দ্য চ্যাম্পিয়ন (১৯১৫-এর চলচ্চিত্র)

দ্য চ্যাম্পিয়ন (ইংরেজি: The Champion; বাংলা অনুবাদ: বিজয়ী) হল চার্লি চ্যাপলিন রচিত ও পরিচালিত ১৯১৫ সালের মার্কিন হাস্যরসাত্মক নির্বাক চলচ্চিত্র। চলচ্চিত্রটি প্রযোজনা করে এসানে স্টুডিওজ। ছবিটি এসানের নাইলস স্টুডিওতে চিত্রায়িত হয়।[1] এতে প্রধান চরিত্রে অভিনয় করেন চ্যাপলিন, এডনা পারভায়েন্সলিও হোয়াইট। এছাড়া এসানের সহ-মালিক ও তারকাশিল্পী ব্রঙ্কো বিলি অ্যান্ডারসনকে বক্সিং ম্যাচের একটি দৃশ্যে দেখা যায়।

দ্য চ্যাম্পিয়ন
চলচ্চিত্রের প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকচার্লি চ্যাপলিন
প্রযোজকজেস রবিন্স
রচয়িতাচার্লি চ্যাপলিন
শ্রেষ্ঠাংশে
সুরকাররবার্ট ইসরায়েল (কিনো ভিডিও মুক্তি)
চিত্রগ্রাহকহ্যারি এনসাইন
সম্পাদকচার্লি চ্যাপলিন
পরিবেশকএসানে স্টুডিওজ
জেনারেল ফিল্ম কোম্পানি
মুক্তি১১ মার্চ ১৯১৫ (1915-03-11)
দৈর্ঘ্য৩৩ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষানির্বাক
ইংরেজি (মূল আন্তঃভাষ্য)

কাহিনী সংক্ষেপ

চার্লি তার বুলডগ নিয়ে হাটার পথে একটি বক্সিং ট্রেনিং ক্যাম্পের সামনে গুড লাক হর্সশু পায়। সেখানে সে বিজ্ঞাপন দেখে যে স্পাইক ডুগ্যানের বক্সিং সহযোগী লাগবে। চার্লি তার বুলডগ নিয়ে ক্যাম্পে প্রবেশ করে। সেখানে তাকে প্রথমে সহযোগী হিসেবে নিয়ে যাওয়া হয়। কিন্তু সে ডুগ্যানকে তার কাজে সহায়তা না করায় অন্যদের সুযোগ দেওয়া হয়। বাকিরা ডুগ্যানের মার খেয়ে ফিরে আসার পর চার্লি তার গ্লোভসে হর্সশু পরে এবং ডুগ্যানকে পরাজিত করে। প্রশিক্ষক এবার চার্লিকে বিশ্ব প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে। প্রশিক্ষকের কন্যা এডনার সাথে চার্লির ভাব হয়। একজন জুয়াড়ী তাকে হেরে যাওয়ার জন্য টাকার প্রদানের প্রস্তাব দেয়, কিন্তু চার্লি তা প্রত্যাখ্যান করে। চূড়ান্ত খেলায় চার্লি তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

কুশীলব

চলচ্চিত্রের একটি দৃশ্যে চার্লি চ্যাপলিন
  • চার্লি চ্যাপলিন − চার্লি, বিশ্ব প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বী
  • এডনা পারভায়েন্স − এডনা, প্রশিক্ষকের কন্যা
  • আর্নেস্ট ভ্যান পেল্ট − স্পাইক ডুগ্যান
  • লয়েড ব্যাকন − দ্বিতীয় সহযোগী
  • লিও হোয়াইট − জুয়াড়ী
  • কার্ল স্টকডেল − সহযোগী
  • বিলি আর্মস্টং − সহযোগী
  • প্যাডি ম্যাকগুইয়ার − সহযোগী
  • বাড জেমিসন − বব আপারকাট, চ্যাম্পিয়ন
  • বিল কেটো - সহযোগী
  • বেন টার্পিন - বিক্রয়কর্মী

তথ্যসূত্র

  1. "38. The Champion (1915)"ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.