নোবেল পুরস্কার বিজয়ী কৃষ্ণাঙ্গদের তালিকা
১৯০১ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়। ঐ বৎসর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্য সাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে। মোট ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হল: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি।[1] নোবেল পুরস্কারকে এ সকল ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়।[2]
এসব কৃষ্ণাঙ্গ নোবেল বিজয়ীরা নোবেল পুরষ্কারের ৬টি ক্ষেত্রের ৩টিতে নোবেল পুরষ্কার অর্জন করেছে। সেগুলো হল: শান্তি, অর্থনীতি ও সাহিত্যে। প্রথম কৃষ্ণাঙ্গ নোবেল বিজয়ী হচ্ছেন আমেরিকার রালফ বাঞ্চি, তিনি ১৯৫০ সালে নোবেল শান্তি পুরষ্কার লাভ করেন। অতি সাম্প্রতিক সময় ২০১৮-এ নোবেল শান্তি পুরষ্কার লাভ করেন ডেনিস মুকওয়েজি
দুইজন কৃষ্ণাঙ্গ নোবেল বিজয়ী – বারাক ওবামা এবং এলেন জনসন সারলিফ – তারা তাদের দেশের রাষ্ট্রপতি ছিলেন যখন তারা পুরস্কার পেয়েছিলেন। ২০১৮-এর হিসেবে, ১৫জন কৃষ্ণাঙ্গ ব্যক্তি নোবেল পুরষ্কার লাভ করেছেন।
বিজয়ী
Year | ছবি | বিজয়ী | দেশ | শ্রেণী | মন্তব্য |
---|---|---|---|---|---|
১৯৫০ | ![]() |
রালফ বাঞ্চি | ![]() |
শান্তি | নোবেল বিজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ Prize[3] |
১৯৬০ | ![]() |
আলবার্ট জন লুথুলি | ![]() |
শান্তি | নোবেল বিজয়ী প্রথম আফ্রিকান কৃষ্ণাঙ্গ |
১৯৬৪ | ![]() |
মার্টিন লুথার কিং, জুনিয়র | ![]() |
শান্তি | নোবেল বিজয়ী সর্বকনিষ্ঠ আফ্রিকান-আমেরিকান |
১৯৭৯ | ![]() |
আর্থার লিউইস | ![]() |
অর্থনীতি | প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র অর্থনীতিতে নোবেল বিজয়ী কৃষ্ণাঙ্গ; নোবেল বিজয়ী প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান[4] |
১৯৮৪ | ![]() |
ডেসমন্ড টুটু | ![]() |
শান্তি | |
১৯৮৬ | ![]() |
ওলে সোয়েনকা | ![]() |
সাহিত্য | সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ[5] |
১৯৯২ | ![]() |
ডেরেক ওয়ালকট[6] | ![]() |
সাহিত্য | |
১৯৯৩ | ![]() |
টনি মরিসন | ![]() |
সাহিত্য | নোবেল পুরস্কার বিজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ নারী[7] |
১৯৯৩ | ![]() |
নেলসন ম্যান্ডেলা | ![]() |
শান্তি | |
২০০১ | ![]() |
কফি আনান | ![]() |
শান্তি | |
২০০৪ | ![]() |
ওয়াঙ্গেরী মাথেই | ![]() |
শান্তি | নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রথম এবং একমাত্র পরিবেশবাদী কৃষ্ণাঙ্গ আফ্রিকান নারী |
২০০৯ | ![]() |
বারাক ওবামা | ![]() |
শান্তি | |
২০১১ | ![]() |
এলেন জনসন সারলিফ | ![]() |
শান্তি | |
২০১১ | ![]() |
লেহমাহ বয়ই | ![]() |
শান্তি | |
২০১৮ | ![]() |
ডেনিস মুকওয়েজি | ![]() |
শান্তি |
তথ্যসূত্র
- কোন দেশে সবচেয়ে মেধাবীরা থাকে? 8 October 2010. Retrieved 6 December 2011.
- Shalev, Baruch Aba (2005). 100 years of Nobel prizes
- Ralph Bunche, PBS.
- "Unsung Heroes"। Time। ২০০৭-১২-০১। সংগ্রহের তারিখ ২০১০-০৫-০৮।
- "Wole Soyinka Biography"। Nobelprize.org।
- http://www.math.buffalo.edu/~sww/poetry/walcott_derek.html#bio/biblio
- Grimes, William (১৯৮৩-১০-০৮)। "Toni Morrison Is '93 Winner of Nobel Prize in Literature"। New York Times। সংগ্রহের তারিখ ২০১০-০৫-০৮।