নাইন্টিন এইটি-ফোর
1984 (১৯৮৪) জর্জ অরওয়েলের লেখা একটি বিখ্যাত উপন্যাস। ১৯৪৯ সালে লেখা এই উপন্যাসে অরওয়েল ১৯৮৪ সালের পৃথিবীর কথা কল্পনা করেছেন, যেখানে বাক-স্বাধীনতার কোনো স্থান নেই, এবং মানুষের যাবতীয় কর্মকাণ্ড সরকার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে থাকে।
লেখক | জর্জ অরওয়েল |
---|---|
প্রচ্ছদ শিল্পী | মাইকেল কেনার্ড |
দেশ | যুক্তরাজ্য |
ভাষা | ইংরেজি |
ধরন | Dystopian, political fiction, social science fiction |
পটভূমি | লন্ডন, ওশেনিয়া |
প্রকাশক | Secker & Warburg |
প্রকাশনার তারিখ | ৮ জুন ১৯৪৯ |
মিডিয়া ধরন | Print (hardback and paperback) |
পুরস্কারসমূহ |
|
ওসিএলসি | 52187275 |
ডিউই দশমিক | 823.912[1] |
এই উপন্যাসের একটি বিখ্যাত সংলাপ ছিলো "Big brother is watching you", অর্থাৎ বড় ভাই তোমাকে নজরে রাখছে। উপন্যাসে দেখানো হয়েছিলো, প্রতিটি বাড়ির ভেতরের দেয়ালে একটি যান্ত্রিক পর্দা রয়েছে, যার মাধ্যমে সরকার বাড়ির অধিবাসীদের উপরে নজর রাখতে পারে। এই সংলাপটির মাধ্যমে Big Brother শব্দটি ইংরেজি গণমাধ্যমে সরকারী নজরদারীর প্রতীক হিসাবে প্রচলিত হয়ে যায়।
তথ্যসূত্র
- "OCLC Classify"। classify.oclc.org। ২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৭।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.