্তান)
মালিকানাপাকিস্তান টেলিভিশন কর্পোরেশন
দেশপাকিস্তান
প্রধান কার্যালয়ইসলামাবাদ, পাকিস্তান
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
পিটিভি নিউজ
পিটিভি স্পোর্টস
পিটিভি ন্যাশনাল
পিটিভি বলান
পিটিভি গ্লোবাল
এজেকে টিভি
পিটিভি ওয়ার্ল্ড
ওয়েবসাইটhome.ptv.com.pk
প্রাপ্তিস্থান
টেরেস্ট্রিয়াল
অ্যানালগভিএইচএফ ব্যান্ড
ক্যাবল
এবিএনএক্সিস (মালয়েশিয়া)চ্যানেল ৭৭১

বর্তমান সম্প্রচারিত অুনুষ্ঠান

খবর
  • খবরনামা
নাটক
  • জনম জলি
  • আনুশকা
  • সাহেলিয়ান
  • ম্যান আকেলি রাহ গায়ে
  • কোক কাহানি
অনুষ্ঠানমালা
  • মিনা বাজার
অন্যান্য
  • টুক দ্যা লাইটার সাইড অব লাইফ
পূর্বে সম্প্রচারিত অনুষ্ঠানমালা
  • বিনতে-ই-আদম
  • কাগজ কায় ফুল
  • রঙ্গীল পুর

তথ্যসূত্র

  1. "Most Popular Terrestrial Channel in Pakistan"। ২৫ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.