ফাইকাল ফাজর
ফাইকাল ফাজর (আরবি: فيصل فجر; জন্ম: ১ আগস্ট ১৯৮৮) হলেন মরক্কোর একজন পেশাদার ফুটবলার, যিনি স্পেনীয় ক্লাব গেতাফে এবং মরক্কো জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[1]
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ফাইকাল ফাজর | ||
জন্ম | ১ আগস্ট ১৯৮৮ | ||
জন্ম স্থান | রুয়েন, ফ্রান্স | ||
উচ্চতা | ১.৭৮ মি (৫ ফু ১০ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | গেতাফে | ||
জার্সি নম্বর | ২১ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
১৯৯৪–২০০০ | সোত্তেভিলে-লে-রুয়েন | ||
২০০০–২০০৩ | লে আভ্রে | ||
২০০৩–২০০৫ | রুয়েন | ||
২০০৫–২০০৬ | ওয়েসেল | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০০৬–২০০৮ | ওয়েসেল | ২০ | (৪) |
২০০৮–২০১১ | ফ্রেজুস সেন্ট-রাফায়েল | ৯১ | (১২) |
২০১১–২০১৪ | কঁন | ৭৮ | (১১) |
২০১৪–২০১৬ | এলচে | ৩৪ | (১) |
২০১৫–২০১৬ | → দেপর্তিভো লা করুনা (ধার) | ৩৮ | (৫) |
২০১৬–২০১৭ | দেপর্তিভো লা করুনা | ২৪ | (০) |
২০১৭– | গেতাফে | ৩১ | (১) |
জাতীয় দল‡ | |||
২০১৫– | মরক্কো | ১৭ | (২) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
আন্তর্জাতিক ক্যারিয়ার
২০১৮ সালের ১৭শে মে তারিখে, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত ২৩ সদস্যের মরক্কো দলে স্থান পান।[2]
ক্যারিয়ার পরিসংখ্যান
আন্তর্জাতিক গোল
- স্কোর এবং ফলাফলের কলামে মরক্কোর গোলসংখ্যা প্রথমে উল্লেখ করা হয়েছে।[3]
নং | তারিখ | ভেন্যু | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা |
---|---|---|---|---|---|---|
১. | ২৪ মার্চ ২০১৭ | স্তাদ দে মারাকেচ, মারাকেচ, মরক্কো | ![]() | ১–০ | ২–০ | প্রীতি ম্যাচ |
২. | ১ সেপ্টেম্বর ২০১৭ | প্রিন্স মুলায় আব্দেল্লাহ স্টেডিয়াম, রাবাত, মরক্কো | ![]() | ৫–০ | ৬–০ | ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব |
তথ্যসূত্র
- "Fayçal Fajr: "L'EN du Maroc, j'y pense tous les jours""। Maroc Football (French ভাষায়)। ২১ অক্টোবর ২০১১। ১ ডিসেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১১।
- "Boufal left out of Morocco squad"।
- "Fajr, Fayçal"। National Football Teams। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.