নির্ভরশীল অঞ্চলসমূহের পতাকা

এই সংক্ষিপ্ত বিবরণীতে নির্ভরশীল অঞ্চল এবং অন্যান্য বিশেষ সার্বভৌমত্ব এলাকার পতাকা রয়েছে।

অস্ট্রেলিয়া

ক্রিসমাস দ্বীপের জাতীয় পতাকা
কোকোস (কিলিং) দ্বীপপুঞ্জের জাতীয় পতাকা
নরফোক দ্বীপের জাতীয় পতাকা

চিলি

ইস্টার দ্বীপের জাতীয় পতাকা

চীন

হংকংয়ের জাতীয় পতাকা
মাকাওয়ের জাতীয় পতাকা

ডেনমার্ক

গ্রিনল্যান্ডের জাতীয় পতাকা
ফ্যারো দ্বীপপুঞ্জের জাতীয় পতাকা

ফিনল্যান্ড

অলান্দ দ্বীপপুঞ্জের জাতীয় পতাকা

ফ্রান্স

ফরাসি দক্ষিণ এবং অ্যান্টার্কটিক ভূমির জাতীয় পতাকা
ফরাসি পলিনেশিয়ার জাতীয় পতাকা
ওয়ালিস এবং ফুটুনার পতাকা (অনুমোদনহীন)
সাঁ বার্থলোমির পতাকা (অনুমোদনহীন)
সাঁ পিয়ের ও মিক‌লোঁর পতাকা (অনুমোদনহীন)
নিউ ক্যালিডোনিয়ার জাতীয় পতাকা

নোট: নিউ ক্যালিডোনিয়ার পতাকা ২০১০ থেকে ফরাসি জাতীয় পতাকা পাশাপাশি তার অফিসিয়াল অবস্থা অর্জন করেছে। [1]

নেদারল্যান্ডস

দেশ

আরুবার জাতীয় পতাকা
কুরাকাও দ্বীপের জাতীয় পতাকা
সিন্ট মারর্টেনের জাতীয় পতাকা

পাবলিক সংস্থা

বোনাইরের জাতীয় পতাকা
সাবার জাতীয় পতাকা
সিন্ট এউস্তাতিউসের জাতীয় পতাকা

নিউজিল্যান্ড

কুক দ্বীপপুঞ্জের জাতীয় পতাকা
টোকেলাউয়ের জাতীয় পতাকা
নিউইয়ের জাতীয় পতাকা

যুক্তরাজ্য

ব্রিটিশ রাজকীয় উপনিবেশসমূহ

অলডার্নের জাতীয় পতাকা
গার্নসির জাতীয় পতাকা
হার্মের জাতীয় পতাকা
আইল অফ ম্যানের জাতীয় পতাকা
জার্সির জাতীয় পতাকা
সার্কের জাতীয় পতাকা

ব্রিটিশ বৈদেশিক অঞ্চল

এ্যাঙ্গুইলার জাতীয় পতাকা
অ্যাসেনশোন দ্বীপের জাতীয় পতাকা
বারমুডার জাতীয় পতাকা
ব্রিটিশ দক্ষিণ মেরুদেশীয় অঞ্চলের জাতীয় পতাকা
ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় পতাকা
ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের জাতীয় পতাকা
কেইম্যান দ্বীপপুঞ্জের জাতীয় পতাকা
ফক্‌ল্যান্ড দ্বীপপুঞ্জের জাতীয় পতাকা
জিব্রাল্টারের জাতীয় পতাকা
মন্টসেরাটের জাতীয় পতাকা
পিটকেয়ার্ন দ্বীপপুঞ্জের জাতীয় পতাকা
সেন্ট হেলেনার জাতীয় পতাকা
দক্ষিণ জর্জিয়া এবং দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জের জাতীয় পতাকা
ত্রিস্টান দা কুনহার জাতীয় পতাকা
টার্কস্‌ ও কেইকোস দ্বীপপুঞ্জের জাতীয় পতাকা

যুক্তরাষ্ট্র

আমেরিকান সামোয়ার জাতীয় পতাকা
গুয়ামের জাতীয় পতাকা
উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের জাতীয় পতাকা
পুয়ের্তো রিকোর জাতীয় পতাকা
মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের জাতীয় পতাকা

আরও দেখুন

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.