নরদিন আম্রাবাত

নুরেদ্দিন "নরদিন" আম্রাবাত (আরবি: نورالدين أمرابط; জন্ম: ৩১ মার্চ ১৯৮৭) হলেন মরক্কোর একজন পেশাদার ফুটবলার, যিনি ইংরেজ ক্লাব ওয়াটফোর্ড ফুটবল ক্লাব হতে স্পেনীয় ক্লাব লেগানেসে ধারে এবং মরক্কো জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

নরদিন আম্রাবাত
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম নুরেদ্দিন আম্রাবাত[1]
জন্ম (1987-03-31) ৩১ মার্চ ১৯৮৭[2]
জন্ম স্থান নারদেন, নেদারল্যান্ডস
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)[2]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব লেগানেস
(on loan from ওয়াটফোর্ড)
জার্সি নম্বর
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
এইচএসভি দে জুডভোগেলস
আয়াক্স
২০০৩–২০০৬ হাউজেন
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৬–২০০৭ ওম্নিওয়ার্ল্ড ৩৬ (১৪)
২০০৭–২০০৮ ভিভিভি-ভেনলো ৩৩ (১০)
২০০৮–২০১১ পিএসভি ৫৭ (৯)
২০১১–২০১২ কায়াসেরিস্পোর ৩৮ (৬)
২০১২–২০১৫ গালাতাসারায় ৩৪ (১)
২০১৪–২০১৫মালাগা (ধার) ৪৬ (৮)
২০১৫–২০১৬ মালাগা ১৩ (০)
২০১৬– ওয়াটফোর্ড ৪৪ (০)
২০১৭–লেগানেস (ধার) ২৭ (১)
জাতীয় দল
২০০৭–২০০৮ নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ (০)
২০১১– মরক্কো ২৩ (৪)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২৭ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ৩১ মার্চ ২০১৫ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ সালের ১৭শে মে তারিখে, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত ২৩ সদস্যের মরক্কো দলে স্থান পান।[3]

ব্যক্তিগত জীবন

তিনি হচ্ছেন মরক্কোর আরেক আন্তর্জাতিক খেলোয়াড় সোফয়ান আম্রাবাতের বড় ভাই।[4]

তথ্যসূত্র

  1. "Squads for 2016/17 Premier League confirmed"। Premier League। ১ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  2. "Premier League Player Profile Nordin Amrabat"। Barclays Premier League। ২০১৬। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৬
  3. "Boufal left out of Morocco squad"
  4. "Sofyan Amrabat Voor Vier Jaar Naar Feyenoord"। Feyenoord.nl। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭

বহিঃসংযোগ

টেমপ্লেট:CD Leganés squad


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.