দি অ্যাম্ব্যাসাডর্স
দি অ্যাম্ব্যাসাডর্স (ইংরেজি: The Ambassadors) হেনরি জেমসের লেখা একটি ইংরেজি উপন্যাস যা ১৯০৩ সালে প্রকাশিত হয়। এটি আদিতে একটি ধারাবাহিক রচনা হিসেবে নর্থ অ্যামেরিকান রিভিউ-তে প্রকাশিত হয়েছিল। এই ডার্ক কমেডিটি জেমসের শেষপর্বের রচনাবলির মধ্যে একটি মাস্টারপিস। এতে নায়ক ল্যাম্বার্ট স্ট্রেদার তার বিধবা বাগদত্তার আপাত বখাটে ছেলেকে খুঁজতে ইউরোপে পাড়ি জমায়। স্ট্রেদারের লক্ষ্য ছিল ছেলেটিকে পারিবারিক ব্যবসায় ফিরিয়ে নিয়ে আসা, কিন্তু তিনি এ কাজ করতে গিয়ে আশাতীত জটিলতার সম্মুখীন হন। উপন্যাসটি স্ট্রেদারের জবানিতে লেখা।
Cover of 1973 Penguin Modern Classics edition of The Ambassadors | |
লেখক | Henry James |
---|---|
দেশ | United Kingdom, United States |
ভাষা | English |
ধরন | Novel |
প্রকাশক | Methuen & Co., London Harper & Brothers, New York City |
প্রকাশনার তারিখ | Methuen: 24-Sept-1903 Harpers: 6-Nov-1903 |
মিডিয়া ধরন | Print (Serial) |
পৃষ্ঠাসংখ্যা | Methuen: 458 Harpers: 432 |
আইএসবিএন | NA |
ওসিএলসি | 503867 |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.