নোবেল পুরস্কার বিজয়ী কৃষ্ণাঙ্গদের তালিকা

১৯০১ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়। ঐ বৎসর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্য সাধারণ গবেষণাউদ্ভাবন এবং মানবকল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে। মোট ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হল: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি[1] নোবেল পুরস্কারকে এ সকল ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়।[2]

এসব কৃষ্ণাঙ্গ নোবেল বিজয়ীরা নোবেল পুরষ্কারের ৬টি ক্ষেত্রের ৩টিতে নোবেল পুরষ্কার অর্জন করেছে। সেগুলো হল: শান্তি, অর্থনীতি ও সাহিত্যে। প্রথম কৃষ্ণাঙ্গ নোবেল বিজয়ী হচ্ছেন আমেরিকার রালফ বাঞ্চি, তিনি ১৯৫০ সালে নোবেল শান্তি পুরষ্কার লাভ করেন। অতি সাম্প্রতিক সময় ২০১৮-এ নোবেল শান্তি পুরষ্কার লাভ করেন ডেনিস মুকওয়েজি

দুইজন কৃষ্ণাঙ্গ নোবেল বিজয়ী – বারাক ওবামা এবং এলেন জনসন সারলিফ – তারা তাদের দেশের রাষ্ট্রপতি ছিলেন যখন তারা পুরস্কার পেয়েছিলেন। ২০১৮-এর হিসেবে, ১৫জন কৃষ্ণাঙ্গ ব্যক্তি নোবেল পুরষ্কার লাভ করেছেন।

বিজয়ী

Yearছবিবিজয়ীদেশশ্রেণীমন্তব্য
১৯৫০ রালফ বাঞ্চি  মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি নোবেল বিজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ Prize[3]
১৯৬০ আলবার্ট জন লুথুলি  দক্ষিণ আফ্রিকা শান্তি নোবেল বিজয়ী প্রথম আফ্রিকান কৃষ্ণাঙ্গ
১৯৬৪ মার্টিন লুথার কিং, জুনিয়র  মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি নোবেল বিজয়ী সর্বকনিষ্ঠ আফ্রিকান-আমেরিকান
১৯৭৯ আর্থার লিউইস  সেন্ট লুসিয়া অর্থনীতি প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র অর্থনীতিতে নোবেল বিজয়ী কৃষ্ণাঙ্গ; নোবেল বিজয়ী প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান[4]
১৯৮৪ ডেসমন্ড টুটু  দক্ষিণ আফ্রিকা শান্তি
১৯৮৬ ওলে সোয়েনকা  নাইজেরিয়া সাহিত্য সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ[5]
১৯৯২ ডেরেক ওয়ালকট‌[6]  সেন্ট লুসিয়া সাহিত্য
১৯৯৩ টনি মরিসন  মার্কিন যুক্তরাষ্ট্র সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ নারী[7]
১৯৯৩ নেলসন ম্যান্ডেলা  দক্ষিণ আফ্রিকা শান্তি
২০০১ কফি আনান  ঘানা শান্তি
২০০৪ ওয়াঙ্গেরী মাথেই  কেনিয়া শান্তি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রথম এবং একমাত্র পরিবেশবাদী কৃষ্ণাঙ্গ আফ্রিকান নারী
২০০৯ বারাক ওবামা  মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি
২০১১ এলেন জনসন সারলিফ  লাইবেরিয়া শান্তি
২০১১ লেহমাহ বয়ই  লাইবেরিয়া শান্তি
২০১৮ ডেনিস মুকওয়েজি  গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র শান্তি

তথ্যসূত্র

  1. কোন দেশে সবচেয়ে মেধাবীরা থাকে? 8 October 2010. Retrieved 6 December 2011.
  2. Shalev, Baruch Aba (2005). 100 years of Nobel prizes
  3. Ralph Bunche, PBS.
  4. "Unsung Heroes"Time। ২০০৭-১২-০১। সংগ্রহের তারিখ ২০১০-০৫-০৮
  5. "Wole Soyinka Biography"Nobelprize.org
  6. http://www.math.buffalo.edu/~sww/poetry/walcott_derek.html#bio/biblio
  7. Grimes, William (১৯৮৩-১০-০৮)। "Toni Morrison Is '93 Winner of Nobel Prize in Literature"। New York Times। সংগ্রহের তারিখ ২০১০-০৫-০৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.