সোফয়ান আম্রাবাত

সোফয়ান আম্রাবাত (আরবি: سفيان أمرابط; জন্ম: ২১ আগস্ট ১৯৯৬) হলেন নেদারল্যান্ডসে জন্মগ্রহণকারী মরক্কোর একজন পেশাদার ফুটবলার, যিনি ওলন্দাজ ক্লাব ফেয়েনুর্ড এবং মরক্কো জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

সোফয়ান আম্রাবাত
ব্যক্তিগত তথ্য
জন্ম (1996-08-21) ২১ আগস্ট ১৯৯৬
জন্ম স্থান হাউজেন, নেদারল্যান্ডস
উচ্চতা ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব ফেয়েনুর্ড
জার্সি নম্বর ২১
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
–২০০৭ এইচেসভি দে জাডভোগেলস
২০০৭–২০১৪ এফসি উত্রেখট
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১৪–২০১৭ এফসি উত্রেখট ৪২ (০)
২০১৭– ফেয়েনুর্ড (০)
জাতীয় দল
২০১০ নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৫ (০)
২০১৩ মরক্কো অনূর্ধ্ব-১৭ (০)
২০১৭– মরক্কো (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৩ সেপ্টেম্বর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ৩১ মার্চ ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

মরক্কো

২০১৮ সালের ১৭শে মে তারিখে, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত ২৩ সদস্যের মরক্কো দলে স্থান পান।[1]

ব্যক্তিগত জীবন

তিনি হচ্ছেন মরক্কোর আরেক আন্তর্জাতিক খেলোয়াড় নরদিন আম্রাবাতের ছোট ভাই।[2]

তথ্যসূত্র

  1. "Boufal left out of Morocco squad"
  2. "Trotse Nordin Amrabat ziet broer Sofyan bij FC Utrecht tekenen"। ad.nl। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৪

বহিঃসংযোগ

টেমপ্লেট:Feyenoord squad


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.